সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলুন

in আমার বাংলা ব্লগ7 months ago

man-1253004_1280 (2).jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। প্রতিটা পিতা মাতাই তাদের সন্তানকে অনেক ভালবাসে। আর সন্তানকে ভালবেসে প্রতিটা পিতামাতাই তার সন্তানের জন্য সবকিছু করতে পারে। কিন্তু প্রতিটা পিতা মাতারই এটাও মাথায় রাখতে হবে যে আপনার সন্তানকে আপনি অতিরিক্ত ভালোবেসে যেন তার জীবনে জন্য সমস্যার কারণ না ডেকে আনেন। কারণ কোন জিনিস যদি অতিরিক্ত পরিমাণ হয়ে যায় সেটা তখন ভালো থাকে না।

অনেক পিতা মাতা তার সন্তানকে অতিরিক্ত পরিমাণ টাকা দেন। তারা মনে করে আমার সন্তানকে আমি ভালবাসি তারা যা চায় যতটুকু চায় তার থেকে বেশি আমি দিব। কিন্তু অতিরিক্ত পরিমাণ টাকা সন্তানের জন্য ক্ষতির কারণ হতে পারে। তার একটি অন্যতম কারণ হচ্ছে যখন একজন অল্প বয়সী ছেলে-মেয়ে অতিরিক্ত পরিমাণ অর্থ তার হাতে থাকে তখন সে আজেবাজে কাজে লিপ্ত হতে পারে। যা তার ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ।

অনেক পিতামাতা তার সন্তানকে অধিক পরিমাণ ভালোবাসার কারণে কোন অপরাধকেই তারা গুরুত্ব দেয় না বা তাকে শাসন করে না। তারা মনে করে যে আমার সন্তান ছোট মানুষ না বুঝেই অপরাধটি করেছে তাকে এর জন্য কিছু বলা ঠিক না। যার ফলে সে আরো বেশি আশকারা পেয়ে যায়। সে এটা বুঝতে পারে না যে সে খারাপ কাজ করেছে কারণ তাকে তার পিতা-মাতা সাপোর্ট করেছে যে সে কোন অন্যায় করেনি।

তাই প্রতিটা পিতা মাতার উচিত সন্তানকে ভালোবাসা। কিন্তু সেটার অবশ্যই লিমিটেশনের মধ্যে। সন্তানকে ভালোবাসার পাশাপাশি অবশ্যই শাসন করতে হবে। তার কোন অন্যায় দেখলে সেটা বাধা দিতে হবে তাকে বুঝাতে হবে। তাহলে একজন আদর্শ সন্তান হিসেবে এবং মানুষ হিসেবে আপনি তাকে দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন।

ধন্যবাদ।

Sort:  
 7 months ago 

সবকিছুর ক্ষেত্রেই একটা নির্দিষ্ট লিমিটেশন আছে। যখন আপনি লিমিট ক্রস করবেন তখন তার একটি নেগেটিভ দিক দেখতে পারবেন। সন্তানকে শুধু ভালবাসলে চলবে না তাকে শাসন করতে হবে যেন সে অপরাধমূলক কাজগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারে।

Posted using SteemPro Mobile

 7 months ago 

বাহ সচেতনতামূলক সুন্দর কিছু কথা আপনার পোষ্টের মাধ্যমে তুলে ধরেছেন আপনি। আসলেই আমাদের সমাজে কিছু কিছু মাতা পিতা রয়েছেন যারা সন্তানকে অতিরিক্ত পরিমাণে অস্কারা দিয়ে থাকে। যার দরুন সেই সন্তানের ভবিষ্যৎ জীবন হুমকির মুখে পড়ে যায়। আপনার সন্তানের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই তার পাশে থাকা উচিত এবং যেমনটা শাসন করা উচিত তেমনটাই করা দরকার। তাহলেই আমি মনে করি একটি সন্তান আদর্শ হিসাবে গড়ে উঠবে।

 7 months ago 

আমিও আপনার মত সেটাই মনে করি ভাই, প্রত্যেকটা বাবা মায়েরই সন্তানকে ভালোবাসা উচিত,তবে সেটা অবশ্যই একটা লিমিট রেখে। কারণ অতিরিক্ত আদর যত্ন করা বা অতিরিক্ত টাকা দেওয়া, সেটা কখনোই ভালো হতে পারে না। তাছাড়া অপরাধ কর্মে লিপ্ত হওয়ার পরেও যে বাবা-মা তার সন্তানকে সাপোর্ট করে, আমি মনে করি এই অপরাধ সে নিজে করছে না, তার বাবা-মা তাকে দিয়ে করাচ্ছে। তাই অতিরিক্ত কোন কিছু না করে সবকিছু নিয়মের মধ্যে করাকেই আমি উচিত মনে করি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68137.22
ETH 2695.47
USDT 1.00
SBD 2.74