ইন্টারনেট না থাকার কারণে সাত দিন বিচ্ছিন্ন ছিলাম
আসসালামু আলাইকুম। কোটা আন্দোলনের জন্য গত সাত দিন যাবত আমাদের বাংলাদেশে সরকার কর্তৃক ইন্টারনেট বিচ্ছিন্ন করা হয়েছিল। যার জন্য আমরা কোন ধরনের অনলাইন এক্টিভিটিস করতে পারিনি। আমাদের প্রতিদিনের ইস্টেমিট এর পোস্ট করতে পারিনি।
এখনো আমাদের দেশে ইন্টারনেট পুরোপুরি সচল হয়নি। ইন্টারনেট অত্যাধিক পরিমাণে স্লো করে দেওয়া হয়েছে। এই লেখাটুকু ঠিক মতো আমি লিখতে পারছি না ইন্টারনেট স্লো হওয়ার কারণে। নিজের মনের কথাগুলো ইস্টিমিটে না লিখতে পেরে নিজেকে খুব অসহায় লাগছিল এবং খুব মিস করছিলাম সবাইকে।
ইন্টারনেট যদি আবার পুনরায় আগের মত হয়ে যায় তাহলে আগের মত আবার সুন্দর করে পোস্ট লিখতে পারবো। জানিনা আবার কবে থেকে ইন্টারনেট আগের মত ভালোভাবে ব্যবহার করতে পারব। আশা করি খুব শীঘ্রই আমরা আগের মত ইন্টারনেট ব্যবহার করতে পারবে এবং আমাদের অনলাইন এক্টিভিটিস গুলো ঠিকমতো করতে পারব। সবাই বাংলাদেশের জন্য দোয়া করবেন যেন আমার প্রাণের বাংলাদেশে সবাই মিলেমিশে থাকতে পারি।
ধন্যবাদ।
ইন্টারনেট স্লো হলে এমনিতেই অনেক অসুবিধা হয় কাজ করতে। তবে আস্তে আস্তে আশা করা যায় ইন্টারনেট পরিষেবা পুনরায় আগের মত সচল করে দেওয়া হবে। তাছাড়া আমার মনে হয়, কিছু দিন আগে বাংলাদেশের যে পরিস্থিতি হয়েছিল তাতে করে ইন্টারনেট পরিষেবা বন্ধ করাটাই ঠিক সিদ্ধান্ত ছিল। যাই হোক, এখন আস্তে আস্তে সব ঠিক হলে আশা করা যায় পোস্ট করতে বা অন্যান্য কাজ করতে আর অসুবিধা হবে না। ওভারঅল ভালো লাগলো ভাই, আপনার এই পোস্ট টি পড়ে।