অহংকার পতনের মূল

in আমার বাংলা ব্লগ22 days ago

man-4132758_1280 (1).jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। আমরা হয়তো সবাই এই কথাটি জানি সেটা হল অহংকার পতনের মূল। একজন ব্যক্তি যদি অংকারী হয়ে থাকে তাহলে তার পতন নিকটে। আজ হোক কাল হোক তার পতন হবেই। আমাদের চারপাশে অনেক অহংকারী মানুষ থাকে আর এই অহংকারী মানুষদের কথার মাধ্যমে মানুষ অনেক কষ্ট পায়। তারা নিজেকে অনেক বড় মনে করে এবং সবার কাছে সেটাই জাহির করতে চায়।

অহংকারী হওয়ার একটিমাত্র অন্যতম কারণ হচ্ছে অনেক বেশি টাকা যার আছে সে ব্যক্তি। কিছু ব্যক্তির অনেক বেশি টাকা হলে তখন তারা মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করে এবং ছোট মনে করে। তারা শুধুমাত্র ওই সকল ব্যক্তিদেরকে সম্মান করে বা সম্মান দেখায় যাদের টাকা আছে। আর যাদের টাকা নেই তাদেরকে তারা অপমান লাঞ্ছিত করে এবং নিজেকে অনেক বড় তাদের সামনে জাহির করতে চায়।

অহংকারীদের আরেকটা লক্ষণ হচ্ছে নিজের যা আছে তার থেকে বেশি মানুষের সামনে উপস্থাপন করা। বর্তমানে অনলাইনের জামানাতে মানুষ নিজেকে অন্যের কাছে অনেক বেশি পরিমাণে জাহির করে। এটা বুঝাতে চায় যে আমি অনেক বড় এবং আমার অনেক কিছু আছে। এটিও অহংকারী হওয়ার একটি লক্ষণ।

অহংকারী মানুষকে কেউই ভালোবাসে না বা পছন্দ করেনা। আমাদের মধ্যে যাদের অহংকার আছে তাদের উচিত অবশ্যই অহংকার পরিত্যাগ করা। সব মানুষকে সম্মান করা এবং সবাইকে একই চোখে দেখা। যারা আমাদের থেকে কম যোগ্যতা সম্পন্ন তাদেরকে কখনোই তুচ্ছতাচ্ছিল্য করবো না। নিজেকে মানুষের কাছে জারির করবো না। তাহলেই সবার কাছ থেকে সম্মান এবং ভালোবাসা পাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদ।

Sort:  
 21 days ago 

আসলেই ভাই অহংকারী মানুষকে কেউই পছন্দ করেনা। তবে হ্যাঁ একজন মানুষের যখন অনেক টাকা হয়ে যায় তখন তার মধ্যে অহংকারী ভাব তৈরি হয়। আর বেশিরভাগ ক্ষেত্রেই একজন মানুষের অনেক টাকা হলে তখন সে আশপাশের মানুষগুলোকে তুচ্ছ মনে করে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 65811.20
ETH 3178.05
USDT 1.00
SBD 2.54