মাদকাসক্ত এক অভিশাপ

in আমার বাংলা ব্লগ2 months ago

man-428392_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। গতকাল একটি নিউজ দেখে আমি আতকে উঠেছিলাম। নিউজটা ছিল এই যে একজন মাদকাসক্ত সন্তান তার মাকে মারধর করার কারণে তার পিতা ঘুম থাকা অবস্থায় তাকে কুপিয়ে হত্যা করেন। পরে তিনি নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। ঘটনাটি খুবই দুঃখজনক এবং ভাবলেই মনে হয় যে এই ধরনের ঘটনাও কি আসলেই ঘটতে পারে। কিন্তু ঘটনাটি আসলেই সত্যি প্রতিটা নিউজ চ্যানেলে খবরটি প্রচার করা হয়।

এখন আসল কথায় আছি এখানে অনেকেই অনেক ধরনের মতামত প্রদান করতে পারেন যে একজন পিতা হয়ে কিভাবে সন্তানকে হত্যা করলেন। কিন্তু ঘটনাটি যদি আপনি আরো শুক্ষভাবে চিন্তা করেন যে একজন মাদকাসক্ত সন্তান তার জন্মদাতি মাকে গায়ে হাত তোলার কারণে তার পিতা তাকে হত্যা করেন। ছেলেটি তার মাকে মারধর করেছিলেন মাদক সেবনের টাকার জন্য।

এই একটি ঘটনা হয়তো আমাদের নিউজগুলোতে প্রচারিত হয়েছে। কিন্তু এমনও হাজার হাজার সন্তান তার পিতামাতাকে প্রতিনিয়ত তিলে তিলে কষ্ট দিচ্ছে এই মাদকাসক্ত হওয়ার কারণে। মাদকাসক্ত আমাদের দেশে এখন এমনভাবে বিস্তৃত হয়ে গেছে যে এটাকে এখন অনেকে কিছুই মনেই করছে না কিন্তু এটি খুবই ভয়াবহ অবস্থা ছড়িয়ে গেছে। যার ফলে এরকম একটি ঘটনা আজকে আমাদের সামনে আসলো।

একজন পিতা তার সন্তানকে কখন কপি হত্যা করে যখন সে অনেক বেশি অতিষ্ট হয়ে যায়। আমরা সাধারণত দেখি যে পিতা-মাতা সন্তানকে তার জীবনের চেয়েও ভালোবাসে কিন্তু এখানে একজন মাদকাসক্ত সন্তানের জন্য পিতার এই ঘটনাটি আমাদের বিবেকে নাড়া দেয়। যে মাদকাসক্ত কত পরিমান ভয়ানক হতে পারে। তাই আমাদের সামাজিকভাবে এবং ব্যক্তিগতভাবে এই মাদকাসক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে। যেন কারো সাথে এই ধরনের ঘটনা ভবিষ্যতে না ঘটে। তাহলে আমরা ভালো থাকতে পারবো আমাদের দেশ ভালো থাকবে।

ধন্যবাদ।

Sort:  
 2 months ago 

নিউজটা আমিও কালকে দেখেছি, একজন বাবা কতটা দিশেহারা হয়ে গেলে এমন কাজ করতে পারে। এই ঘটনা থেকে বোঝা যায় মাদকাসক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে।

Posted using SteemPro Mobile

 2 months ago 

নিউজ টা আমি দেখেছি। মাদকাসক্ত ঐ ছেলে প্রতিনিয়ত টাকার জন্য বাড়িতে অশান্তি ঝামেলা করত অনেক সময় মারধর করত। কিন্তু এটা আর কতদিন সহ‍্য করবে ঐ পিতা। এইজন্যই এমনটা করেছে উনি। এখানে আমরা যে যাই বলি একজন পিতা কতটা ধৈর্য্য হারালে এইরকম কাজ করে থাকে।

Posted using SteemPro Mobile

 2 months ago 

আমিও নিউজটা পড়েছিলাম। আসলে কোন সন্তান যখন কুপথে চলে যায় বাবা, মা অতিষ্ঠ হয়ে যায় তার অত্যাচারে তখন এরকম কাজ করতে বাধ্য হয়।কতোটা কষ্ট কতোটা অত্যাচারিত হয়ে একজন বাবা এই কাজ করতে বাধ্য হয়েছে তা শুধু ভুক্তভোগী বাবাই জানেন। এরকম কতো যে মা,বাবা তাদের মাদকাসক্ত ছেলের দাড়া নির্যাতন তা ভুক্তভোগী বাবা, মা ছারা কেউ জানে না।কয়েকটি খবর আর সামনে আসে।অনেক খবর আড়ালেই থেকে যায়।ধন্যবাদ আপনাকে পোস্ট কি করার জন্য।

 2 months ago (edited)

আসলে ভাই, এমন ধরনের খবর মাঝে মাঝেই আমাদের সামনে আসতে থাকে। বর্তমানে মাদকাসক্ত হওয়ার প্রধান কারণ হলো খারাপ সঙ্গ এবং তরুণ প্রজন্ম সব থেকে বেশি এই মাদকে আসক্ত।

একজন মাদকাসক্ত সন্তান তার মাকে মারধর করার কারণে তার পিতা ঘুম থাকা অবস্থায় তাকে কুপিয়ে হত্যা করেন।

খুবই দুঃখজনক একটি নিউজ ছিল ভাই। হয়তো সন্তান নেশা করতে করতে এমন জায়গায় চলে গেছিল যার জন্য তার পিতা তাকে আর সহ্য করতে পারছিল না, সেই জন্যই এমন ঘটনা ঘটিয়েছে সে। তবে আমি মনে করি, প্রশাসনের এই মাদকের ব্যাপারে আরো অনেক বেশি সতর্ক হওয়া উচিত আর আমাদের সামাজিকভাবে এবং ব্যক্তিগতভাবে এই মাদকাসক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 69081.27
ETH 3757.89
USDT 1.00
SBD 3.68