বন্ধুদের পাল্লায় পড়ে মজার ছলে হলেও মাদকদ্রব্য গ্রহণ করা উচিত নয়

in আমার বাংলা ব্লগ2 months ago

face-1283106_1280 (2).jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। বর্তমান যুবকদের মধ্যে একটা ব্যাপার খুবই দেখা যাচ্ছে সেটা হলো যে মজার ছলে মাদকদ্রব্য গ্রহণ করা। এটা তারা মনে করে যে মজার ছলে যদি মাদকদ্রব্য গ্রহণ করে তখন এটা তেমন কোন সমস্যা নয় বা এটা তো আমি রেগুলার গ্রহণ করি না। কিন্তু একজন মানুষ যখন কোন একটা অকেশনালে মাদকদ্রব্য গ্রহণ করে যেমন মদ অথবা অন্য কোন মাদক দ্রব্য তখন সেটা তার অভ্যাসে পরিণত হতে পারে।

একজন ব্যক্তি অনেক সময় অনেক কারনে মাদকদ্রব্যে আসক্ত হতে পারে। অনেক সময় সে কোন একটি ব্যাপারে যদিও অনেক বেশি কষ্ট পায় তখন সে এটাকে প্রথমে কষ্ট ভুলার জন্য গ্রহণ করে আবার অনেকেই বন্ধুদের পাল্লায় পড়ে মজার ছলে মাদকদ্রব্য গ্রহণ করে। প্রথম প্রথম এটাকে তেমন একটা গুরুত্বপূর্ণ মনে করে না। তারা মনে করে যে একবার দুইবার খেলে তেমন কোন কিছুই হয় না।

কিন্তু একজন ব্যক্তি যখন একবার দুইবার কোন একটি মাদকদ্রব্য গ্রহণ করে তখন তার শরীর এই মাদকদ্রব্য পরবর্তীতে গ্রহণ করার জন্য তাকে প্রলুব্ধ করে। সে তখন আর মজার ছলে করে না তখন সেটা আসক্তিতে পরিণত হতে পারে। আমরা যে ভাবনা নিয়ে প্রথমে মাদকদ্রব্য শরিলে গ্রহণ করি বা খাই পরবর্তীতে সেটার সাধারণ ভাবনার মধ্যে থাকে না সেটা আসক্তিতে পরিণত হয়।

তাই আমাদের প্রত্যেকেরই কখনোই মাদকদ্রব্য মজার চলে অথবা বন্ধুদের পাল্লায় পড়ে গ্রহণ করা উচিত নয়। সেটা যদি একবারও হয় সেটা উচিত নয়। কেউ যদি আপনাকে এটা বুঝাতে চায় যে একবার দুইবার খেলে তেমন কোন কিছু হবে না তাদেরকে আপনি তাদের আপনি না বলুন। আপনি এই আলাদা করুন যে কখনোই মাদকদ্রব্য শরীরে গ্রহণ করবেন না সেটা একবার হোক আর দশবার হোক। নিজেকে মাদকদ্রব্য থেকে দূরে রাখার চেষ্টা করুন। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদ।

Sort:  
 2 months ago 

অধিকাংশ মানুষ বন্ধুদের পাল্লা পড়ে প্রথম মাদক দ্রব্যের সাথে সংযুক্ত হয়। এরপর ধাপে ধাপে ধারা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যায়। তাই সর্বদাই সচেতন থাকতে হবে। কোন বন্ধুর পাল্লা পড়ে এমন কাজ করা যাবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64167.02
ETH 2769.14
USDT 1.00
SBD 2.67