বর্তমানে প্রতিটা ক্ষেত্রে টাকার মাধ্যমে মানুষকে মূল্যায়ন করা হয়

in আমার বাংলা ব্লগlast month (edited)

entrepreneur-593358_1280 (1).jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। বর্তমানে বেশিরভাগ মানুষই অন্যজন মানুষকে টাকার জন্য সম্মান করে বা মূল্যায়ন করে। একজন ব্যক্তির যদি টাকা থাকে তাহলে সে ব্যক্তি সমাজে বা এলাকাতে সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সে সবচেয়ে বেশি মূল্যায়ন পাওয়ার যোগ্য মনে করা হয়। টাকা কি এত বেশি প্রাধান্য দেওয়া হয় যে মানুষ এখন টাকার জন্য অন্য মানুষের চামচামি করতেও দ্বিধাবোধ করে না।

সমাজে যদি একজন ব্যক্তির অনেক বেশি টাকা থাকে তাহলে সে ব্যক্তি সবচেয়ে বেশি সমাজের সম্মানিত এবং তার কথার গুরুত্ব অনেক বেশি দেওয়া হয়। সে যা বলবে তাই মানুষ শুনতে বাধ্য হয় বা মেনে নাই। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে যার অনেক বেশি টাকা সেই সমাজের বিচারপতি বা নেতা হয়। তার দ্বারা যত অপকর্মই হোক না কেন সে টাকার মাধ্যমে সেটাকে মানুষের মুখ বন্ধ করে রাখে।

প্রতিটা ক্ষেত্রেই বর্তমানে টাকার মূল্যায়ন অনেক বেশি করা হয়। পরিবার থেকে সমাজ বা রাষ্ট্র সব ক্ষেত্রেই দেখবেন টাকা যেখানে আছে সেখানেই মানুষ মূল্যায়ন করে বা মূল্যায়ন পায়। সমাজের মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যে ব্যক্তির বেশি টাকা আছে তাদেরকে সকল অনুষ্ঠান বা প্রোগ্রামে তার আগে দাওয়াত দেওয়া হয়। অপরদিকে যারা গরীব টাকা নেই তাদের কে কখনোই দাওয়াত দেওয়া হয় না।

বর্তমান সমাজ ব্যবস্থা বা সবকিছুতেই টাকাকে এত বেশি প্রাধান্য দেওয়া হয় যে অন্যান্য যত ভালো কাজ আছে সবকিছুই টাকার মাধ্যমে মূল্যায়ন করছেন সবাই। তাই আমাদের একবার ভেবে দেখা উচিত সবকিছুই যদি টাকার মাধ্যমে করা যেত তাহলে আজ মনুষ্যত্ব বলতে কিছু থাকতো না। আমাদের যাদের এই ধরনের চিন্তাভাবনা আছে যে টাকাই সব তাদের অবশ্যই দ্বিতীয়বার এই ব্যাপারটি নিয়ে ভাবতে হবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদ

Sort:  
 last month 

বর্তমান সময়ে টাকার দ্বারাই যেহেতু সব কিছু পাওয়া যায়, সেক্ষেত্রে চামচামি করবেই বা না কেন ভাই! আর যে ব্যক্তির কাছে টাকা আছে বেশি তাকে সমাজের লোক সম্মান করবে, এটাই স্বাভাবিক। তবে মনুষ্যত্বের সাথে টাকার কোন সম্পর্ক নেই। যেহেতু এখন সব ক্ষেত্রেই টাকার প্রয়োজন, এজন্য মানুষ টাকার কাছে বিক্রি হয়ে যায় অনায়াসে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65133.17
ETH 3480.37
USDT 1.00
SBD 2.52