বর্তমানে ভাইরাল হওয়ার নেশায় মানুষ অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়ছে

in আমার বাংলা ব্লগ5 months ago

silhouette-1479058_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। বর্তমানে মানুষ সোশ্যাল মিডিয়া গুলোতে ভাইরাল হওয়ার নেশায় এত পরিমাণ বিবর যে তারা ভাইরাল হওয়ার জন্য যে কোন কিছু করতে রাজি। মানুষ এখন তার নীতি নৈতিকতা ভুলে গিয়ে ভাইরাল হওয়ার নেশায় বিভোর। তারা মনে করে ভাইরাল হতে পারলে মানুষ আমাকে চিনবে আমাকে সম্মান করবে আমার সাথে সেলফি তুলবে এটাই তাদের জীবনের সার্থকতা মনে করে।

কিন্তু বাস্তবিক অর্থে মানুষ অনৈতিক কার্যকলাপ করে যদি কোনো কারণে ভাইরাল হয়ে যায় সে মানুষটিকে কখনোই কেউ সম্মান করে না তাকে ভালো চোখে দেখেনা। মানুষ তাদেরকেই সম্মান করে যারা ভাল কাজ করার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করে মানুষের কাছে পরিচিত করে তোলে। কিন্তু তাদের ভাবনার মধ্যে এটাই কাজ করে যে আমি ভাইরাল হতে চাই ভাইরাল হলে মানুষ আমাকে চিনবে আর তার দ্বারা তারা কিছু সস্তা জনপ্রিয়তা পাবে।

বর্তমান যুবকদের মধ্যে ভাইরাল হওয়ার নেশা অনেক বেশি। তারা এমন সব কার্যকলাপ করে যেগুলো নৈতিকতার ধারে কাছেও নেই। তাদের কার্যকলাপ দেখে মানুষ হাসাহাসি করে তাদের পাগল মনে করে। সোশ্যাল মিডিয়ার বদলতে মানুষ এখন খারাপ কাজ গুলো বেশি হাইলাইট হয়। যার কারণে এখন খুব সহজে খারাপ কাজ করার মাধ্যমে ভাইরাল হওয়া যায়। যার কারণে এ সকল মানুষগুলো খুব সহজেই অনৈতিক কার্যকলাপ করে ভাইরাল হতে পারে।

আমাদের করণীয় হচ্ছে কোন অনৈতিক কার্যকলাপ অথবা বাজে কোন ভিডিও কে কখনোই শেয়ার না করা। অনেকে হাসি ঠাট্টা ছলে বন্ধুদের মাঝে এই ধরনের অনৈতিক ভিডিও গুলো শেয়ার করে যার ফলে হাজার হাজার মানুষ সেগুলো দেখে। আর যাদের এই উদ্দেশ্য যে আমি ভাইরাল হতে চাই যে কোন কিছুর মাধ্যমে তাদের উদ্দেশ্য সার্থক হয়। তাই আমাদের সোশ্যাল মিডিয়া গুলোতে শেয়ার করার পূর্বে অবশ্যই এই সকল ব্যাপার গুলো মাথায় রাখতে হবে যেন খারাপ কোন কিছু শেয়ার না করা হয়। ভালো কে মূল্যায়ন করে সেটা শেয়ার করা। তাহলে আমরা একটি সুন্দর সমাজ পাবো ও মূল্যবোধ টিকিয়ে রাখতে পারব। সবাই ভালো থাকবেন।

ধন্যবাদ।

Sort:  
 5 months ago 

আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন হ্যাঁ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় মানুষ ভাইরাল হওয়ার জন্য অনৈতিক কার্যকলাপের সাথে প্রতিনিয়ত জড়িয়ে পড়ছে। যদি আপনি ফেসবুক বা ইউটিউব সোশ্যাল মিডিয়া গুলো দেখেন তাহলে তার একটা অংশ দেখতে পারবেন।

 5 months ago 

ভাইরাল হতে গিয়ে তারা যেসব কাজকর্ম করে এতে সাধারণ মানুষ ভালো বলল কী খারাপ বলল সেটা তাদের কাছে কোন ব‍্যাপার না। আর শুধু যুবক না মেয়েদের মধ্যেও এই প্রবণতা আছে। ভাইরাল হওয়ার এই নেশা টা একটা ভয়াবহ আকার ধারণ করেছে। স‍্যোসাল মিডিয়ায় চোখ রাখলেই এমন কিছু প্রতিনিয়ত নজরে আসে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

এটা একদমই সত্যি কথা ভাই, এখনকার ইয়াং জেনারেশন তাদের নীতি নৈতিকতা ভুলে গিয়ে ভাইরাল হওয়ার নেশায় বিভোর হয়ে আছে। আর এই কারণে তারা নিচে নামতেও দ্বিধাবোধ করছে না। তাছাড়া তাদের মান-সম্মানেরও কোন ভয় নেই এখন। কিন্তু এটা যে ভবিষ্যতে কত বড় খারাপ হয়ে তাদের কাছে ফিরে আসবে, এটা তারা বুঝতে পারছে না। এরা হয়তো ভাইরাল হচ্ছে কিন্তু সবাই তাদের সম্মান দেয়ার পরিবর্তে আরো বেশি ঘৃণা করছে। তাই আমারও মনে হয় যে এসব থেকে বিশেষ করে ইয়াং জেনারেশনদের অনেক বেশি দূরে থাকা উচিত।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58630.93
ETH 2517.93
USDT 1.00
SBD 2.35