বাংলাদেশে বেকারত্ব ও বর্তমান প্রেক্ষাপট

in আমার বাংলা ব্লগ2 months ago

mystery-5706445_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। বাংলাদেশে বর্তমানে সবচাইতে বড় সমস্যার মধ্যে একটি সমস্যা হচ্ছে বেকারত্ব। একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে মাস্টার্স পাশ করা প্রায় ৪০ লক্ষ যুবক বাংলাদেশে এখন বেকার। বাংলাদেশ কর্মসংস্থানের সুযোগ এত পরিমান কম যে জনসংখ্যার অনুপাত হারে কর্মসংস্থানের সুযোগ নাই বললেই চলে। যার কারণে দিনের পর দিন বেকারত্বের হার বেড়েই চলেছে।

একজন মানুষ পড়ালেখার পর সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কোন একটি কর্মসংস্থান পাওয়া। কিন্তু কর্মসংস্থানের সুযোগ না থাকার ফলে বাংলাদেশ যুবকরাও পড়ালেখার পর ও বেকার থাকছেন। অনেকে পড়ালেখা করে চাকরি না পাওয়ার ফলে অন্য দেশে পাড়ি জমাচ্ছেন কর্মসংস্থানের সন্ধানে। অন্য দেশে গিয়ে তারা কঠোর পরিশ্রম করে দেশের এবং নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করছেন।

আরো একটি সমস্যা হচ্ছে উচ্চশিক্ষিত বেকার যুবকদের মধ্যে সরকারি চাকরির যোক বেশি। তারা সরকারি চাকরির পিছনে ছুটতে ছুটতে তাদের মূল্যবান সময়টুকু নষ্ট করছে। একটা সময় গিয়ে তারা হতাশা গ্রস্থ হয়ে পড়ে কর্মসংস্থান না পাওয়ার ফলে। তারা প্রথমেই চায় অনেক ভালো চাকরির করার জন্য বা অনেক অর্থ পাবে এরকম চাকরি তারা আশা করে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে প্রথমে অনেক ভালো বা অনেক অর্থ আয় করা যায় এমন চাকরি সুযোগ খুবই কম।

তাই যুবক বেকারদের উদ্দেশ্যে এটাই বলতে পারি আত্মনির্ভরশীল কর্মসংস্থান খুঁজে নিজের কাজ নিজে করার চেষ্টা করা। সরকারি চাকরির পিছনে না ছুটে ছোট একটি কাজে নিজেকে নিয়োজিত রাখুন যা বেকার থাকা থেকে অনেক ভালো। তাছাড়া বর্তমানে অনলাইনে অনেক মাধ্যমে আয় করা যায় যাদের অনলাইনের প্রতি ইচ্ছে আছে তারা চাইলে ভালো কোন প্রতিষ্ঠান থেকে কোন একটি কাজের উপর দক্ষ হয়ে অনলাইন থেকে আয় করার চেষ্টা করা। তাহলে বাংলাদেশের এই বেকার সমস্যা অনেকটা দূর হবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদ।

Sort:  
 2 months ago 

বেকার সমস্যা এখন সব দেশেরই জাতীয় সমস্যা ভাই। তবে এটা ঠিক কথা, যারা একটু উচ্চশিক্ষিত হয় তাদের সরকারি চাকরির প্রতি ঝোঁক বেশি এবং সেই চাকরি যখন না পায় তখন তারা হতাশায় ভোগে। অনেকে তো আছে আবার বিদেশের মাটিতে পাড়ি দেয় চাকরি না পেয়ে। তবে আমিও এটাই মনে করি যে, চাকরির পেছনে না ছুটে নিজেকে একটু স্বাবলম্বী করা উচিত। এতে করে বেকার থাকার যে মানসিক কষ্ট সেটা কিছুটা কমবে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58445.95
ETH 2616.08
USDT 1.00
SBD 2.41