চুপ থাকুন জীবনে সফল হতে পারবেন

in আমার বাংলা ব্লগlast month

fantasy-2861107_1280 (2).jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। জীবনে সফল হতে হলেও বা সফলতা পেতে হলে অবশ্যই চুপ থাকতে হবে। জীবনে যদি আপনি চুপ থাকতে পারেন অনেক ধরনের সমস্যা থেকে কে বাঁচিয়ে রাখতে পারবেন। চুপ থাকার উপর অনেক ক্ষেত্রে আপনার সফলতা নির্ভর করে। কারণ আপনি এমন একটা কথা বলে ফেললেন এমন এক জায়গাতে যার কারণে আপনার জীবনে অনেক সমস্যা সম্মুখীন বয়ে আনবে।

আপনি যদি চুপ থাকতে পারেন তাহলে আপনার শত্রু থাকবেনা। মানুষের মুখের কথার কারণে শত্রুতা তৈরি হয়। একজন ব্যক্তিকে যখন আপনি খারাপ কথার মাধ্যমে উত্তপ্ত করবেন তখন সে আপনার শত্রুকে পরিণত হবে। মুখের ভাষা যার যত সুন্দর সে নিজেকে শত্রুতা থেকে রক্ষা করতে পারে। আর একজন মানুষের মুখের ভাষা যদি সুন্দর না হয় তাহলে তার শত্রুর অভাব হবে না কারণ তার কথার মাধ্যমে শত্রুতা দেখে আনবে।

আপনাকে সঠিক জায়গায় সঠিক কথা বলতে হবে। আপনি কার সাথে কেমন ভাবে কথা বলতে হবে সেই ব্যাপারটি যদি না জানেন তাহলে আপনার সফলতা অন্তরায় থেকে যাবে। অতিরিক্ত কথা আপনার নানান ধরনের সমস্যা তৈরি করেই যাবে। অতিরিক্ত কথা বলা থেকে যদি আপনি চুপ থাকতে পারেন তাহলে আপনার অনেক ক্ষেত্রে সফল হওয়া সম্ভবনা অনেক বেশি।

তাই আমাদের উচিত কখন কোন কথা বলতে হবে কখন চুপ থাকতে হবে সেই ব্যাপারটি জেনে নিজের কথা বলার ধরন পরিবর্তন করতে হবে এবং চুপ থাকতে হবে। আপনি যদি আপনার জবানের উপর নিজেকে কন্ট্রোল আনতে পারেন তাহলে আপনি জীবনের সফল হতে পারবেন বা সফলতা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি গুণে বেড়ে যাবে। শেষে এটাই বলব চুপ থাকুন জীবনের সফল হতে হলে। সবাই ভালো থাকবেন।

ধন্যবাদ।

Sort:  
 last month 

আসলেই বোবা লোকের শত্রু কম কথাটি একদম সঠিক আর সেই বিষয়টিও আপনার পোস্টের মাধ্যমে খুবই স্পষ্টভাবে ফুটে উঠেছে। আসলেই চুপ থাকলে শত্রুতা কম হয় তাই বলে সব সময় চুপ থাকতো বোকামি। আপনি ঠিক বলেছেন সঠিক সময় সঠিক জায়গায় আর কোন মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে সেটা নিজের মধ্যে কন্ট্রোল থাকতে হবে তাহলে এই সফলতা পাওয়া যাবে। সর্বোপরি আসলেই আমাদের জবান এর উপর কন্ট্রোল থাকতে হবে।

 last month 

এটা আমি নিজেও বিশ্বাস করি, আপনি যত কম কথা বলবেন আপনার জবানের প্রতি আপনার কন্ট্রোল যত ভালো হবে আপনি তত সহজেই জীবনে সফল হতে পারবেন। আমার মনে হয় কোন কারণ ছাড়া কথা না বলাই উচিত।

Posted using SteemPro Mobile

 last month 

আমিও সেটাই মনে করি ভাই, মানুষের মুখের কথার জন্যই আসলে শত্রু তৈরি হয়। এইজন্য মুখের ভাষা যার যত সুন্দর তার শত্রু তত কম। তাই আমি মনে করি, অতিরিক্ত কথা বলা যাবে না এবং সঠিক জায়গায় সঠিক কথাটা বলতে হবে তাহলেই অনেক সমস্যার সমাধান সম্ভব। বেশ শিক্ষামূলক একটা পোস্ট ছিল ভাই।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.13
JST 0.033
BTC 63035.00
ETH 3022.97
USDT 1.00
SBD 3.82