নিয়মতান্ত্রিক জীবন ব্যবস্থা গুরুত্ব অপরিসীম

in আমার বাংলা ব্লগ28 days ago

man-2179358_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। পৃথিবীতে একজন মানুষের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার সুস্বাস্থ্য। আপনার যদি কোটি টাকাও থাকে না কেন কিন্তু আপনি অসুস্থ তাহলে এই টাকা আপনার জন্য তেমন কোন সুখ বয়ে আনতে পারবেনা। সবকিছুর মূলে হলো আপনার সুস্থতা আর আপনি যদি সুস্থ থাকেন তাহলে আপনার জন্য সবকিছু অনেক সুন্দর এবং গুছালো মনে হবে। আর আপনি যদি অসুস্থ হন তাহলে আপনার কাছে যত ভালো কিছুই দেওয়া হয় না কেন সেটাকে ভালো লাগবে না।

কিন্তু বর্তমানে মানুষের মধ্যে নিজের স্বাস্থ্যের ব্যাপারে অনেক বেশি অবহেলা পরিলক্ষিত হচ্ছে। কেননা তারা ঠিক মতো ঘুমায় না ঠিকমতো খায় না তাদের জীবন অনেক বেশি উৎশৃংখল এবং কখন কোন কাজটি করতে হবে সেটা তারা ঠিকমতো করছে না। সময় মত সব কাজ না করার ফলে একজন মানুষ দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে। এটা শুধুমাত্রই তার নিয়মতান্ত্রিক জীবনধারা সঠিক পরিচালনার অভাব।

একজন মানুষ তার সুস্বাস্থ্যের ব্যাপারে কেন অবহেলা করছে হয়তো সে নিজেও জানেনা। সারারাত ধরে ফোন ব্যবহার করছে এবং সারাদিন ঘুমাচ্ছে। যার কারণে একজন মানুষ তার জীবনের সুশৃংখল ধারা ব্যাহত হচ্ছে। একজন মানুষ যদি টাইম মতো না ঘুমায় এবং সকালে ঘুম থেকে না উঠে তাহলে তার শারীরিকভাবে অনেক অসুস্থতা ধরা দিতে পারে। যা আমাদের দীর্ঘমেয়াদি অনেক অসুস্থতার কারণ হতে পারে।

তাই আমাদের প্রত্যেকের উচিত সুস্বাস্থ্যের ব্যাপারে অনেক বেশি গুরুত্ব দেওয়া। আমাদের সময় মত ঘুমানো উচিত সময় মত খাওয়া উচিত যখন এটা তখন খাওয়া উচিত এবং খাবারের ব্যাপারে অনেক বেশি সচেতন হওয়া উচিত। আমরা যত বেশি সুস্বাস্থ্যের ব্যাপারে সচেতন হব তত বেশি আমাদের জীবন সুন্দর ও সুস্থ থাকতে পারবো। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদ।

Sort:  

@tipu curate

Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 27 days ago 

আধুনিকতার সাথে সাথে এই বিষয়টি বেশি প্রভাব ফেলছে মানুষের জীবনে, সারারাত ফোন নিয়ে ব্যস্ত থাকে অবশ্য দিনের বেলায় তাকে আর খুঁজে পাওয়া যায় না সারাদিন পড়ে পড়ে ঘুমায়। মানুষের এমন জীবনযাত্রার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হওয়া উচিত।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 61195.23
ETH 2975.65
USDT 1.00
SBD 2.47