ছাত্র-ছাত্রীদের কোটা সংস্কার আন্দোলন

in আমার বাংলা ব্লগ3 months ago

education-3670453_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। বাংলাদেশের ছাত্র ছাত্রীরা কোটা সংস্কার আন্দোলনে বর্তমানে রাস্তায় আছেন। কোটা সংস্কার নিয়ে আমি গত দুইদিন আগে একটি পোস্ট আপনাদের সাথে করেছিলাম যে বাংলাদেশ মেধাব থেকে কোটার কারণে অনেকেই বেশি সুবিধা ভোগ করতে। লক্ষ লক্ষ মেধাবী ছাত্রছাত্রীর বিপরীতে কিছু মুক্তিযোদ্ধার সন্তান এবং নাতিপতিরা কোটার মাধ্যমে চাকরি এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাচ্ছে। যা মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য খুবই দুঃখজনক।

গত সাতদিন যাবত ছাত্র-ছাত্রীরা কোটা সংস্কারের জন্য আন্দোলন করে যাচ্ছে। কিন্তু দুঃখজনক ব্যাপার যে পুলিশ এবং সরকারদলীয় তাদের লোকেরা ছাত্র-ছাত্রীদের ওপর অমানবিক নির্যাতন করছে। এ পর্যন্ত সাতজন ছাত্র মারা গিয়েছেন এবং হাজার হাজার ছাত্রছাত্রী আহত হয়ে হসপিটালে ভর্তি আছেন। তারা তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছিল কিন্তু এখন তাদের সাথে এমন আচরণ করা হচ্ছে মনে হচ্ছে সরকার বিরোধী আন্দোলন করছে।

ছাত্র-ছাত্রীদের এই যৌক্তিক আন্দোলনে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে তাদের সাহায্য সহযোগিতা করা উচিত। যে যেভাবে পারেন আমাদের অবস্থান থেকে তাদের পাশে দাঁড়ানো উচিত। আমরা যারা অনলাইনে একটিভ আছি তাদের এই অত্যাচার এবং অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। প্রতিবাদ যেকোনো জায়গা থেকেই করা উচিত। আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এই কোটা চমৎকার করতে গিয়ে যেন প্রান না যায় আমাদের মত। তাই এখনই রুখে দাঁড়ানো উচিত যতক্ষণ পর্যন্ত না দাবি আদায় করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া আমাদের জন্য খুবই জরুরী।

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.029
BTC 68665.88
ETH 2524.20
USDT 1.00
SBD 2.53