বর্তমান নির্বাচনের একটি চিত্র তুলে ধরলাম

in আমার বাংলা ব্লগ2 months ago

vote-1804596_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে কিছু কথা আজকে আমি বলতে চাই। এটা সম্পূর্ণই আমার নিজের মতামত এবং নিজের মনের কিছু কথা। আজকে আমাদের এলাকাতে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। কিছুদিন যাবত উপজেলা নির্বাচন নিয়ে মানুষের মধ্যে অনেক বেশি উত্তেজনরা বিরাজ করছিল। এই উত্তেজনার কারণ একটাই আগামী পাঁচ বছরের জন্য জনপ্রতিনিধি নির্বাচন করা। যার থেকে আমরা অনেক ধরনের সাহায্য সহযোগিতা পাবো।

কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এটাই সত্যি যে যে ব্যক্তিগুলো নির্বাচনে অংশগ্রহণ করে তাদের জনসেবা করার মত যোগ্যতা আমার কাছে মনে হয়না আছে। তাদের সম্পর্কে মানুষের কাছে এত পরিমাণ নেতিবাচক কথা সমাজের ছড়িয়ে ছিটিয়ে আছে যেগুলো শুনলে মনে হয় না যে এই ব্যক্তি দ্বারা কোন ভাল কাজ করা সম্ভব। যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের দ্বারা এমন কোন খারাপ কাজ নেই করা হয়নি। এই ব্যাপারগুলি কিছুদিন যাবত কানাঘুষা হচ্ছিল।

এখন সাধারণ মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে গিয়েছিল যে কাকে ভোট দিলে তারা নিরাপদ থাকতে পারবে। যার ফলে অনেক মানুষ ভোটই দিতে পারেনি বা ভোট দিতে আসেনি। কারণ তারা জানেই না যে তাদের দ্বারা আদৌ কি কোন সুফল পাওয়া সম্ভব নাকি তাদের দ্বারা আরো ক্ষতির সম্মুখীন হতে পারে। এমন বিভ্রান্তি থাকলে কিভাবে বা মানুষ ভোট দিবে বা ভোট দিতে আসবে।

যে ব্যক্তিদের ভোট দিবে বা নির্বাচিত করবে তাদের যদি যোগ্যতা না থাকে তাহলে এই মানুষদের দিয়ে আদৌ কোন ভাল কাজ করা সম্ভব নয় বা সামাজিক কোন উন্নয়ন তাদের দ্বারা হবে না। আমাদের দেশে শিক্ষিত মানুষ বা ভালো মানুষ রাজনীতি করে না বর্তমানে বললেই চলে। যারাই করে তারা হয়তো কোন একটি দলীয় সন্ত্রাসী অথবা সন্ত্রাসী রাজনীতির সাথে জড়িত এই ব্যক্তিগুলোই পরবর্তীতে চেয়ারম্যান মেয়র হয়ে থাকে। আমি এই ব্যাপারগুলো চিন্তা করে আজকে ভোট দিতেই পারিনি। আমি এটাই প্রতিজ্ঞা করেছি যতদিন পর্যন্ত ভাল কোন ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করবে না ততদিন পর্যন্ত ভোট দেওয়া থেকে নিজেকে বিরত রাখবো। সবাই ভালো থাকবেন।

ধন্যবাদ।

Sort:  
 2 months ago 

আসল দুর্নীতি বর্তমান দেশের একদম দোরগোড়া পর্যন্ত পৌঁছে গেছে। ভোট নেওয়ার সময় সব প্রার্থীরাই বিভিন্ন রকমের প্রতিজ্ঞা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে নেয় সাধারণ জনতার থেকে। বিজয়ী হওয়ার পর তাকে আর দেখা পাওয়া তো মুশকিল বাসায় গেলেও খোঁজ নিলে না। সেই দৃষ্টিকোণ থেকে আমিও মনে করি এই লোকগুলো আসলেই জনসেবা করার মতো যোগ্য নয়। আশা করছি আগামীতে যোগ্যতা সম্পন্ন সৎ নির্ভীক ব্যক্তি নির্বাচনে দাঁড়াবে যাদেরকে আমরা আমাদের মনের কোন ত্রুটি বা দ্বিধা ছাড়াই ভোট দিতে পারব। নির্বাচন নিয়ে একদম বাস্তবমুখী কিছু কথা বলেছেন আপনি যা খাঁটি রূপে সত্য।

 2 months ago 

আসলে ভাই বর্তমান সময়ে মানুষের মনের মত প্রার্থী নেই এজন্যই ভোটের মাঠে লোকজনের আনাগোনা খুব কম। যদি মানুষের মনের মত প্রার্থী হত তাহলে হয়তো ভোটের মাঠে ভোট দেওয়ার জন্য মানুষের সমাগম দেখা যেত।

 last month 

আমাদের দেশের শিক্ষিত মানুষ এবং ভালো মানুষ যদি রাজনীতি করতো, তাহলে মানুষের আসলে এই কনফিউশন টা হতো না, যে কাকে ভোট দেব? একটা জায়গায় যারা ভোটে দাঁড়ায়, সেখানকার প্রত্যেকটা প্রার্থী যদি এরকম অসৎ হয় তাহলে তো মানুষের মনে কনফিউশন হবেই। এজন্যই হয়তো অনেক মানুষ ভোট দিতে আসিনি।

আমি এটাই প্রতিজ্ঞা করেছি যতদিন পর্যন্ত ভাল কোন ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করবে না ততদিন পর্যন্ত ভোট দেওয়া থেকে নিজেকে বিরত রাখবো।

তবে আপনার এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লাগলো ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.029
BTC 56373.71
ETH 2972.37
USDT 1.00
SBD 2.12