অতিরিক্ত আকাঙ্ক্ষা বা প্রত্যাশা মানুষকে মানসিকভাবে ভেঙ্গে দেয়

in আমার বাংলা ব্লগ4 days ago

expectation-1848973_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো আশা এবং স্বপ্ন নিয়ে পৃথিবীতে বেঁচে থাকে। হয়তো কারো স্বপ্ন বা প্রত্যাশা অনেক বড় কিছু পাওয়ার আবার আগের হয়তো রুবেলা খেয়ে বেঁচে থাকার স্বপ্ন। মানুষের প্রত্যাশার কোন শেষ নেই। যা আছে তার থেকে বেশি পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে সবসময় তারই তো করে। এই আকাঙ্ক্ষা কখনোই শেষ হবে না।

অনেক সময় আমাদের ছোট ছোট আকাঙ্ক্ষা গুলো পূরণ হয় আবার অনেক সময় পূরণ হয় না। এই প্রত্যাশা বা আকাঙ্ক্ষার মারপেচে মানুষের জীবন অনেক সময় অতিষ্ঠ হয়ে যায়। এর কারণ হচ্ছে কোন মানুষ যদি অতিরিক্ত কোন কিছু প্রত্যাশা রাখে যদি সে প্রত্যাশাটি বা আকাঙ্ক্ষাটি পূরণ না হয় তার জন্য মানুষ হাহাকার করে। এটি মানুষকে মানসিকভাবে ভেঙে ফেলে।

আমরা যারা অনেক বেশি আকাঙ্খা বা প্রত্যাশা রাখি জীবনে তাদের উচিত আমাদের থেকে যারা খারাপ অবস্থানে আছে তাদের দিকে লক্ষ্য রাখা। তাহলেই হয়তো আপনি আপনার অবস্থানকে সম্মান করতে পারবেন। আপনি যে অবস্থানে আছেন হয়তো এমনও মানুষ আছে আপনার অবস্থানে যাওয়ার দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। হয়তো তার কাছে এটা স্বপ্ন।

তাই আমাদের অনেক বেশি আকাঙ্খা বা প্রত্যাশা রাখা উচিত নয়। আমাদের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। অতিরিক্ত কিছু পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে কষ্ট দেয়। নিজেকে মানসিকভাবে উজ্জীবিত রাখতে হলে যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। তাহলেই জীবনে প্রকৃত ভালো থাকতে পারবে। সবাই ভালো থাকবেন।

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64105.03
ETH 2757.74
USDT 1.00
SBD 2.66