অনলাইনে মানুষের সমালোচনা করে সম্মানহানী করা

in আমার বাংলা ব্লগlast month

man-1202407_1280 (1).jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। বর্তমানে অনলাইনে মানুষের পার্সোনাল ব্যাপার নিয়ে এমনভাবে সমালোচনা করা হয় বা কটুক্তি করা হয় যা মোটেও উচিত নয়। একজন মানুষ কখনোই স্বয়ংসম্পূর্ণ নয়। তার দোষ ত্রুটি অবশ্যই থাকবে এটাই স্বাভাবিক। মানুষের দোষ ত্রুটি নিয়ে এমনভাবে ভিডিও বানানো হয় বা পোস্ট এর মাধ্যমে সমালোচনা বা কটুক্তি করা হয় তা যে ব্যক্তিকে নিয়ে করা হয় তার জন্য ব্যাপারটা সুখকর নয়।

বর্তমানে মানুষ ইউটিউব অথবা ফেসবুক এর মধ্যে মানুষের সমালোচনা করে এমন সব ভিডিও পাবলিশ করে যা একজন মানুষকে সবার কাছে ছোট করা হয়। যারা ভিডিও গুলো বানাচ্ছে বা শেয়ার করছে তাদের একটাই উদ্দেশ্য টাকা আয় করা। তাদের কাছে মানুষের সম্মানহানি করা তেমন কোন দোষের কাজ নয়। কারণ তারা সেটার মাধ্যমে টাকা আয় করছে। তাই তারা যেকোনো কাজ করতে সমস্যা নেই মনে করে।

কোন একটা মানুষকে নিয়ে অবশ্যই সমালোচনা করা যাবে যদি তার মধ্যে সে সমালোচনা করার মতো দোষ ত্রুটি থাকে। কিন্তু সেটি হতে হবে অবশ্যই গ্রহণযোগ্য। এমন কোন কিছু পার্সোনাল ব্যাপার নিয়ে মানুষকে সমালোচনা করা যাবে না যেটা অন্যজনের কাছে একজন মানুষকে ছোট করে। কিন্তু অনলাইনে এই কাজটি সবচেয়ে বেশি করা হচ্ছে বর্তমানে।

যারা এই কাজগুলো করছেন তাদের অবশ্যই ভেবে দেখা উচিত যে একজন মানুষকে নিয়ে এ সকল আজেবাজে কথাবার্তা অনলাইনের মাধ্যমে শেয়ার করা উচিত কিনা। আপনাকে যদি এভাবে কেউ খারাপ ভাবে সমালোচনা করে বা কটুক্তি করে তাহলে ব্যাপারটি আপনার কেমন লাগবে অবশ্যই সেটা ভেবে দেখা উচিত। অন্যের সমালোচনা করার আগে নিজের মধ্যে কি কি দোষ ত্রুটি আছে সেটা অবশ্যই ভেবে দেখবেন। সবাই ভাল থাকবেন।

ধন্যবাদ।

Sort:  
 last month 

অবশ্যই আমাদের উচিত কাউকে নিয়ে কোনোভাবে ট্রল করা কিংবা কারোর সম্মান নিয়ে সিনিমিনি খেলার আগে ভেবে নেওয়া উচিত যদি আমার এরকম অবস্থা হতো আমার কেমন লাগতো। মানুষ আসলেই কেউ স্বয়ংসম্পূর্ণ নয়। ফেসবুক ইউটিউব এ বর্তমান যারা কনটেন্ট ক্রিয়েটর তাদের একটাই লক্ষ্য টাকা কামানো এতে কার কি চলে যায় যাক তাতে তাদের কোন মাথা ব্যাথা নেই। বিষয়টা সত্যিই অনেক ঘৃণিত। অনলাইনে মানুষের ব্যক্তিগত দিক নিয়ে তাকে হয়রানি করার বাস্তবিক কিছু দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। আমাদের সকলেরই সচেতন হওয়া উচিত যেন এরকম কর্মকাণ্ডগুলো আর সংঘটিত না হয়।

 last month 

আসলে ভাই মানুষ অপরাধ করার আগে যদি বিষয়টা একবার চিন্তা করত তাহলে তো আর সে অপরাধ করত না। যারা এই সমস্ত কাজ অনলাইনে করে বেড়ায় তারা যদি একবার বিষয়টা চিন্তা করত হয়তো তারা এই কাজটা থেকে দূরে থাকতো মানুষকে নিয়ে সমালোচনা করত না।

 last month 

এই ব্যাপারটা আজকাল আমিও দেখছি, যে ইউটিউব কিংবা ফেসবুকে লোকজন অন্যের সমালোচনা করে সেটা পোস্ট করছে। এটা অবশ্যই সোশ্যাল মিডিয়ার একটা খারাপ দিক বলা চলে। আসলে টাকা ইনকাম করার জন্য মানুষ কত নিচে নামতে পারে এই ভিডিওগুলো দেখলেই বোঝা যায়। তবে যারা সমালোচনা করে তারা এই ব্যাপারগুলো কখনোই ভেবে দেখবে না। কারণ তাহলে তো টাকা আসবে না।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 60881.34
ETH 3378.26
USDT 1.00
SBD 2.49