অনলাইন ব্যবসা বর্তমানে খুবই জনপ্রিয়

in আমার বাংলা ব্লগ6 days ago

office-desk-6952919_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। বর্তমানে ফেসবুক এবং অন্যান্য সোসিয়াল প্ল্যাটফর্ম গুলোতে বিজনেস পরিচালনা করা খুবই জনপ্রিয় একটি ইনকামের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। লক্ষ লক্ষ মানুষ এখন ফেসবুকের মাধ্যমে তাদের বিক্রি করছে ঘরে বসে। এটা থেকে দুই পক্ষেরই সুবিধা হয় এক যে বিক্রি করছে সে নিজের ব্যবসাকে খুব সহজে নিজের বাসা থেকে পরিচালনা করতে পারছে অপরদিকে যে ক্রয় করছে সেও তার পণ্যটি বাসায় বসেই হাতে পেয়ে যাচ্ছে।

বর্তমানে মানুষ অনলাইনে কেনাকাটা করতে অনেক পছন্দ করে। আপনি যদি আপনার ব্যবসাটি অনলাইনের মাধ্যমে সম্প্রসারণ করতে পারেন তাহলে আপনার সফলতা অনেকাংশেই বেড়ে যায়। কারণ ব্যবসা পরিচালনা করতে যে দোকান ভাড়া অথবা অন্যান্য খরচ সেগুলো অনলাইন ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য নয় বা খরচ হয় না। সে ক্ষেত্রে এটি খুবই জনপ্রিয় একটি ইনকামের মাধ্যমে।

মানুষ যেহেতু অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করে এই সুযোগটি আমরা কেন হাতছাড়া করছি। যারা বেকার আছেন তাদের উচিত যেকোনো একটি পণ্য নিয়ে অনলাইনে ব্যবসা করা। অনলাইন ব্যবসা যদি নিজেকে একবার প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে আপনার সফলতা সন্নিকটে। অনলাইনকে খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত ব্যবসার ক্ষেত্রে।

পরিশেষে এটাই বলব বেকার বসে নিয়ে না থেকে অযথা মিডিয়াগুলোতে সময় নষ্ট না করে নিজে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যবসা পরিচালনা করার চেষ্টা করুন। স্পেশালী যারা যুবক চাকরি পাওয়ার চেষ্টা করছেন তাদের উচিত একবার হলেও অনলাইনে ব্যবসা পরিচালনা করে নিজের চেষ্টাটুকু চালিয়ে যাওয়া। সফলতা অবশ্যই আসবে যদি সঠিক গাইডলাইন এবং নিজের পরিশ্রম মেধা দিয়ে ব্যবসা পরিচালনা করতে পারেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদ।

Sort:  
 5 days ago 

হ্যাঁ অযথা সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট না করে যদি অনলাইনে ব্যবসার উদ্যোগ নেওয়া যায় সেটা আমার মনে হয় বেশি ভালো হয়। যদি একবার ব্যবসা সফল হয়ে যায় তাহলে আর পিছে ফিরে তাকানোর অপশন থাকবে না তাই সবার ক্ষেত্রেই চেষ্টা করে দেখা উচিত।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 63312.28
ETH 2601.44
USDT 1.00
SBD 2.79