বর্তমান যুবকদের মধ্যে জীবন নিয়ে সিরাসনেস নেই

in আমার বাংলা ব্লগ3 months ago

portrait-3353699_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। বর্তমান যুবকদের মধ্যে জীবন নিয়ে সিরিয়াসনাইস দেখা যায় না। তাদের জীবনের লক্ষ্য কি তারা সেটাই জানেনা। তারা শুধুমাত্র এখন তাদের জীবনকে শুধুমাত্র স্মার্টফোনের মধ্যে সীমাবদ্ধ রাখছে। তারা সারাদিন সারারাত শুধুমাত্র মোবাইল ব্যবহার করে সময় পার করছে। তারা জীবনে কি করতে চায় নিজেরাও জানে না এবং জীবনের লক্ষ্য কি সেটাও তারা জানে না।

তাদের জীবন এত এলোমেলো যে তারা সময়ের কাজ অসময় করে। ঠিক সময়ে তারা খাওয়া-দাওয়াটুকু করে না। তারা ঘুম থেকে উঠে দুপুর বারোটার পর। এটা তারা স্মার্টনেস বলে প্রকাশ করে। যে আমরা সকালে ঘুম থেকে উঠি না। এটা তারা বড় মনে করে এবং মানুষের কাছে বলে বেড়ায়। কারণ সারারাত যখন তারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে তখন রাত্রের চারটা পাঁচটা সময় ঘুমায়। দুপুর ১২ টার আগে তাদের ঘুম ভাঙ্গে না।

তারা সময়কে এত পরিমান অবহেলায় কাটায় যে মনে হয় তাদের জীবনের কোন লক্ষ্যই নেই। সারাদিন গেম খেলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেই তাদের সময় পার হয়ে যায়। জীবনে যে কিছু একটা করার প্রয়োজন তারা সেটা অনুভবই করে না। কারণ যুবক সময়টি হচ্ছে জীবনের লক্ষ্য সেট করার একটি উত্তম সময়। এই সময়টিতে যে যত সুন্দর করে তার জীবন পরিচালনা করতে পারবে সে তত জীবনের সফল হবে।

তাই আমাদের উচিত আমাদের ছোট ভাই এবং সন্তানদেরকে এই ব্যাপারটি বুঝানো যে তার জীবনের লক্ষ্য কি সেটা নির্ধারণ করে এগিয়ে যাওয়া। তারা যদি মোবাইলে এডিক্টেড হয় এই ব্যাপারটি তাদেরকে সচেতন করার জন্য অনেক বেশি বুঝাতে হবে এবং জীবনে সময়ের গুরুত্ব কে বুঝাতে হবে। এটি আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য। সবাই ভালো থাকবেন।

ধন্যবাদ।

Sort:  
 3 months ago 

এ বিষয়টা বর্তমান যুবকদের মধ্যে আমিও লক্ষ্য করেছি বেশিরভাগ ছেলে মেয়েরাই দীর্ঘ রাত পর্যন্ত মোবাইল নিয়ে ব্যস্ত থাকে আর সকাল দশটার পরে ঘুম থেকে উঠে। আসলে আমার মনে হয় এই বিষয়টি নিয়ে সবাইকে সচেতন হওয়া উচিত।

 3 months ago 

খুবই চমৎকার একটা পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আমি মনে করি এই পোস্ট প্রত্যেকটা অভিভাবকের পরানো উচিত। বর্তমান সময়ের যুবকদের মাঝে আসলেই তেমন কোন সিরিয়াস নেই কাজ করে না তারা স্রোতের বিপরীতে গা ভাসিয়ে চলছে। তাদের ঘুম খাওয়া-দাওয়া গোসল কোন কিছু ঠিক নেই সবকিছু যেন একটা অনিয়মের মাঝে চলে এসেছে আর এটাকেই তারা ইনজয় করছে। যাই হোক এ ব্যাপারে আমি মনে করি অভিভাবকদের সচেতন হওয়া উচিত। ধন্যবাদ সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 66066.52
ETH 3291.81
USDT 1.00
SBD 2.70