ছোট্ট একটি ভাল কাজ আপনাকে মানসিক শান্তি দিবে

in আমার বাংলা ব্লগ4 months ago

child-817373_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। কিছুদিন পর ঈদ। ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। আমরা যারা মুসলিম আছি তাদের জন্য ঈদের দিনটি অনেক আনন্দদায়ক। এই দিনটিকে প্রতিটা মুসলমানের জন্য খুবই স্পেশাল দিন এবং আনন্দের দিন বলা যায়। এই দিনটির মধ্যে সবাই তার সবচেয়ে সুন্দর জামাটি পড়তে চায় বা নতুন জামা পড়তে চায়। স্পেশালি যারা ছোট বাচ্চা আছে তাদের জন্য এই দিনটি খুবই আনন্দের। তারা এই দিনটিতে নতুন জামা কাপড় পড়তে পছন্দ করে।

কিন্তু আমাদের সমাজে এমনও অনেক ছোট বাচ্চা আছে যারা পারিবারিকভাবে অনেক গরিব বা অসহায়। অনেকে এমন আছে যে তার বাবা নেই অথবা তার মা নেই। হয়তো সে কোন আত্মীয়র কাছে বড় হচ্ছে। এই দিনটি এই বাচ্চাদের জন্য খুবই কষ্টদায়ক কারণ হচ্ছে হয়তো তার পিতা-মাতা সুন্দর জামা কিনে দিত কিন্তু তার পিতা-মাতা না থাকার কারণে হয়তো তাদের যারা বড় করছে তাদের অসহায়ত্ব কারণে কিনে দিতে পারছে না।

এখন মেইন কথায় আসি আমরা যারা সামর্থ্যবান আছি তাদের উচিত হবে ছোট অসহায় বাচ্চাদের খুঁজে বের করে তাদেরকে নতুন জামা কিনে দেওয়া। আপনার হয়তো এত বেশি টাকা খরচ করা সামর্থ্য নিযই। আপনি যদি একজনকেও এই দিনটি উপলক্ষে খুশি করতে পারেন তাহলে সে বাচ্চাটির জন্য খুবই আনন্দদায়ক হবে যা আপনার মানসিক দিক থেকে আপনি শান্তি অনুভব করতে পারবেন।

যেহেতু ঈদ সামনে তাই আমাদের সামর্থ্য অনুযায়ী একজন বাচ্চাকে হলেও ঈদে নতুন জামা কিনে দেওয়ার চেষ্টা করতে হবে। এটি একটি মহৎ কাজ বা মহৎ উদ্যোগ হয়ে আপনাকে মানসিকভাবে শান্তি দিবে। আমাদের সমাজে যে অসহায় এতিম বাচ্চা আছে তাদের জন্য আমরা চাইলে নতুন জামা কিনে দিয়ে তাদের খুশি করতে পারি আর ঈদ মানে যেহেতু খুশির দিন তাহলে সবার সাথে খুশিটি ভাগাভাগি করে নেওয়ার সুযোগ আমরা কেন হাতছাড়া করবো। সবাই ভাল থাকবেন।

ধন্যবাদ।

Sort:  
 4 months ago 

এরকম মানবিক কাজগুলোতে নিজেকে যদি নিয়োজিত রাখা যায় তাহলে অটোমেটিকলি মনে শান্তি চলে আসে। হ্যাঁ যেহেতু ঈদ আসছে তাই ঈদ উপলক্ষে অসহায় বাচ্চা গুলোর মুখে হাসি ফোটাতে পারলে তার চেয়ে মানসিক শান্তি আর কোন কাজে পাওয়া যাবে না আমার মনে হয়।

Posted using SteemPro Mobile

 3 months ago 

পবিত্র ঈদকে সামনে রেখে আপনার এই উদ্যোগটা কিন্তু যথেষ্ট মহৎ বলে মনে করি আমি ভাই। আমারও সেটাই মনে হয়, এই উৎসবের দিনে যদি অসহায় এতিম বাচ্চাদের কিছু কিনে দেওয়া যায় তাহলে কিন্তু ব্যাপারটা মন্দ হয় না। বিশেষ করে যাদের সামর্থ্য রয়েছে, তাদের এই ব্যাপারটা ভেবে দেখা উচিত। কারণ এই সময়টাতে অনেক গরিব মানুষ রয়েছে যারা নতুন পোশাক পরতে তো চায় কিন্তু তাদের ক্ষমতা থাকে না সেটা কেনার। তাই সকলের উচিত এই মানবিক কাজে এগিয়ে আসা।

 3 months ago 

প্রতিটি বিত্তবান কিংবা সামর্থ্য আছে যাদের তারা যদি একজন করে গরিব দুঃখী দের নতুন জামাকাপর কিনে দেন তাহলে অনেক গরিবের মুখে হাসি ফুটবে এবং মুখে হাসি নিয়ে ঈদ করতে পারবে।এবং খুশি ভাগাভাগি করে নেয়া সম্ভব হবে।ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু সুন্দর কথা আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57956.22
ETH 3126.99
USDT 1.00
SBD 2.45