সুন্দর করে ও নম্র ভাষায় কথা বলা মানুষের একটি বড় গুণsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year

manager-6466713_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। সুন্দর করে কথা বলা আমাদের একটি বড় গুণ। ভদ্র এবং নম্রভাবে কথা বলও একটি গুণ। যে গুণ সব মানুষের থাকে না। আপনাকে মানুষ বিচার করবে আপনার কথা বলার ধরন দেখে। আপনি কিভাবে কথা বলছেন তার ওপর বিচার করে আপনাকে সম্মান করবে এবং আপনার প্রতি ভাল ধারণা তৈরি হবে। যার কথা বলার ধরণ সুন্দর তার প্রতি মানুষ আকৃষ্ট হয়।

আপনি যদি সুন্দর করে কথা বলতে পারেন যে কোন সমস্যা খুব সহজেই সমাধান করা যাবে। কথা বলার মাধ্যমে আপনি যেকোনো বড় বড় সমস্যাকে খুব সহজেই সেটা সমাধান করে দিতে পারবেন। মনে করেন দুটি মানুষ ঝগড়া করছে তার মাঝে আপনি গিয়ে চাইলে সুন্দর দুটি কথা বলে সে ঝগড়াকে মিট করে দিতে পারবেন। আবার আপনি চাইলেই সে ঝগড়াকে আরো বাড়িয়ে দিতে পারবেন।

আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রেই সুন্দর করে কথা বলার খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখে। আপনাকে কোন মানুষ প্রথম দেখে আপনার চেহারা দেখে বিচার করবে না বরং আপনার কথা বলার ধরন এবং ভদ্রতা দেখে বিচার করবে। আপনি চাইলে কোন মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন প্রথম দেখাতেই যদি আপনি সুন্দর এবং ভদ্র ভাবে কথা বলেন তার সাথে।

আপনি কোন প্রতিষ্ঠানের কাজ করতে গেলে তখন আপনাকে অবশ্যই সুন্দর করে কথা বলা জানতে হবে। কারণ আপনার সুন্দর করে কথা বলার কারনে যে কোন কাজ আপনি সহজেই সমাধান করতে পারবেন। কথা বলার সময় আপনাকে মার্জিত ভাষা ব্যবহার করতে হবে, যেন মানুষ আপনার কথায় কোন কষ্ট না পায়। আমরা অনেক সময় এমন ধরনের কথা বলে ফেলি যার কারণে মানুষ কষ্ট পায়। যা আমাদের ব্যক্তিত্বকে নষ্ট করে দেয় এবং মানুষ আমাদের প্রতি খারাপ ধারণা পোষণ করে।

কথা বলার সময় অবশ্যই অশ্লীলতা পরিহার করতে হবে। কোন মানুষকে গালি দেওয়া যাবে না। আপনার সামনে হয়তো কোন একটা মানুষ অন্যায় করে ফেলেছে তাই বলে আপনি তাকে গালি দিতে পারবেন না। যার ফলে সে মানুষটি ছাড়াও যাদের সামনে আপনি গালি দিয়েছেন তারাও আপনাকে খারাপ ভাববে। তাই আমাদের প্রত্যেকের উচিত মানুষের সাথে নম্র এবং ভদ্র ভাষায় কথা বলা এবং সুন্দর করে কথা বলা।

ধন্যবাদ।

Sort:  
 last year 

বলা হয়ে থাকে মানুষের মুখের কথার ভাষা দিয়ে মন জয় করা সম্ভব। যে মানুষের মুখের ভাষা যতো নম্র সে মানুষের কে সবাই ততো বেশি ভালোবাসে। মানুষের সাথে সুন্দর ব্যবহার করা সবচেয়ে বড় গুণ। মানুষের মুখের কথার ভাষা দিয়ে একজনকে আপন করে নেওয়া যায়, আবার মুখের কথার ভাষা দিয়ে এক জনকে শত্রু বানানো যায়। বেশ সুন্দর বিষয় আমাদের মাঝে উপস্থাপন করেছেন । আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 last year 

ভদ্রতা মানুষের বংশের পরিচয় দেয়। মানুষের সাথে যদি ভালো আচরণ করা যায় নম্র ভদ্রতার সাথে ব্যবহার করা যায় তাহলে প্রতিটা মানুষ তাকে ভালোবাসে। আর মানুষের ভালোবাসা পেতে হলে অবশ্যই আপনাকে নম্র ভদ্রতা হতে হবে। ভাই আপনি আজকে খুব চমৎকার একটি বিষয় লিখেছেন এবং এটি আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার লেখা। এত সুন্দর করে লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68180.36
ETH 2642.05
USDT 1.00
SBD 2.70