স্বরচিত কবিতার নাম "সমাজ" ✨
সময়ের সাথে তাল মিলিয়ে
চলছে যুগে যুগে,,
শত কষ্ট যন্ত্রণা আর নিয়ম
অনিয়মের ভুগে।
নষ্ট সমাজ নষ্ট নিয়ম
বাঁচবো কেমন করে?
সন্ত্রাস আর দুর্নীতিতে
রাজ্য গেছে ভরে।
এই সমাজের ভবিষ্যৎ
লুকিয়ে আছে কোথায়,
দেখতে পেলে জড়িয়ে
নিতাম পরম মমতায়।।
যুব সমাজ ধ্বংস যে আজ
দিচ্ছে নেশায় ডুব,
এই সমাজের চারিপাশে
দেখতে পাচ্ছি খুব।
ইন্টারনেটে আসক্ত আজ
শত শত তরুণ,
হাজার হাজার নারীর অবস্থা
হয়ে যাচ্ছে করুন।।
এই সমাজের বিবেক রা আজ
করছে কোথায় খেলা?
তাদের নিয়ে ভাবতে গিয়ে
যাচ্ছে বয়ে বেলা।
এই সমাজকে ঘিরে রেখেছে
দুষ্ট লোকের দৃষ্টি,
হরহামেশা দেখতে যে পাই
রক্ত ঝর বৃষ্টি।
এই সমাজের রীতি-নীতি
বুঝিনা তার মতিগতি,
চাই যে পরিবর্তন,
সুখী সুন্দর সমাজ গড়তে
করি সমর্পণ।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: স্বরচিত কবিতার নাম "সমাজ"
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.........
সবাই মিলে এসো না আজ
নতুন সমাজ গড়ি,,
শক্ত হাতে পরিবর্তনের এই
হালটা সবাই ধরি।
সুখী সুন্দর সমাজ গড়তে
শুধুই প্রয়োজন,
মনুষ্যত্ব,, বিবেক,, বুদ্ধি,
আরো সুন্দর মন,,,,,
অসাধারণ, আমার কবিতার সাথে তাল মিলিয়ে তুমিও কবিতা লিখলে আম্মু।
যে চমৎকার ছন্দে ছন্দে আপনি কবিতাটি লিখেছেন এটি সুর দিলে একটি গান করা সম্ভব হবে বলে আমি মনে করি আমি তো সুরে সুরে আবৃত্তি করলাম নিজে নিজে, বাস্তব কথা গুলোই আপনি লাইনের প্রতিটি শব্দে তুলে ধরেছেন খুবই ভালো লেগেছে আজকের কবিতা।
তাহলে একদিন আবৃত্তি বা গাইতে পারেন এই কবিতাটি। তাহলে আমার অনেক ভালো লাগবে।।
একদম যুগোপযোগী বাস্তবতা ধর্মী লেখা ভাইয়া।প্রতিটা চরণের সাথে বাস্তবতার মিল আছে।সমাজের বিবেক যারা তারা নিজেদের বিবেক বিসর্জন দিয়ে আজ পকেট ভারি করতে ব্যস্ত। পরিবর্তনের জন্য আমাদেরই এগিয়ে আসতে হবে।
আমি সবসময় বাস্তবভিত্তিক লেখালেখির প্রতি বেশি আকর্ষণ বোধ করি। তাইতো বাস্তববাদী লেখা লিখি আমি।।
হ্যাঁ ঠিকই বলেছেন ভাই সমাজের রীতি নীতির পরিবর্তন হওয়া খুবই জরুরী। বিশেষ করে দুর্নীতিগ্রস্ত বিষয়টি আগে সমাধান করার চিন্তাভাবনা করা উচিত। কারণ প্রত্যেকটা কাজে বা ক্ষেত্রে ঘুষ দিতেই হয় যেটা দেশের অর্থনৈতিক দিক দিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই বিষয়গুলো আমাদের সকলে একত্রিত হয়ে রোধ করতে হবে, তা না হলে দেশের ভবিষ্যৎ অন্ধকার।
সমাজ নিয়ে খুবই সুন্দর এবং বাস্তবমুখী একটি কবিতা রচনা করেছেন খুবই ভালো লেগেছে আমার কাছে।। আপনার কবিতার মাধ্যমে সমাজের বাস্তব চিত্রকে ফুটিয়ে তুলেছেন।।
সমাজের বিবেক আজ আর কাজ করে না।। সমাজ ঘেরে শুধু দুষ্ট লোকের আনাগোনা তারাই আজ সমাজের নেতা তারাই পরিচালনা করছে ভাল মানুষের মুখোশ পরে।।
সত্যি বলতে, কিছু দুষ্ট লোকের হাতেই আমাদের দেশ জিম্মি হয়ে রয়েছে।
ভাইয়া আপনি আজকের এই কবিতাটা সমাজের সব বাস্তব কাহিনী তুলে ধরেছেন। দুর্নীতি ছাড়া আমাদের জীবন চলে না, এভাবে জড়িয়ে আছে দুর্নীতি আমাদের জীবনে। আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি। আইনি কাজে, বাজারে ব্যবসার কাজে, রাজনীতির কাজে, শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে কোন জায়গায় নেই দুর্নীতি। খুবই ভালো লেগেছে আপনার দুর্নীতি নিয়ে কবিতাটি। ধন্যবাদ আপনাকে।
যেখানে যাবেন ঘুষ ছাড়া কোন কাজ হয়না। এর জন্যই তো খুব কষ্ট হয়। অনেক কষ্ট নিয়ে কবিতা টি লিখেছি।
সমাজ ব্যবস্থার করুন দশা ও তা নিয়ে আপনার আক্ষেপ প্রকাশ পেয়েছে কবিতার প্রত্যেকটা পংক্তিতে। কবিতাটি সমাজ ব্যবস্থার আসল চেহারা তুলে ধরেছে। শিক্ষিত যুবসমাজের হতাশ পূর্ণ আর্তি এই কবিতায় খুব সুন্দরভাবে বর্ণিত।
কি করব ভাই!!! কোন কিছু তো বলা যাবেনা..... আমরা এমন একটা দেশে বাস করছি স্বাধীন হয়েও আমরা পরাধীন ভাবে বেঁচে রয়েছি। কিছু বলতে গেলেই সমস্যা তাই। নিজের আক্ষেপ গুলো কবিতার মধ্যে তুলে ধরলাম।।
আপনার কবিতার প্রতিটি শব্দ এবং লাইন বর্তমান সমাজের সাথে ওতপ্রোতভাবে মিলে গেছে।আর বর্তমান সমাজের বাস্তবতা নিয়ে এত সুন্দর ভাবে কবিতা লেখা যায় এটি আপনার কবিতা না পড়লে বুঝতে পারতাম না। সব মিলিয়ে কবিতাটি আমার খুব ভালো লেগেছে।
চেষ্টা করেছি আপু, মাঝে মাঝেই কবিতা লেখার চেষ্টা করি।।
ভাইয়া আপনি ঠিকই বলেছেন সমাজের সব দিকেই দুর্নীতিতে ভরে গিয়েছে। আমাদের সকলের এই বিষয়গুলো নিয়ে ভাবা উচিত। কিন্তু সবাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত, কেউ এ বিষয়গুলি নিয়ে ভাবছে না ।সমাজ নিয়ে লেখা আপনার কবিতাটি সত্যি অসাধারণ হয়েছে ।আপনার কবিতার প্রতিটি পরতে পরতে যেন সমাজের বাস্তব চিত্র ফুটে উঠেছে ।সত্যিই অসাধারণ ছিল আপনার কবিতাটি। ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন আপু, তাছাড়া যারা আওয়াজ তুলছে তাদেরকে দুই তিনদিন পরে আর খুঁজে পাওয়া যায় না। যাই হোক বেশি কিছু বললে আবার আমাদেরও সমস্যা হবে। তাই মুখ বুজে সহ্য করা ছাড়া কোনো উপায় নেই।।
ভাইয়া খুবই বাস্তব ভিত্তিক একটি কবিতা লিখেছেন আপনি। বর্তমান সমাজের প্রায় সব তরুণ ছেলে মেয়েরাই ইন্টারনেটের সাথে চরম আকারে আসক্ত হয়ে পড়েছে। আর ইন্টারনেটে আসার কারণে বর্তমান সমাজের তরুণ ছেলে মেয়েরা বিপদগামী হয়ে তাদের অবস্থা খারাপের দিকে চলে যাচ্ছে। অসাধারণ একটি কবিতা শেয়ার করার জন্য ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমি মনে করি প্রত্যেক মা বাবা তার সন্তানের প্রতি একটু যত্নশীল হওয়া উচিত, সন্তান যেন ইন্টারনেট প্রতি আসক্ত না হয়।