কবিতার নাম ~ বন্ধু সে-তো [10% ʙᴇɴᴇғɪᴄɪᴀʀɪᴇs ғᴏʀ @sʜʏ-ғᴏx🦊]

in আমার বাংলা ব্লগ3 years ago
~ বন্ধু সে-তো~

বন্ধু সে-তো.png

Create by Canva Pro

siam,.png

বন্ধুত্বের সংজ্ঞা কি?? অনেকেই জানিনা, আবার ব্যক্তিভেদে এর সংজ্ঞা গুলো আলাদা আলাদা হয়। তবে বন্ধু মানে খুব কাছের একজন মানুষ, যার সাথে রক্তের কোন সম্পর্ক থাকে না কিন্তু রক্তের সম্পর্কের চেয়েও গভীর একটি সম্পর্ক তাদের সাথে তৈরি হয়ে যায়। বন্ধুত্ব একটি অমূল্য সম্পদ, যার কাছে একটি ভালো বন্ধু আছে তার পৃথিবীতে আর কোন কিছু চাওয়া থাকতে পারেনা। কারন একটা সময় দেখা যায় মা-বাবারা চলে যায়, ভাই বোনদের বিয়ে হয়ে দূরে চলে যায়, আত্মীয়-স্বজন দূরে চলে যায় কিন্তু বন্ধুত্ব সবসময় একই ভাবে টিকে থাকে। আপনি যেসব কথা আপনার মা বাবাকে বলতে পারবেন না সে সব কথা আপনি বন্ধুদের বলতে পারবেন। যে সব কথা আপনার ভাই বোনকে বলতে পারবেন না, আত্মীয়-স্বজনকে বলতে পারবেন না সেসব কথা আপনি বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন। তাহলে চিন্তা করে দেখুন বন্ধুত্ব সম্পর্কটা কত গভীর। আজ বন্ধু নিয়ে ছোট্ট একটি কবিতা আপনাদের সাথে উপস্থাপন করেছি। আশা করি এই কবিতাটি আপনাদের ভালো লাগবে।

siam,.png

~ বন্ধু সে-তো~

আল সারজিল সিয়াম

বন্ধু সেতো মনের সাথে মনের মিল
থাকবে পাশে, আসবেনা কাছে
হবে সঙ্গী, থাকবে না সঙ্গে
থাকবে প্রত্যাশা, চাইবেনা পেতে

বন্ধু সেতো নদীর জলে সবুজ ঘাসে
শিশির হয়ে থাকবে পাশে
মানবেনা বাধা, ভাঙ্গবে শিকল
চলবে আড্ডা, চুমুক চায়ের কাপে
জোসনায় বুনবে স্বপ্নজালে

বন্ধু সেতো যুগ যুগ পরেও দেখা হলেও
মনেপরে মাত্র কদিন আগেও
করেছি কত দুষ্টুমি
স্বপ্ন-দুঃস্বপ্নের নির্ঘুম রাতে
আনমনা হয়ে কাটালেও বন্ধুর কথা মনে করে
প্রশান্তির পরশ ছুয়ে যায় হৃদয় পটে
দেখা হবে কোন এক সময়।

বন্ধু সে-তো বিশ্বাস নিঃশ্বাসের মত সত্যি হয়ে যায়
ভাল বন্ধু বন্ধুর জন্য
মানবতা বিশ্বাস, সততা আর ভালোবাসা
দৃঢ় হোক বন্ধুর জন্য।

siam,.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: কবিতার নাম ~ বন্ধু সে-তো

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.........

Sort:  
 3 years ago 

বন্ধু সেতো নদীর জলে সবুজ ঘাসে
শিশির হয়ে থাকবে পাশে
মানবেনা বাধা, ভাঙ্গবে শিকল
চলবে আড্ডা, চুমুক চায়ের কাপে
জোসনায় বুনবে স্বপ্নজালে

যথার্ত লিখেছেন ভাই, একদমই সহমত আপনার সাথে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই যুগে বন্ধু মানে স্বার্থের সন্ধি-যখন তখন নিজেকে পরিবর্তন করার চুক্তি। ধন্যবাদ

 3 years ago 

তাইতো, বর্তমান সমাজে একজন প্রকৃত বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের বিষয় এবং যদি সত্যিই একজন প্রকৃত বন্ধু পেয়ে যাই তাহলে আর কিছু লাগেনা কিন্তু বর্তমানে সবাই বন্ধু নামের অভিনয় করে যায় এবং একে অপরের কে বিপদে ফেলতে সবসময় প্রস্তুত থাকে।

 3 years ago 

ভাইয়া আপনার বন্ধু সে-তো~ কবিতারটিঅনেক কিছুর অর্থ প্রকাশ করে। বন্ধুত্ব একটি অমূল্য সম্পদ যে তা একজন সত্যি কারের বন্ধু কাছ থেকে পাওয়া যায়। বন্ধুকে সব কথা নিজের আত্মা বলে প্রকাশ করা জায় যা অন্য কারো সাথে প্রকাশ করা যায় না।আপনার লেখা বন্ধু কবিতাটি অনেক সুন্দর হয়েছে এবং আপনার লেখা গুলো অনেক মনে লেগেছে। শুভকামন এবং দোয়া রইল আপনার ও আপনার বন্ধু জন্য

 3 years ago 

চেস্টা করেছি বন্ধুত্বকে কিছু একটা লেখার ধন্যবাদ আপনাকে।।।

 3 years ago 
সত্যিই অনেক সুন্দর করে বন্ধুত্বের সংজ্ঞা দিয়েছেন চমৎকার কবিতার মাঝে।আপনার কবিতা পড়ে অভিভূত হলাম এত চমৎকার করে বন্ধুত্বের সংজ্ঞা দিয়েছেন যা বর্তমানে বিরল।নারী বন্ধু হোক আর পুরুষ বন্ধু হোক বন্ধু বন্ধুই।বন্ধু নিয়ে এত চমৎকার একটি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনাকে।আপনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।♥♥
 3 years ago 

খুব সুন্দর ভাবে আপনি রিপ্লাই করেছেন মেয়ে হোক আর ছেলে হোক বন্ধু বান্ধুই।

 3 years ago 

ঠিকই বলেছেন ভাই বন্ধুর অর্থ এক একজনের কাছে এক এক রকম। আমার কাছে বন্ধু মানে দুই দেহ দুই আত্মা কিন্তু সওা এক। কবিতা টা অসাধারণ লিখেছেন।

বন্ধু সেতো মনের সাথে মনের মিল
থাকবে পাশে, আসবেনা কাছে
হবে সঙ্গী, থাকবে না সঙ্গে
থাকবে প্রত্যাশা, চাইবেনা পেতে

এই চারটি লাইন একেবারে যুক্তিসংগত ছিল। আমার কাছে অনেক ভালো লেগেছে।

 3 years ago 

কবিতা লিখতে পারিনা তারপরও চেষ্টা করলাম আপনাদের ভাল লেগেছে শুনে সত্যিই অনেক আনন্দিত হলাম।।

 3 years ago 

বন্ধু সে-তো বিশ্বাস নিঃশ্বাসের মত সত্যি হয়ে যায়
ভাল বন্ধু বন্ধুর জন্য
মানবতা বিশ্বাস, সততা আর ভালোবাসা
দৃঢ় হোক বন্ধুর জন্য।

সত্যি প্রকৃত বন্ধু এরূপই হয় মনে হয়। জিবনে বন্ধু থাকা অনেক জরুরী। বন্ধুরাই তো এগিয়ে আসে বিপদে আপদে। বন্ধু ছাড়া জীবন মরুভুমির মতন। অনেক ভালো কবিতা লিখেছেন ভাই। পড়ে প্রাণ জুড়িয়ে গেলো।

 3 years ago 

সত্যিকার অর্থে জীবন একটা ভালো বন্ধু থাকা অত্যাবশ্যক যার সাথে সব কথা খুলে বলতে পারবেন ঠিক তেমনভাবে একটি কবিতা লেখার চেষ্টা করেছি।

বন্ধু সে-তো কবিতা টি অনেক সুন্দর হয়েছে। সত‍্যি বন্ধুর সংজ্ঞা দেওয়া মতো কোন ভাষা নেই। বন্ধু তো বন্ধুই। কবিতাটির লাইনগুলো সুন্দর সাবলীল ভাষা হলেও প্রতিটি লাইনের গভীরতা অনেক বেশি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি বিষয়ে সুন্দর কবিতা শেয়ার করার জন‍্য। শুভেচ্ছা রইল প্রিয় ভাইয়া। ভালোবাসা অবিরাম 💯🥰

 3 years ago 

আমি তেমন একটা কবিতা লিখতে পারি না বললেই চলে তারপরও চেষ্টা করেছি।।

Amigo por favor que idioma es este?, yo hablo español y estoy buscando hacer la traducción y no lo consigo.

 3 years ago 

It is Bengali language and this community is only for Bengali speakers...

 3 years ago 

বন্ধ ছাড়া নিসঙ্গ এ জীবন। আর আপনি বন্ধু নিয়েই কবিতা লিখেছেন। সত্যিকারের বন্ধু মনে হয় আপনার কবিতার মতই ।

বন্ধু সেতো যুগ যুগ পরেও দেখা হলেও
মনেপরে মাত্র কদিন আগেও
করেছি কত দুষ্টুমি
স্বপ্ন-দুঃস্বপ্নের নির্ঘুম রাতে

আসলেই বন্ধু এমন হওয়া উচিত। দারুন লিখেছেন কবিতা খানি। চালিয়ে যান লেখা লেখি । সামনেই আলোর পথ। ধন্যবাদ। শুভেচ্ছা রইল।

 3 years ago 

মনের মতো কবিতা লিখতে পারিনা তারপরও চেষ্টা করেছি আপনাদের ভাল লেগেছে শুনে ভালো লাগলো।পরবর্তীতে আরো কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হব।।

 3 years ago 

আপনি বন্ধু নিয়ে বেশ চমৎকার একটি কবিতা লিখেছেন পড়ে খুব ভালো লাগলো, তবে এই যুগে বন্ধুর মতো বন্ধু পাওয়া খুব কষ্টসাধ্য, এই আধুনিক সভ্যতায় সত্যি কারের বন্ধু খুব কমই জন্মায়।

 3 years ago 

খোঁজার মতো খুজলে পৃথিবীতে সব কিছুই পাওয়া সম্ভব শুধুমাত্র দরকার চেষ্টা চালিয়ে যাওয়ার।।

 3 years ago 

বন্ধু নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন, তবে একটি বিষয় আমার ভালো লেগেছে সেটি হচ্ছে প্রকারভেদে বন্ধুর বিবরণ। কারণ সবার সংজ্ঞা এক হয়না,একেক জনের কাছে একেক রকম হয়ে থাকে। আমারটা না হয় নাই বললাম। অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে নিয়ে এই কামনা করি।

 3 years ago 

পৃথিবীতে সব মানুষেই ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে প্রায়ই বিভিন্ন কিছুর সংজ্ঞা বিভিন্ন ধরনের হবে এটাই স্বাভাবিক

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62404.06
ETH 2426.64
USDT 1.00
SBD 2.65