You are viewing a single comment's thread from:

RE: দশটি মজার কুইজ : সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে -এপিসোড ০৭ (বিজ্ঞান)

in আমার বাংলা ব্লগ2 years ago

১. থমাস এলবা এডিসন

২. আলবাট আইনস্টাইন, আপেক্ষিকতার বিষয়ে বলা হয়েছে। ভর ও শক্তির পরস্পরের তুল্য, ভরকে শক্তিতে ও শক্তিকে ভরে রূপান্তরিত করা যায় যার m পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হলে E= mc2 পরিমাণ শক্তি পাওয়া যায়।

৩. ব্ল্যাকহোল মূলত এক প্রকার সিঙ্গুলারিটি। সেখানে সময় ও প্রায় থেমে যায়, আলো ও সেখানে গিয়ে ফিরে আসতে পারে না। মহাকাশের দানব বলে ও অনেকেই চেনে। মনে করুন, সূর্যের মতো ভর বিশিষ্ট কোন বস্তুকে একটি ফুটবলের সাইজে করে দেওয়া হল বা একটি টেনিসবল সাইজের করে দেওয়া হলো তখন সেটি ব্ল্যাকহোলে পরিণত হবে। এখানে মহাকর্ষ বল অনেক বেশি কাজ করে।

৪. অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি, এর ব্যাস প্রায় ২ লক্ষ আলোকবর্ষ, পৃথিবী থেকে এর দূরুত্ব ২.৫ মিলিয়ল আলোকবর্ষ, এই গ্যালাক্সিতে প্রায় ১ ট্রিলিয়ন তারা রয়েছে।

৫.

৬. আলো

৭. ড. কুদরত-ই-খুদা

৮. হাইনরিখ হের্ত্‌স

৯. খ=খ। কারণ আলোর একটি নির্দিষ্ট গতি আছে। আপনি যতই আলোর গতির কাছাকাছি থেকে আলো নিক্ষিপ্ত করেন না কেন আলোর গতির বেশি গতি লাভ করতে পারবে না।

১০. যেমন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে এবং নিজ অক্ষেও ঘুরছে। ঠিক একইভাবে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে ঘুরছে এবং নিজ অক্ষেও ঘুরছে এবং এটা এমন ভাবে ঘুরছে যা অবস্থান বদলানোর সাপেক্ষে ঘূর্ণন। পৃথিবীর কেন্দ্র করে ঘুরতে চাঁদের যে সময় লাগে, নিজ অক্ষের উপর একবার ঘুরতে চাঁদের তত সময় লাগে। এজন্য চাঁদের অপর পৃষ্ঠ আমরা দেখতে পারি না।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62311.78
ETH 2418.00
USDT 1.00
SBD 2.67