You are viewing a single comment's thread from:
RE: "রাত্রির শেষে দেখি এখনো আঁধার, আলোর নিশানা আমি খুঁজি বারবার" (Light! where is light?)
সচেতন মানুষ সবকিছু থেকে শিখার জন্য চেষ্টা করে। বর্তমানে প্রাকৃতিক যে অবস্থায় সেটার জন্য আমরাই দায়ী। পৃথিবীর কিছু সংস্থা এই পরিবেশকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। পৃথিবীর যে ক্ষতি করছে শুধুমাত্র বড় বড় কল কারখানা এবং কার্বন গ্যাস নিঃসরণ প্রতিষ্ঠানগুলো তা কিন্তু নয় এর মধ্যে আমরাও রয়েছি। পৃথিবীতে প্রায় ২০০ মিলিয়ন মানুষের খাবার অপচয় হয় প্রতিদিন এবং অপরদিকে ৮০ মিলিয়ন মানুষ প্রতিদিন অনাহারে ঘুমোতে যায়। এই অপচয় কৃত খাবার থেকে বিষাক্ত মিথেন গ্যাস উৎপন্ন হয় যা আমাদের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিবেশকে রক্ষা করতে হলে শুধুমাত্র কিছু সংস্থা কে এগিয়ে আসলে চলবে না পৃথিবীর প্রত্যেকটি মানুষকে এই পরিবেশ রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে।