ফোটোগ্রাফি 📸 || ৭ টি রেনডম ছবি নিয়ে একটি অ্যালবাম || 10% Beneficiaries @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago
০৪-১০-২০২১
সোমবার

💖সবাইকে স্বাগতম💖


কিছুদিন আগে ঢাকার কিছু স্থান আমি পরিদর্শন করে ছিলাম। তার মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা মাওয়া রোড। এই রোডটি নতুন তৈরি করা হয়েছে। সেই রাস্তাটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও ব্যয়বহুল। রাস্তাটি সত্যিই অসাধারণ ভাবে তৈরি করা হয়েছে, তবে দুঃখের বিষয় হচ্ছে এই রাস্তায় কয়েকবার টোল দিতে হয়। তাই আমি সেই মাওয়া রোডের এবং অন্যান্য বিষয় বস্তু মিলে একটি রেনডম অ্যালবাম তৈরি করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে।

ফোটোগ্রাফি 📸নং:- ১


1633329735802.jpg

Device : Redmi Note 8

What's 3 Word Location


ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসা সবগুলো লঞ্চ এবং বড় বড় স্টিমার এই নদী দিয়ে চলাচল করে। এটি মাওয়া রোডের উপর একটি ব্রিজ থেকে ছবিটি তোলা হয়েছে।

siam,.png

ফোটোগ্রাফি 📸নং:- ২


1633329076525.jpg

Device : Redmi Note 8

What's 3 Word Location


যখন আমি মাওয়া রোডে উঠেছিলাম তখন মনে হচ্ছিল বিদেশের কোন রোডে চলাচল করছি, কোথাও কোন ময়লা নেই পরিষ্কার এবং সুন্দর ভাবে গাছ ও রোপন করা রয়েছে।

siam,.png

ফোটোগ্রাফি 📸নং:- ৩


1633329436452.jpg

Device : Redmi Note 8

What's 3 Word Location


ছবিটি মাওয়া রোডের একটি ব্রিজ থেকে তোলা হয়েছিল। যখন ঠিক সূর্য অস্ত যাচ্ছে তখনই ছবিটি তোলা হয়েছে, কি অপূর্ব দৃশ্যটি দেখতে লাগছে।

siam,.png

ফোটোগ্রাফি 📸নং:- ৪


1633329340324.jpg

Device : Redmi Note 8

What's 3 Word Location


মাওয়া রোডের যতদূর পর্যন্ত আমরা গিয়েছিলাম প্রায় তিন বার আমাদের টোল দিতে হয়েছে।

siam,.png

ফোটোগ্রাফি 📸নং:- ৫


1633328977966.jpg

Device : Redmi Note 8

What's 3 Word Location


মাওয়া রোডের একটি অপূর্ব দৃশ্য, প্রায় দুই ধারে অনেক দূর পর্যন্ত এরকম কাশফুলের গাছ দেখতে পাওয়া যায়। যা আমার কাছে অনেক ভালো লেগেছে।

siam,.png

ফোটোগ্রাফি 📸নং:- ৬


1633330218845.jpg

Device : Redmi Note 8

What's 3 Word Location


নরসিংদী শহরের প্রত্যেকটি রাস্তার মোড়ে এরকম একটি করে ভাস্কর্য আপনারা দেখতে পারবেন। এই ভাস্কর্যটি স্বাধীনতার ভাষনকে বোঝাতে ব্যবহার করা হয়েছে।

siam,.png

ফোটোগ্রাফি 📸নং:- ৭


1633329819494.jpg

Device : Redmi Note 8

What's 3 Word Location


এই রোডে সাধারণত গাড়ি গতি ৮০ থেকে ৯০ এর উপরেই থাকে। যখন আমরা চলাচল করছিলাম মনে হচ্ছিল এক একটি গাড়ি রকেটের মতো ছুটে চলেছে।।

siam,.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: ফোটোগ্রাফি 📸

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  
 3 years ago 

প্রতিটি ছবি প্রশংসার দাবিদার বিশেষ করে দুই নাম্বার ছবিতে আমার অত্যন্ত ভালো লেগেছে। আপনি যে এত সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছেন। তার বর্ণনা ছিল অসাধারণ এবং অনেক সুন্দরভাবে ক্লিক করেছেন ফটোগুলো একদম সুন্দর ভাবে। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফির তুলনা হয়না। আমি এর আগেও আপনার অনেকগুলো ফটোগ্রাফি দেখেছি প্রত্যেকটি অসাধারণ ছিল এককথায় পারফেক্ট যেটাকে বলে সেটা ছিল। উপরে নিচে যেতুটুকু রেখে ফটোগ্রাফি করা উচিত আপনি সম্পূর্ণ স্কেলিং ব্যাপারটা ভালোভাবে করেছেন। সত্যি অনেক সুন্দর হয়েছে আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি।

 3 years ago 

আপনি সবকিছু লক্ষ করেন, জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার ফটোগ্রাফিগুলো চমৎকার হয়েছে ভাইয়া। আপনার ফটোগ্রাফির অ্যালবাম দেখে আমি মুগ্ধ। আপনি যে দারুন ফটোগ্রাফি করেন তা আপনার ফটোগ্রাফিগুলো দেখে নিঃসন্দেহে বলা যায়। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসংখ্য নদী খাল বিল বাংলা প্রকৃতির অন্যতম আকর্ষণ। আপনার সেই আকর্ষণ প্রকৃতির ছবি গুলোর মধ্যে ফুটে উঠেছে। ধন্যবাদ ।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ।

ভাই খুব এনজয় করছেন আপনার প্রতিটি মুহূর্ত অনেক অনেক ভালো কাটুক। দোয়া এবং শুভকামনা রইলো।

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। আমার কাছে আপনার ফটোগ্রাফি গুলো খুব ভালো লাগছে। আপনার জন্য শুভ কামনা রইল প্রিয় ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

আপনার ফটোগ্রাফিগুলো অনেক সুন্দর হয়েছে।ধন্যবাদ ও শুভকামণা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

কাশফুলের ছবিটি ভাই অসাধারণ হয়েছে। অনন্য গুলো ও ভাল হয়েছে তবে কাশফুলের ছবিটি আমার থেকে অনেক ভালো লেগেছে।

 3 years ago 

কাশফুল আমার ও অনেক পছন্দ ভাই। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এই রাস্তাটি আমি কয়েক মাস আগেই মাত্র দেখেছি। যাওয়া হয়নি, তবে আমি একদিন ছোটমামার ফোনে একটা খুব সুন্দর রাস্তার ভিডিও দেখি। তো ওই ভিডিওটা কোথাকার জিজ্ঞেস করতেই বললো ঢাকা মাওয়া রোডের। আমার কাছে রাস্তাটা এতো বেশি সুন্দর লেগেছে যা বলার বাইরে। এই রাস্তাটা রাতে আরো বেশি সুন্দর দেখায় যা দেখলাম আমি।
আপনার ছবিগুলো দেখতে পেরে আমার খুব ভালো লেগেছে। কারণ এই রাস্তাটা আমার অনেক বেশি পছন্দের আর আমার একদিন খুব যাওয়ার ইচ্ছা।

 3 years ago 

আমরা আসার পথে একটি ভিডিও তৈরি করেছিলাম যদিও ভিডিওটি শেয়ার করা হয়নি, তবে সত্যিই রাস্তাটি আমার দেখা সবচেয়ে ভালো রাস্তা বাংলাদেশের মধ্যে।

 3 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফিগুলো অনেক সুন্দর হয়েছে। প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ। কাশফুলের ফটোগ্রাফি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। কাশফুল দেখতে অনেক সুন্দর লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ এই সুন্দর ফটোগ্রাফিগুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

কাশফুল আমার ও অনেক পছন্দের আপু। আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59601.30
ETH 2583.48
USDT 1.00
SBD 2.48