ডাল বড়ার রেসিপি || "তেলেভাজা রান্নার রেসিপি" প্রতিযোগিতা 🍲🍴 || Bengali Food by @alsarzilsiam

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম


আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আল্লাহ তায়ালার রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমার বাংলা ব্লগ এর এডমিন কে যিনি এত সুন্দর একটি কনটেস্ট এর আয়োজন করেছেন। এটি সত্য একটি গর্বে বিষয় যে আমি মাতৃভাষায় কোন ইন্টারন্যাশনাল প্লাটফর্মে একটি রেসিপি দিচ্ছে দিচ্ছি। আমার মাতৃভাষা এটাই আমার প্রথম বাংলা রেসিপি ব্লক। এত সুন্দর একটি প্লাটফ্রম তৈরি করার জন্য এই কমিউনিটির এডমিনদের এবং মডারেটর শুভকামনা জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে ডালের বড়া রেসিপি নিয়ে কথা বলবো ।

1624768307356.jpg

কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক:

প্রয়োজনীয় উপকরনসমূহ:

  • বড়ার ডাল
  • পেয়াচ
  • মরিচ বাটা ও মরিচের গুরা
  • তেল
  • জিরা বাটা
  • লবন
  • আদা বাটা
  • রসুন বাটা
  • হলুদ

1624704140251.jpg
বড়ার ডাল

1624704898684.jpg
হলুদ, লবন, জিরা বাটা, মরিচের গুরা


1624704056923.jpg
মরিচ, আদা , রসুন

1624704898702.jpg
পেয়াচ



প্রস্তুত প্রণালী:


  • প্রথমে বড়ার ডাল পানিতে ভিজিয়ে রাখতে হবে। ৪-৫ ঘন্টা ভিজানোর পর ডাল গুলো ব্লেন্ডার করে নিয়ে হবে।

1624704898718.jpg


  • এর পর কাচা মরিচ, আদা এবং রসুন এক সাথে ব্লেন্ডার করে নিয়ে হবে। আলাদা আলাদা করে ব্লেন্ডার করে নিলেও সমস্যা নেই।

1624704056916.jpg


  • বড়া ডাল এবং বিভিন্ন মসলার ব্লেন্ডার করা হয়ে গেলে সবকিছু আমরা একটি পাত্রে রাখি এবং সবকিছু একসাথে মেখে নিতে হবে।

1624768087211.jpg

1624768087206.jpg

1624768087200.jpg


  • এখন বড়া ভাজার পাএে পরিমান মত তেল দিতে হবে। আস্তে আস্তে বড়ার সাইজ অনুযায়ী তেলে ছারতে হবে।

1624768178465.jpg

1624768178460.jpg


  • পরিমান মত তেল এবং পরিমাণমতো চুলার জ্বাল দিয়ে বড়াগুলো ভাজতে হবে। লক্ষ রাখতে হবে যেন বড়াগুলো পুরে না যায়।

1624768178452.jpg


  • এভাবে খুব সহজ নিয়মে বড়া ভাজা যায়। বর্তমানে যে অবস্থায় রয়েছে এই সময়ে তেলেভাজা জিনিসের প্রতি সবার আকর্ষণ একটু বেশি। এমন বৃষ্টি ভেজা দিনে সবার ইচ্ছা করে এরকম তেলেভাজা জিনিস খাওয়ার জন্য।

1624768307356.jpg

1624768307363.jpg

1624772244054.jpg


  • আমি এই কনটেস্টের জন্য রেসিপিটি তৈরি করেছি। এবং এসব কিছুই আমার নিজের অরিজিনাল ফটোগ্রাফি এবং আমার নিজের রেসিপি। বড়াটি সত্যি অনেক সুস্বাদু হয়েছে। আপনাদের সবাইকে খাওয়ার নিমন্ত্রণ রইল। আসবেন কিন্তু......!


বিষয়: "তেলেভাজা রান্নার রেসিপি" প্রতিযোগিতা 🍲🍴

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

খুব ভালো হয়েছে রেসিপিটি।ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য

 3 years ago 

আপনাকে ও ধন্যবাদ।

 3 years ago 

ভালো বানিয়েছেন রেসিপিটা । দেখেই খেতে ইচ্ছা করছিল ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

ধন্যবাদ, ভাই। একদিন আমাদের বাসায় দাওয়াত নেন।

অনেক সুন্দর রেসিপি তৈরি করেছে ভাইয়া। বড়া খেতে আমি খুব পছন্দ করি।

 3 years ago 

অসাধারন সাজে সজ্জিত রেসিপি। দেখতে যতো সুন্দর। খেতেও তেমনি মজা। তাই না??
শুভ কামনা।।।

জি, খেতে অনেক মজা।

 3 years ago 

ঠিক তাই

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56095.11
ETH 2533.38
USDT 1.00
SBD 2.23