ট্রন স্টেকিং || 103 TRX STAKING
আমাদের প্রত্যেকের উচিত সঞ্জয় করা, ভবিষ্যতের কথা চিন্তা করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু সঞ্চয়ে রেখে যাওয়া। আসলে বিপদ কখনো বলে আসে না, যখন তখন বিপদ চলে আসতে পারে,, এই সঞ্জয় থাকলে হয়তো আপনি সেই বিপদ থেকে খুব সহজেই উদ্ধার পেতে পারেন। সেই বিষয়কে সামনে রেখে এই প্রতিনিয়তই আমি TRX স্টেকিং করে যাচ্ছি। এই সপ্তাহ 103 TRX টেকিং করেছি। আমি চেষ্টা করি প্রতি সপ্তাহেই একটু করে TRX জমানোর জন্য। যাতে করে পরবর্তী ভবিষ্যতে এই বিষয় গুলো আমি কাজে লাগাতে পারি।
আশা করছি আপনাদের সবারই ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। আমাদের বাংলাদেশ ব্যাংকের একটি অপশন রয়েছে,, সঞ্চয় পত্র। এখানে আপনি কিছু সংখ্যক টাকার স্থায়ী কিছু সময়ের জন্য রাখতে পারবেন। এর বিনিময় আপনার টাকা থেকে কিছু লভ্যাংশ আপনাকে দেয়া হবে। ঠিক একইভাবে এই সিস্টেমটা কাজ করেন। অর্থাৎ আপনি কিছুদিনের জন্য ট্রন স্টেকিং করে রাখবেন এবং সেখান থেকে ভোট দেওয়ার মাধ্যমে আপনি কিছু রিওয়াড আর্ন করতে পারেন অর্থাৎ আপনি যে স্টেকিং করে পাওয়ার আর্ন করেছেন সেই পাওয়ার থেকে আপনার রিপেজেনটিভ কে ভোট দিতে পারবেন এবং আপনার রিপ্রেজেন্টিভ সেখান থেকে মাইনিং করে তার রিওয়াডের কিছু অংশ আপনার সাথে শেয়ার করবে। সহজ ভাষায় বুঝানোর চেস্টা করেছি, আশা করি বুঝতে পেরেছেন। আজ আমি 103 trx স্টেকিং করেছি, সেই পদ্ধতি গুলো নিচে দিয়ে দিলাম।
চলুন শুরু করি:
১ম ধাপ
- স্টেকিং করার আগে আমার ওয়ালেট। এখানে 3906 trx স্টেক করা ছিলো। আমি আরো 103 trx ওয়ালেটে এনে রেখেছিলাম।
২য় ধাপ
- অবশিষ্ট 103 trx স্টেক করলাম।
৩য় ধাপ
- স্টেকড Tron দিয়ে ভোট প্রদানের পর স্টেকিং সম্পন্ন করলাম।
আজ 103 trx স্টেক করেছি। এই স্টেক সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের @rme দাদার "কিভাবে ট্রন স্টেকিং করবেন?" পোস্টটি দেখুন। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: ট্রন স্টেকিং || 103 TRX STAKING
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......
আমাদের সবারই উচিত ভবিষ্যতের চিন্তা করে কাজ করা। ভবিষ্যতের বিপদ ঠেকানোর জন্য এখন থেকেই কিছু না কিছু সঞ্চয় করে রাখা। তারই লক্ষ্যে আপনি প্রতিনিয়ত ট্রোন স্টেকিং করে যাচ্ছেন। আজকে আপনি ১০৩ টি আর এক্স স্টেকিং করে ফেলেছেন। আশা করছি এভাবেই আপনি আপনার লক্ষ্যে একদিন ঠিকই পৌঁছাতে পারবেন।
জি ভাই, চেস্টা করে যাচ্ছি।
অনেক সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করেছেন ভাইয়া। আপনাদের দেখাদেখি আমিও এটাকে জমাতে শুরু করে দিয়েছি। যদিও বর্তমান সময়ে এটার দাম একটু কম রয়েছে কিন্তু ভবিষ্যতে এটা খুবই ভালো একটা অবস্থানে চলে যাবে বলে আমি বিশ্বাস করি।
হ্যাঁ জমাতে থাকুন, এটা পরবর্তী ভবিষ্যতে অনেক কাজে দেবে।
প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও বেশ ভালো এমাউন্টের ট্রন স্টেকিং করেছেন ভাই। এই সপ্তাহে ১০৩ ট্রন স্টেকিং এর মাধ্যমে সর্বমোট ৪০০৯ ট্রন স্টেকিং করে ফেলেছেন। ট্রনের দাম বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই ০.১৩ সেন্ট এর কাছাকাছি চলে গিয়েছে। আমি ৬০০+ ট্রন জমিয়েছি। আরও কিছু ট্রন জমানোর চেষ্টা করবো। যাইহোক এভাবেই এগিয়ে যান ভাই। আপনার জন্য শুভকামনা রইল।
বেশি বেশি করে জামানোর চেষ্টা করুন ভাই, যেহেতু পরবর্তী সময়ে এই কয়েনের দাম বাড়তে পারে।