কবিতার নাম "অকাল মৃত্যু" || আল সারজিল সিয়াম

in আমার বাংলা ব্লগ3 years ago

♠অকাল মৃত্যু♠
আল সারজিল সিয়াম

তোমায় নিয়ে কাল রাতে
স্বপ্ন দেখেছি,
বিপদ থেকে মহাবিপদ
স্বপ্নে জেনেছি।

তোমার ঠোটে, মুখে যেন
নিকোটিনে ভরা,
ঠোটের ছোঁয়ায় পুড়িয়ে যায়
সুবিশাল এই ধরা।

ফুসফুসটাও পুড়ে নাকি
হয়ে যাচ্ছে ছাই,
কলিজাটাও কয়লা ওরে
বোঝার উপায় নাই।

ধুমপানে মৃত্যু আনে
আমরা সবাই জানি
তবু কেন নিজের মৃত্যু
নিজেই ডেকে আনি-?

অকালেতে ঝড়ে যাবে
তনতাজা ঐ প্রাণ,,
ছড়িয়ে যাবে চারিদিকে
মাদকসেবীর ঘ্রাণ।

নিন্দামুখে করবে লোকে
শুধুই কোলাহল
শয়তানরা ডাকবে তোমায়
কবরে যাই চল।

ধুমপায়ি বন্ধুরা আজ
মন দিয়ে শোন
সুখ টানেই অসুখ বেশি
এই কথাটাই জেন।

1623205993129.jpg

Sort:  
 3 years ago 

কবিতা অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ ভাই।

 3 years ago 

কবিতাটি অনেক সুন্দর হয়েছে ভাইয়া!

 3 years ago 

ধন্যবাদ ভাই।

 3 years ago 

খুব সুন্দর করে গুছিয়ে কথাগুলো লিখেছেন অনেক ছন্দ ছিল ।যাইহোক শুভকামনা আপনার জন্য ।

 3 years ago 

ধন্যবাদ। আপনার জন্যেও শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57616.20
ETH 3030.92
USDT 1.00
SBD 2.25