অভিব্যক্তি সবকিছু ✨ATTITUDE IS EVERYTHING✨ @alsarzilsiam
✨ATTITUDE IS EVERYTHING✨
আমরা সবাই Attitude এই শব্দটির সাথে কমবেশি পরিচিত রয়েছি। আমরা অনেকেই জানিনা এই Attitude আমাদের জন্য ভালো নাকি মন্দ। আবার অনেকেই অনেক সময় Attitude এবং অহংকার কে একই রকম ভাবে দেখে কিন্তু মোটেও দুটো জিনিস এক নয়, দুটো একদম ভিন্ন জিনিস।
আমরা সকলেই জানি সিংহকে জঙ্গলের রাজা বলা হয়, কেন জানেন কারণ সে বলে
জঙ্গলের অবস্থা যতই খারাপ হোক না কেন আমি কোনদিন ঘাস খাব না। এটি আমার কোন অহংকার নয়, কারন আমি নিজেকে জানি, আমি জানি আমি কে ।
বন্ধুরা,
এটাই হলো Attitude।
সিংহর একটি মোটিভেশনাল ভিডিও ভাইরাল হয়েছে সেখান থেকেও কিছু আমি বলার চেষ্টা করব। ভিডিওতে বলা হয়েছিল সিংহ সবচেয়ে বুদ্ধিমান প্রাণী নয়, বুদ্ধিমান প্রাণী শিয়ালের মত, সিংহ সবচেয়ে সবচেয়ে শক্তিশালী প্রাণী নয়, হাতির মত, সবচেয়ে দূতগামী প্রাণী নয়, চিতা বাঘের মত তাহলে সে কিরে জঙ্গলের রাজা হয়? এমন জিনিস হয়েছে সিংহের মাঝে রয়েছে যা, বাঘ, হাতি এবং বুদ্ধিমান প্রাণী দের মধ্যে নেই। সেটা হল মেন্টালিটি, মনোভাব, অ্যাটিটিউড। attu হলো এমন একটি জিনিস যা বাকি সব প্রাণীদের থেকে সিংহ কে সম্পূর্ণরূপে আলাদা করে। সিংহ যখন একটি হাতিকে দেখে তখন সে মনে মনে চিন্তা করে নেয় সেটি হল আমার দুপুরের খাবার। এটি সিংহ ভালো করেই জানে যে সিংহের চেয়ে হাতির শক্তি অনেক বেশি তারপরও শুধুমাত্র চিন্তাধারার কারনে, তার নিজের প্রতি আত্মবিশ্বাস এর কারনে সে মনে করে আমি অবশ্যই পারব এবং তাকে ধরে আমি খেয়ে নিতে পারব। এই অ্যাটিটিউড এর কারণে সিংহ সব প্রাণী গুলো থেকে আলাদা। এই সিংহের ভিডিওটি প্রায় কমবেশি সবাই দেখেছেন কিন্তু তারপরও আমি কেন এই পোস্টে সেটি উল্লেখ করলাম কারণ অ্যাটিটিউড এর উদাহরণ দিতে হলে অবশ্যই সিংহের কথাটি বলতে হবে।
অ্যাটিটিউড এর অর্থ হল নিজেকে জানা, নিজেকে চেনা, নিজের প্রতি বিশ্বাস রাখা এবং নিজেকে সবার থেকে আলাদা ভাবে তুলে ধরা। সফল একজন ব্যক্তি হিসেবে নিজেকে তুলে ধরতে চান তবে অবশ্যই সিংহের মতো অ্যাটিটিউড আপনার থাকতে হবে। এমন পর্যায়ে চলে গেছি আমরা নিজের কথা নিজে রা অনেক শুনি না। আমরা সবসময় গুরুত্ব দেই মানুষ কি বললো, মানুষ কি করছে, মানুষ কি বলবে এই সব বিষয়গুলো নিয়ে। আপনি যখন নিজের মতো করে চলা শুরু করবেন নিজস্ব একটি উদ্দম থাকবে। আপনার মধ্যে একটি মনের প্রশান্তি থাকবে এবং আপনি একটি অ্যাটিটিউড এর অধিকারী হবেন। তবে এটা মনে রাখবেন অ্যাটিটিউড অহংকার এর মধ্যে খুব একটা বেশি পার্থক্য নয়। একজন সফল ব্যক্তি হিসেবে আপনার অ্যাটিটিউড বা মনোভাব সবার থেকে আলাদা হতে হবে।
আপনার নিজের মনকে প্রশ্ন করতে হবে আমি কি করতে ভালোবাসি? আমি কেন এসব করছি? যদি আপনি এই সব উত্তর সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনি একজন সফল ব্যক্তি হিসেবে রূপান্তরিত হতে পারেন। আপনি যে কাজটি ভালোবাসেন সেটি যদি আপনি প্রফেশনাল কাজ হবে বেছে নেন তাহলে আপনি একজন সফল ব্যক্তি হবেন। আমরা অধিকাংশ মানুষ ব্যর্থ হই একটিমাত্র কারণে যেটি হল, আমার যে ভালো লাগার কাজ টি আছে সেটি আমি করতে পারিনা। সমাজ এবং পরিবার আমার উপর চাপিয়ে দেয়, শুধুমাত্র সেটি আমরা করতে ব্যস্ত হয়ে পড়ি যা আমার মন একেবারেই করতে চায়না। আপনাকে মনের কথা শুনতে হবে। আপনি কি হতে চান সেই ভাবে আপনাকে পড়াশোনা করতে হবে, আপনাকে অধ্যাবসায় করতে হবে এবং আপনাকে একজন সুন্দর অ্যাটিটিউডের অধিকারী হতে হবে, তবে অহংকারী হওয়া যাবে না।
জীবনে যদি সত্যি কিছু করতে চান তাহলে নিজের মনের মধ্যে আগুন জ্বালিয়ে দিনন, একটা বিশ্বাসের নিয়ে আসুন, আপনি পারবেন। ততক্ষণ না পর্যন্ত থামবে না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন।
✨ATTITUDE IS EVERYTHING✨
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: অভিব্যক্তি সবকিছু ✨ ATTITUDE IS EVERYTHING ✨
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ
মানুষের ব্যক্তিত্ব কে উন্নীত করতে আপনার পোস্ট টা অনেক শিক্ষনীয় একটা পোস্ট । অনেক ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ ভাই।
অনেক বিস্তারিতভাবে তুলে ধরেছেন অভিব্যক্তি সম্পর্কে।পড়ে অনেক কিছু শিখতে পারলাম।ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ আপু।
অসাধারণ একটা পোষ্ট। আমাদের জীবনটাকে কিভাবে গড়ে তোলা উচিত, ব্যক্তিত্ব কিভাবে গড়ে তুলতে হবে, সেটা আপনে খুব ভালো ভাবে বুঝিয়েছেন। এটা একটা শিক্ষনীয় পোষ্ট। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর পোষ্টটা শেয়ার করার জন্য। আপনার জন্য শুভ কামনা।
ধন্যবাদ ভাই।
জীবনে যদি সত্যি কিছু করতে চান তাহলে নিজের মনের মধ্যে আগুন জ্বালিয়ে দিন, একটা বিশ্বাসের নিয়ে আসুন, আপনি পারবেন। ততক্ষণ না পর্যন্ত থামবে না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন। আপনার কথাই আমি একমত ভাই অনেক সুন্দর লিখেছেন ভাই শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
ধন্যবাদ ভাই।
অনেক কিছু শিখতে পারলাম ভাই।ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ ভাই।