কবিতার নাম "মৃত্যু" || আল সারজিল সিয়াম

in আমার বাংলা ব্লগ3 years ago

"মৃত্যু"
আল সারজিল সিয়াম

উৎসর্গ ঃ( স্বপন)

শুভ সকাল বলেই যে তার
দিনটা হলো শুরু
চা- নাস্তা খাওয়ার পরে
বুকটা কাঁপলো দুরু।

বুক গেলোরে বুক গেলোরে
করছে ছটপট,
ঘাম ঝড়ছে, ছুটোছুটি
শরীর ছিল হট।

এদিক, সেদিক চেয়ে দেখে
গলায় বেজায় শব্দ,
হঠাৎ করে একি হলো
কে করছে জব্দ??

মিনিট কয়েক পরেই দিলো
হেঁচকি জোরে-জোরে,
অদেখা কেউ বের করছে
প্রাণটা ধরে,ধরে।

এমনি করেই নিভে গেল
জীবন নামের প্রদীপ
মমতাময়ী "মা" দিল
কপালে চুমুর টিপ।

বোঝেনা বয়স,বোঝেনা সময়-
বোঝেনা আগে-পিছে
বাবার কাঁধে, ছেলের লাস
নয়তো কথা মিছে।

বাবা- মায়ের বুকের ধন
হয়ে আছে লাস!!!
আমাদের ছেড়ে "স্বপন" ওরে!!!
কোথায় চলে যাস!!!

জন্ম নিলেই মৃত্যু হবে
এটাই চির সত্য
তবুও আমরা মিছে মায়ায়
হয়ে আছি মত্ত।

Railways-istock-Recovered-Recovered-2.jpg

Image Source



বিষয়: কবিতা

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ💖

Sort:  

অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে ও ধন্যবাদ।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

ভালো লিখেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56095.11
ETH 2533.38
USDT 1.00
SBD 2.23