কবিতার নাম ~‘তুমি আমার বন্ধু বলে’~ [10% ʙᴇɴᴇғɪᴄɪᴀʀɪᴇs ғᴏʀ @sʜʏ-ғᴏx🦊]
বন্ধু কাছে থাকুক কিংবা দূরে, বন্ধু কখনো পুরাতন হয় না। বন্ধুত্বের মানেটাই একটু ভিন্ন। বন্ধুত্ব মানে এই না যে দিনে প্রতিদিন কথা বলতে হবে। বন্ধুত্ব মাসে একবার কথা হলেও যেন সেই ৩০ দিনের কথায় একদিন এই বলে ফেলা যায়। বন্ধু এমন বন্ধুর সাথে কথা বললেই পৃথিবীর সমস্ত সুখ আপনি অনুভব করতে পারবেন। বন্ধুত্ব এমন, আপনি জানেন আপনার বন্ধু এটি খারাপ কাজ করছে এবং অন্যান্য বন্ধু থাকে সে কাজ করার জন্য উৎসাহ দিচ্ছেন কিন্তু আপনি একমাত্র ব্যক্তি যে জানেন সেই কাজটি তার জন্য উপযুক্ত নয় বা সঠিক নয় এবং আপনি বাধা দিলেন, এটাই প্রকৃত বন্ধুত্ব।
এমন একটি বিষয় নিয়ে আজকের কবিতা লিখেছি। দুই বন্ধুর কথোপকথন নিয়েই এই কবিতাটি। আশা করি আপনাদের ভালো লাগবে।। বিভিন্ন মানুষের কাছে বন্ধুত্বের সংজ্ঞা ভিন্ন ভিন্ন হয় কিন্তু সবার ক্ষেত্রেই একটি বিষয় কমন থাকে সেটা হল বিশ্বাস। যদি এক কথাই বলি তাহলে বলতে হবে, বন্ধু মানে বিশ্বাস। চলুন কথা না বাড়িয়ে কবিতাটি শুরু করা যাক।
তোমার দেখা কিংবা আকা স্বপ্নগুলো
যতন করে রেখ,
এমন একটি বৃত্তে রেখ
দুঃস্বপ্নের হাতছানি যেন
তোমার স্বপ্নগুলোকে এলোমেলো করার
সুযোগ না পায়।
আমি অনাকঙ্খিত ভাবে যাইনি, যাবনা কখনো
আর তুমি আমার কাছে কাঙ্খিত পুংক্তিমালা
হয়ে আছো রবে।
বন্ধু তুমি বলেছ,
অনেকটা পথ একসাথে চলার কথা ছিল
চলা বুঝি আর হল না।
আসলে তুমি একটা বোকা, বড় বেশি বোকা
কেন চলা হবে না, বলতে পার?
এইতো আমি তোমার লেখার সাথে চলছি অবিরত
আমার তো এমন মনে হয় না।
তোমার লেখায় খুজে পাই প্রানের স্পন্দন
কথার স্মৃতিগুলো হয়ে উঠে আরও প্রানবন্ত,
আর ও উজ্জীবিত।
ভালবাসার প্রগাঢ় রঙ্গিন মাধুর্য্যে ডুবে আছি সারাক্ষন
দুঃখ নেই আমার, তুমি কাছে নেই বলে,
গর্বিত আমি, তুমি পাশে আছো বলে,
ধন্য আমি, তুমি আমার বন্ধু বলে।
ধন্য আমি, তুমি আমার বন্ধু বলে @saifulraju
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: কবিতার নাম ~‘তুমি আমার বন্ধু বলে’~
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.........
আপনার কবিতার পঙক্তি গুলো শব্দচয়ন গুলো দারুন ছিল ।আপনি আপনার মনের অনুভূতি ভালোবাসাকে দারুণভাবে কবিতার মাধ্যমে ব্যক্ত করেছেন। নিঃস্বার্থ ভালোবাসা গুলো কখনোই কাউকে ভুলতে পারে না তারা কখনো কাউকে ভুলে যেতে চায় না, কারো থেকে দূরে যেতে পারে না। কিন্তু আজকাল স্বার্থপর ভালোবাসার কাছে সত্যিকারে ভালোবাসা গুলো অসহায়। মুখোশ পড়া মানুষের অভাব নেই, দেখলে মনে হবে নিষ্পাপ কিন্তু এদের ভেতরটা নরকের থেকেও খারাপ। যে সত্যিকারে বন্ধু সে বিপদে-আপদে সবসময় পাশে থাকে। আপনার কবিতাটি আমার দারুন লেগেছে প্রতিটি লাইন দারুন অর্থ বহন করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
চেস্টা করেছি আপু, কবিতা লিখতে অনেক সময় লাগে আমার।
তুমি আমার বন্ধু বলে কবিতা লিখেছেন। পড়ে ভিশন ভালো লাগলো। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভ কামনা রইলো।
ধন্যবাদদ আপনাকে, আমি চেস্টা করেছি আর কি।
খুবই অসাধারণ একটি কবিতা লিখেছেন আপনার বন্ধুকে নিয়ে। কবিতার প্রতিটি লাইনই প্রাণবন্ত হয়েছে, দোয়া করি আপনাদের বন্ধুত্ব টিকে থাকুক সারা জীবন।
ধন্যবাদ আপু, মাঝে মাঝে কবিতা লিখতে ও ভালো লাগে।
ওয়াও ভাইয়া কবিতাটি অনেক সুন্দর হয়েছে। অনেক ভালো লাগলো আমার কাছে কবিতাটি। এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
ধন্যবাদ আপনাকে ভাই, কবিতা লেখার চেস্টা করি মাঝে মাঝে।।।
এই লাইনগুলো আমার হৃদয়ে গেঁথে গেছে ☺️
বেশ দারুন লিখেছেন 👌
সত্যিই বন্ধুত্ব একটি স্বর্গীয় জিনিস।
দারুন কিছু অনুভুতির বহিঃপ্রকাশ ছিল কবিতায় ❤️
ঠিক বলেছেন ভাই,,,, ধন্যবাদ আপনাকে।
আমি আর আমার একটা বন্ধু একসাথে পথ চলতে চেয়েছিলাম কিন্তু তা আর হলো না।আপনার কবিতার এই কয়েকটি লাইন পড়ে আমার সেই কথা মনে পড়ে গেল।
বরাবরই আপনার প্রত্যেকটা কবিতা অনেক সুন্দর হয়। ঠিক আজকেও আপনার লেখা এউ কবিতাটি আমার অনেক ভালো লেগেছে । আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে এত সুন্দর সুন্দর কবিতা উপস্থাপন করার জন্য।
আপনাকে ও ধন্যবাদ ভাই, মাঝে মাঝে কবিতা লিখি, মনের ভাব গুলো প্রকাশ করি।
বেশ দারুণ একটি কবিতা লিখেছেন। কবিতার প্রতিটি লাইন হৃদয় ছুয়ে যায়। শুভ কামনা রইলো আপনার ও আপনার বন্ধুদের জন্য।
ধন্যবাদ আপু আপনাকে, আমি আমার সাধ্য মত চেস্টা করেছি।