বাংলাদেশের ছাত্ররা ভালো নেই

in আমার বাংলা ব্লগ8 days ago
ছাত্র আন্দোলন

1000019985.png

বর্তমানে বাংলাদেশের যেরকম পরিস্থিতি চলছে এবং আমাদের ছাত্রদের উপর যেভাবে করে হামলা চালানো হচ্ছে এতে করে বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের ছাত্রসমাজ কেউ ভালো নেই। কতগুলো তাজা প্রাণ কয়েক দিনের মধ্যে চলে গেল। তারপরও আমাদের দাবি আদায় হচ্ছে না বরং এটা ক্রমশ বেড়ে যাচ্ছে। এমন আন্দোলন হয়তো আমাদের এই প্রজন্ম এর আগে কখনো দেখেনি। বাংলাদেশের সমস্ত স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। যেসব হলে ছাত্ররা ছিল সেখান থেকে তাদেরকে বেরিয়ে যেতে যাওয়া বলা হয়েছে। কিন্তু তারপরও দেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। এটা হবে শুধুমাত্র আমাদের দাবি আদায়ের মাধ্যমে কিন্তু এই দাবি আদায় করতে গিয়ে এখন পর্যন্ত পাওয়া খবরে ১১ জন নিহত হয়েছেন। এসব পরিবারের দায়বদ্ধতা কে নিবেন? এসব জীবনের মূল্য কে দিবে? জাতির কাছে এটাই প্রশ্ন।

আজ কোন কিছু লেখার মত অবস্থায় আমি নেই। ইতিমধ্যে আমাদের ভার্সিটিতেও হামলা হয়েছে এবং আমার অনেক বন্ধু এবং বড় ভাইরা হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়াও আমার মাতৃভূমি নীলফামারীতেও বেশ কয়েক জায়গায় সংঘর্ষ হয়েছে। এতে করে আমাদের নীলফামারী সদর হাসপাতালে ছাত্ররা আহত অবস্থায় পড়ে রয়েছে। বাংলাদেশে এরকম ভয়াবহতা আগে কখনো দেখা যায়নি। অন্ততপক্ষে আমাদের এই প্রজন্ম কখনো দেখেনি। কিন্তু এসব বিচার আমরা কাকে দেব কার কাছে বলব? যে এই সব বন্ধ করো। প্রত্যেকটি দেশের একটি নিজস্ব আইন রয়েছে প্রত্যেকটি দেশ তাদের জনগণের সাহায্য করার জন্য এগিয়ে আসে বিশেষ করে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, এছাড়া বিভিন্ন সামরিক বাহিনী দেশের নাগরিক দেশের ছাত্রসমাজকে রক্ষা করে। কিন্তু আমাদের দেশের পুলিশের গুলিতেই কয়েকজন নিহত হলো। এটা আমরা কার কাছে বলব? কার কাছে আমরা এই সবকিছুর বিচার চাইবো? সেটাও আমার বোধগম্য হয় না।

বাংলাদেশে এরকম অবস্থা সৃষ্টি হলেই বাংলাদেশের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়। গতকাল রাত থেকে এই মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমাদের যেসব জায়গায় ওয়াইফাই রয়েছে সেগুলোর স্পিড কম করে দেওয়া হয়েছে। এতে করে একটি এসএমএস করতেও অনেকটা বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। বর্তমানে আমি যেখানে অবস্থানরত রয়েছে এখানে ইন্টারনেট সংযোগ নেই বললেই চলে। আমার ব্যক্তিগত ওয়াইফাই রয়েছে কিন্তু এই ওয়াইফাই টা এতটাই স্লো কাজ করছে এতে করে কোন কাজ আমি ঠিকভাবে করতে পারছি না। এই পোস্টটি সেই সকালবেলা লিখেছি কিন্তু সেই পোস্ট আমি এখন পর্যন্ত করতে পারতেছি না।

আজ খুব একটা বেশি লেখার অবস্থায় আমি নেই। কিন্তু তারপরও সবার কাছে একটা অনুরোধ নিজের জায়গা থেকে আপনারা নিরাপদ থাকার চেষ্টা করুন। আশা করছি এই সময়টা খুব দ্রুত কেটে যাবে এবং আমাদের দাবি আদায় হবে। বর্তমানে ঢাকায় অনেক ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গা থেকে মারামারির খবর পাওয়া যাচ্ছে এবং এই খবরগুলো পেতেও অনেকটা বেগ পোহাতে হচ্ছে। জানিনা আমার ওয়াইফাই দিয়ে কখন আমি এই পোস্টটি করতে পারব। কিংবা আজ পোস্ট করতে পারবো কিনা সেটাও ঠিকভাবে বলতে পারছি না। আপনার সবাই নিরাপদে থাকার চেষ্টা করুন ধন্যবাদ।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: বাংলাদেশের ছাত্ররা ভালো নেই

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  
 8 days ago 

সত্যি ভাইয়া বাংলাদেশের ছাত্রছাত্রীরা একদম ভালো নেই। নিজের অধিকার আদায়ের দাবিতে নেমে রক্তাক্ত হয়েছে তারা। বুক পেতে জীবন দিতে বাধ্য হয়েছে ভাইয়েরা। সব জায়গাতে সংঘর্ষ লেগেই রয়েছে। এর সঠিক সমাধান কি আমরা কেউ জানি না।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 65647.77
ETH 3166.18
USDT 1.00
SBD 2.60