যুদ্ধ [10% ʙᴇɴᴇғɪᴄɪᴀʀɪᴇs ғᴏʀ @sʜʏ-ғᴏx🦊]

in আমার বাংলা ব্লগ3 years ago
যুদ্ধ

hgjhj.png

আপনার সবাই মোটামুটি জানেন রাশিয়া-ইউক্রেন এর উপর হামলা করছে। আসলে এই হামলার কারণ কি? সেই বিষয়ে কথা বলব না। আজকে বলবো যুদ্ধ বিষয়টি আসলে কি? যুদ্ধ হলে কি কি সমস্যার মধ্যে পরতে হয়। আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যুদ্ধ কখন শান্তির কারণ হতে পারে না এবং যখন যুদ্ধ সংঘটিত হবে তখন এই প্রচুর পরিমাণে মানুষ মারা যাবে এবং বিশৃঙ্খলা সৃষ্টি হবে যা প্রত্যেকটি দেশের মানুষ এই প্রভাব পরে। আমরা অনেকেই মনে করি বাংলাদেশ এবং ভারত, ইউক্রেন এবং রাশিয়া থেকে অনেক দূরে সেটার প্রভাব এখানে পরবে না কিন্তু আসলে এটা ভুল ধারণা। সেই যুদ্ধের প্রভাব সম্পুন্ন পৃথিবীতে পরবে এবং পৃথিবীর অর্থনীতিতেও অনেক বড় আঘাত হানবে, আজ শুধুমাত্র যুদ্ধ নিয়ে বেশি কিছু কথা বলব।

apocalypse-2459465.jpg

Image Source

siam,.png

আমরা সকলেই জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ কিভাবে হয়েছিল। আমেরিকা জার্মানির উপরে নিউক্লিয়ার হামলা করেছিল যার কারণে অসংখ্য মানুষ মারা গিয়েছে এবং নিউক্লিয়ার বোমার তেজস্ক্রিয়তার কারণে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এত ধরনের অস্ত্র এবং সরঞ্জাম রয়েছে যা আপনারা কল্পনা করতে পারবেন না। একটি বিষয় থেকে দেখা গেছে মানুষ যে হারে নিজেদের আত্মরক্ষার জন্য টাকা খরচ করে আসে সেটা যদি ভালো পড়াশোনা এবং চিকিৎসা খাতে ব্যবহার করত তাহলে পৃথিবীটা অনেক উন্নত হতো। আমরা সবাই ক্ষমতাবান হতে চাই, সেই সুবাদেই আসলে পৃথিবীর এই রকম অবস্থা হচ্ছে। আজ যেমন রাশিয়া খুবই শক্তিধর একটি দেশ কোন কথা চিন্তা না করেই কোন রুলস না মেনেই হামলা করে দিয়েছে। রাশিয়ার তুলনায় ইউক্রেনের ছোট একটি দেশ এবং এ দেশের মানুষের কথা চিন্তা করলে আমাদের একাত্তরের স্বাধীনতার কথা মনে পরে যায়।

soldier-62902.jpg

Image Source

siam,.png

১৯৯৯ সালের পরে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে অনেকগুলো রাষ্ট্রে পরিনত হল এবং রাশিয়া আলাদা একটি দেশে পরিণত হয়ে গেল। এই বিষয়টা রাশিয়ার প্রেসিডেন্ট কোনোভাবেই মেনে নিতে পারেনি যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং ২০১৪ সালেও অন্য একটি দেশের উপর হামলা করে রাশিয়া সেই দেশটিকে নিজের আওতায় নিয়ে আসে। এখন সেই জায়গায় ইউক্রেনের অবস্থান রয়েছেন। গত চারদিন ধরে ইউক্রেনের উপর এই হামলা চলছে। জলপথ, স্থলপথ এবং বিমান হামলা চলছে।

কিছুক্ষণ আগে একটি খবরে দেখলাম অন্যান্য অনেক রাষ্ট্র ইউক্রেনে পাশে এসে দাঁড়িয়েছে, বিষয়টা তৃতীয় বিশ্বযুদ্ধের মতোই হয়ে যাচ্ছে। একবার তৃতীয় বিশ্বের সহযোগী অনুষ্ঠিত হলে পৃথিবীতে মনে হয় কোন কিছু ঠিক থাকবে কারণ বিষয়গুলো আপনারা সবাই বোঝেন এবং জানেন। যাইহোক সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা করি যাতে এরকম কোন সিচুয়েশনে পৃথিবীবাসীকে পরতে না হয়। তাহলে আমরাই আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবো। যুদ্ধ বিষয়টা সত্যিই অনেক মারাত্মক একটি বিষয়। যুদ্ধে কোন কিছুর সমাধান হয় না সমাধান হওয়ার জন্য দরকার সুন্দর একটি আলোচনা। আমি মনে করি কোন কোন রাষ্ট্রে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই রাষ্ট্রপ্রধানদের ব্যক্তিগত ভাবে আলোচনা করা উচিত এবং একটি সুন্দর সমাধানে আসা উচিত। যাইহোক আপনার সবাই দোয়া করুন যেন পৃথিবীবাসীকে তৃতীয় বিশ্বের সাক্ষী হতে না হয়।

grief-5501796.jpg

Image Source

siam,.png

এই যুদ্ধ কারণে ক্রিপ্টোকারেন্সি যেরকম উঠানামা করছে সেরকম বিশ্বের অর্থনৈতিক অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিত্যপণ্যের জিনিস তেল, জ্বালানি, গ্যাস ইত্যাদির দাম বৃদ্ধি পাচ্ছে এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের ভোগান্তি বাড়ছে। এসব থেকে উদ্ধারের একমাত্র উপায় হল যুদ্ধকে দীর্ঘায়ু না করা যেহেতু যুদ্ধ শুরু হয়ে গেছে সবাই প্রার্থনা করুন যাতে খুব তাড়াতাড়ি এই যুদ্ধটা শেষ হয়ে যায়।



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: যুদ্ধ

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.........

Sort:  
 3 years ago 

আমরা সবসময়ই দোয়া করি যুদ্ধ যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কারণ এই দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে আমাদের মত সাধারন মানুষটা আরো বেশি ভোগান্তির শিকার হচ্ছে। ভাইয়া আপনি অনেক সুন্দর কিছু কথা সকলের মাঝে শেয়ার করেছেন এবং আপনার এই পোস্ট পড়ে অনেক কিছু জানতে পারলাম। অনেক সুন্দর ভাবে একটি পোষ্ট সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

তাই যেন হয় ভাই

 3 years ago 

আপনি সমসাময়িক বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট করেছেন। যা আমাদের সবার জানা দরকার। আসলেই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ শেষ পর্যন্ত কি পরিনিতি ঘটায় আমরা জানি না। এসব উন্নত রাষ্ট্র ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য নিজেদের ক্ষমতাকে অপব্যবহার করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছে । আপনি ঠিকই বলেছেন যুদ্ধ কখনো ভালো কিছু বয়ে আনতে পারে না। যুদ্ধ দাঙ্গা-হাঙ্গামা শুধুমাত্র ধ্বংস করতে পারে নতুন কিছু সৃষ্টি করতে পারে না। আপনার পোস্ট এর মাঝে জানতে পারলাম যুদ্ধের কারণে অর্থনীতির কতটা ক্ষতি হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করে সবাইকে জানিয়ে দেয়ার জন্য।

 3 years ago 

সব দিকেই অনেক ক্ষতি হচ্ছে আপু।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 99331.95
ETH 3298.98
USDT 1.00
SBD 3.05