যে কোনো বিষয়ে নিয়মকানুন এত গুরুত্বপূর্ণ কেন..! || 10% Beneficiaries @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago
২৪-০৯-২০২১
শুক্রবার

💖সবাইকে স্বাগতম💖


প্রত্যেকটি মানুষের উচিৎ একটি নিয়ম কানুন এর মতে জীবন-যাপন করা। নিয়ম কানুনের মধ্যে জীবন যাপন করলে আপনার জীবনকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। এমনটা নয় নিয়ম কানুন শুধুমাত্র আপনি আপনার অফিসে পালন করবেন!! নিয়ম কানুনের বিষয় গুলো আপনার জীবনে যখন এপ্লাই করবেন তখন দেখবেন খুবই সুন্দর ভাবে আপনি জীবন যাপন করতে পারবেন।

business-people-studying-list-rules-reading-guidance-making-checklist_74855-10492.jpg
Image Source

siam,.png

আমরা সকলে জানি যখন কোন কাজ সম্পাদন করে তখন কোনো না কোনো নিয়মনীতির মধ্য দিয়ে আমাদের সেই কাজগুলো সম্পাদন করতে হয়। বিশেষ করে আপনি যেখানে কাজ করেন সেখানে দেখবেন অবশ্যই একটি নিয়ম কানুন রয়েছে, যদি সেই নিয়মকানুনগুলো আপনি ভঙ্গ করেন তাহলে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহন করা হয়। উদাহরণস্বরূপ আমি যেখানে জব করতাম সেখানে তিনদিন লেট করে গেলে এক দিনের স্যালারি কেটে রাখা হত। এরকম কিছু শাস্তি মূলক ব্যবস্থা প্রায় গ্রহণ করা হয়। আপনি যদি অফিসের সব নিয়ম কানুন খুব সুন্দর ভাবে মেনে চলেন দেখবেন খুব তাড়াতাড়ি আপনার প্রমোশন হবে। এমন কিছু লোক আছে যারা নিয়মকানুন বারবার ভঙ্গ করে তাদেরকে বাধ্য করা হয় এই নিয়মের মধ্যে চলার জন্য। তবে আমরা যেন সেই দলের মধ্যে না পরি, আমরা যেখানে কাজ করি না কেন নিয়মের মধ্যে থেকে কাজ করার চেষ্টা করব এবং সবগুলো নিয়মকে শ্রদ্ধা করব।

আপনারা সবাই এই প্লাটফর্মে কাজ করেন এই প্লাটফর্মে বিভিন্ন কমিউনিটি আছে এবং বিভিন্ন কমিউনিটির স্পেপেসিফিক কিছু নিয়ম কানুন রয়েছে যা আপনাকে মেনে তারপরে কাজ করতে হয়। তা না হলে আমরা এই প্লাটফর্মে ও কমিউনিটিতে কাজ করতে পারবেন না। আমাদের সকলের উচিত নিজের নিজের কাজকে ভালোবাসা এবং নিজের কাজের জন্য যতগুলো নিয়মকানুন রয়েছে তার সবগুলো অক্ষর অক্ষরে পালন করা।

istockphoto-1224342001-612x612.jpg
Image Source

siam,.png

আমরা অনেকেই আছি প্রাতিষ্ঠানিক চাপের কারণে এ নিয়মগুলো মেনে নেই কিন্তু বাস্তব জীবনে কোনো নিয়মের মধ্যে থাকি না। সেক্ষেত্রে কিন্তু আপনি সফল ব্যক্তির আওতাধীন হবে না, কারণ সফল হতে গেলে অবশ্যই আপনাকে নিজস্ব কিছু নিয়ম তৈরি করে চলতে হবে। যখন আপনি নিজের সাথে কমিটমেন্ট করবেন তখন দেখবেন সব কাজ গুলো অত্যন্ত সহজ হয়ে যাবে। সকাল থেকে রাত পর্যন্ত আপনি কিভাবে, কোন কাজটি করবেন সব গুলোর একটি রুটিন তৈরি করে নিন তাহলে সবকিছু সহজ হয়ে যাবে। কখন ঘুমাবেন, কখন লাঞ্চ করবেন, সবকিছুর একটা নির্দিষ্ট সময় থাকতে হবে। কখন ঘুরতে যাবেন বা কখন একটু রিল্যাক্স মুডে থাকবেন সবকিছু যখন নিয়মের মধ্যে চলে আসলে তখন দেখবেন সবগুলো কাজ আপনি খুবই সুন্দর ভাবে করতে পারবেন এবং সবগুলো কাজ অনেক সহজ হয়ে যাবে।

istockphoto-1184164245-612x612.jpg
Image Source

শেষকথা আপনাদের কে একটাই বলব, সব সময় চেষ্টা করবেন নিয়মের মধ্যে থেকে কাজগুলো করা, কারণ নিয়ম ব্যতীত কোন কিছুই সঠিক ভাবে সম্পাদন করা সম্ভব নয়। নিয়মের মধ্যে থাকলে আপনি খুবই তাড়াতাড়ি সফল একজন ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করতে পারবেন এবং সবাই আপনাকে ভালো মানুষ হিসেবেই চিনবে।



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: যে কোনো বিষয়ে নিয়মকানুন এত গুরুত্বপূর্ণ কেন..!

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  
 3 years ago 

একদম ঠিক কথা বলেছেন। কমিঊনিটি গুলোতে যেমন নিয়ম মেনে কাজ করতে হয় তেমনি জীবনেও নিয়ম মেনে মেনেই সফল হতে হয়

জি দাদা আপনার কথাগুলো অনেক সুন্দর এবং স্পষ্ট ভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আমাদের জীবনে ও চলার পথে সবকিছুর জন্য একটা নিয়ম থাকে আর আমাদের সবাইকে সেই নিয়ম মেনে চলতে হবে। কোন কিছুর নিয়ম ভঙ্গ করলে সেখান থেকে তার প্রতি একটা খারাপ অনুশোচনা জায়গায় আমাদের সবার। আমাদের সবার উচিত যে যেখানেই কাজ করি এবং চলাফেরার পথে সবাইকে নিয়ম মেনে চলতে হবে। ধন্যবাদ এত সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

নিয়ম কানুন এর বাইরে কোন কাজ করতে গেলে দেখবেন বিশৃঙ্খলা সৃষ্টি হয় যা একান্তই কাম্য নয়। এত সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ...

 3 years ago 

অনেক সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন ভাইয়া।

শেষকথা আপনাদের কে একটাই বলব, সব সময় চেষ্টা করবেন নিয়মের মধ্যে থেকে কাজগুলো করা, কারণ নিয়ম ব্যতীত কোন কিছুই সঠিক ভাবে সম্পাদন করা সম্ভব নয়। নিয়মের মধ্যে থাকলে আপনি খুবই তাড়াতাড়ি সফল একজন ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করতে পারবেন এবং সবাই আপনাকে ভালো মানুষ হিসেবেই চিনবে।

অবশ্যই ভাইয়া আমরা সকলেই নিয়মের মধ্যে থেকে কাজগুলো করার চেষ্টা করি।
শুভ কামনা রইল ভাইয়া 🥰❤️🌷

 3 years ago 

জি ভাই ঠিক বলেছেন। নিয়মকানুন মানুষের জীবনে একটি অপরিহার্য বিষয়। নিয়ম কানুনের বাইরে কাজ করলে কখনোই কাজটি সঠিকভাবে সম্পন্ন হয় না এবং সফলতাও আসে না। ছাত্রজীবন থেকেই এই নিয়ম কানুন মেনে আসলে জীবনের সফলতা অনেকদূর এগিয়ে যায়। আপনার জন্য শুভকামনা রইল ভাই। আপনার লেখাটি পড়ে খুব ভালো লেগেছে।

 3 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর করে লিখেন।
আমিও চেষ্টা করি সব কাজ নিয়মের মধ্যে করতে।
তবে আম্মু বলে পৃথিবীর সবচেয়ে নিয়ম ছাড়া মানুষ হচ্ছি আপু। তার জন্য নাকি আমাকে মেডেল দেওয়া উচিত।
😪😪😪

 3 years ago 

অনেক সুন্দর করে গুছিয়ে লিখেছেন। সবারই উচিত সবকিছুতেই নিয়ম কানুন মেনে চলা। তবে সেটা কয়টা কাজে বা কয়টা ক্ষেত্রে কত জন মানুষ মানে। যাই হোক ভালো লাগলো আপনার লেখা গুলো। অনেক ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই মানুষ নিয়ম কানুন মেনে চললে এক দিন ঠিকই সফল হবে।

 3 years ago 

আসলে পৃথিবীটাই নিয়ম শৃংখলে আবদ্ধ। তাই নিয়ম ছাড়া কিছুই চলতে পারে না।অনেক সুন্দর পোস্ট লিখেছেন,ভাই। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57062.81
ETH 3068.42
USDT 1.00
SBD 2.43