সৌরজগতের সকল তথ্য এক ক্লিকেই [10% ʙᴇɴᴇғɪᴄɪᴀʀɪᴇs ғᴏʀ @sʜʏ-ғᴏx🦊]

in আমার বাংলা ব্লগ2 years ago
সৌরজগতের সকল তথ্য এক ক্লিকেই

আমরা অনেকেই আছে সৌরজগত সম্পর্কে জানতে আগ্রহী কিন্তু কোথায় গেলে এর সঠিক তথ্য গুলো পাবো সেই বিষয়গুলো অনেকেই আমার জানা নেই। নাসার ওয়েবসাইট রয়েছে যদিও সেগুলো থেকে তথ্য বার করা আমার কাছে অনেক জটিল লাগে।

Screenshot_2022-06-23-11-50-45-06_787008f8d2058c32ec6c927b4b239757.jpg

Screenshot

সম্পূর্ণ সৌরজগতের সব বিষয়গুলো এবং সব তথ্য গুলো যদি আমরা একটি থ্রিডি মডেল হিসেবে দেখতে পাই এবং সেইসাথে সেসব বিষয়ে সকল তথ্য যদি আমরা দেখতে পারি তাহলে বিষয়টা কেমন হতো?? আজ আমি আপনাদেরকে তেমনই একটি বিষয় জানাবো যেখান থেকে মূলত আমি সৌরজগত সম্পর্কে বিভিন্ন তথ্য নিয়ে থাকি এবং এই মডেল গুলো দেখলেই আপনাদের আপনাদের বুঝতে সুবিধা হবে আমাদের পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত, কোন স্থানে বর্তমানে কোন কোন গ্রহ রয়েছে সবকিছুই আপনারা এই একটি অ্যাপের মাধ্যমে জানতে পারবেন।

Screenshot_2022-06-23-11-50-35-69_787008f8d2058c32ec6c927b4b239757.jpg

Screenshot_2022-06-23-11-50-26-38_787008f8d2058c32ec6c927b4b239757.jpg

Screenshot

সৌরজগত এর সবকিছুর দূরুত্ব মূলত অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হিসেবে পরিমাপ করা হয়। সুবিধার্থে বলে রাখি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্বকে বুঝায়। আমাদের সৌরজগতের মূলত আটটি গ্রহ রয়েছে তার মধ্যে চারটি রকি প্লানেট, যেগুলো মাটি এবং পাথর দ্বারা তৈরি বাকি চারটি হচ্ছে গ্যাসীয় প্লানেট। যাদের কোন সার্ফেস নেই। সেইসব বিষয়গুলোকে আপনি এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই বুঝতে পারবেন। বর্তমানে কোন গ্রহের কোথায় অবস্থান রয়েছে সেই গ্রহের উপগ্রহ গুলি কোন অবস্থানে রয়েছে তাদের আয়তন কত, তাদের গ্রাভিটি কিরকম, কোন গ্রহ কি দিয়ে তৈরি, তাদের অভ্যান্তরে কি আছে, ইত্যাদি সবকিছু তথ্য আপনি এই অ্যাপটির মাধ্যমে পেয়ে যাবেন। আমি এখানে অ্যাপের প্রমোশন করছি না আমি শুধু এখানে আপনাদেরকে বলছি যে খুব সহজেই কোথা থেকে এই ইনফর্মেশন গুলো আপনারা কালেক্ট করতে পারবেন। আমার মত যারা সৌরজগৎ প্রেমী রয়েছে তাদের জন্য এই অ্যাপটি একটি আশীর্বাদস্বরূপ আমি মনে করি।

Screenshot_2022-06-23-11-50-11-28_787008f8d2058c32ec6c927b4b239757.jpg

Screenshot_2022-06-23-11-50-04-03_787008f8d2058c32ec6c927b4b239757.jpg

Screenshot

আরো অনেকগুলো ওয়েবসাইট রয়েছে যেগুলোতে আপনি শুধুমাত্র আমাদের সৌরজগৎ না বরং আমাদের এই মিল্কিওয়ে গ্যালাক্সিতে কোথায় কি রয়েছে যে সবকিছু সম্পর্কে একটি ম্যাপ তৈরি করা হয়েছে। আপনাদের যদি জানার আগ্রহ থাকে তাহলে কমেন্টে লিখবেন, আমি পরবর্তীতে সেই ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো।

siam,.png

আপনাদের জন্য ছোট একটি ভিডিও ক্লিপ আমি রেকর্ড করেছি। যেটা আমি এখন দিয়ে দিচ্ছি আশা করি আপনারা বুঝতে সুবিধা হবে।

যে অ্যাপের মাধ্যমে আমি এই তথ্যগুলো পেয়েছি, এই অ্যাপের নাম আমি নিচে দিয়ে দিচ্ছি।

Screenshot_2022-06-23-11-49-38-18_b5a5c5cb02ca09c784c5d88160e2ec24.jpg


আজকের বেশি কিছু লিখব না, আপনারা চাইলে এই তথ্যগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আমি আবারও বলছি অ্যপের প্রমোশন করছি না আমি শুধুমাত্র আপনাদের জানানোর জন্যই এই পোস্টটা আমি করেছি, যে কোথা থেকে আপনারা সঠিক তথ্য খুব সহজেই খুজে পাবেন আমাদের এই সৌরজগৎ সম্পর্কে। ধন্যবাদ সকলকে।

siam,.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: সৌরজগতের সকল তথ্য এক ক্লিকেই

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.........

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60164.54
ETH 2420.67
USDT 1.00
SBD 2.43