কবিতার নাম "কাঁটা" || আল সারজিল সিয়াম

in আমার বাংলা ব্লগ3 years ago

"কাঁটা"
আল সারজিল সিয়াম

হৃদপিন্ডের মাঝা-মাঝি
বিষাক্ত এক কাঁটা,
জীবন নামক "ঘড়ি"টাকে
জানাতে চায় টাটা।

এমন ভাবে বিঁধে আছে
সইবো কেমন করে,
যন্ত্রণাটা যন্ত্রণাময়
যাচ্ছি যেন মরে।

হোমিও প্যথি,এলোপ্যথি,
বায়ো টেকনোলোজি,
হোচ্ছেনা কাজ কোন কিছুতেই
এবার কবিরাজি।

বেড়ে চলছে বিষাদ জ্বালা
করছি ছটপট,
এক নিমিশেই শীতল আবার
এক নিমিশেই হট।

এমন কাঁটা বিধলো বুকে
যায়না বলা মুখে,
সেই কাঁটারি গাছ এখন
আছে মহা সুখে।

রেডি থাকে কাঁটা গুলো
সুজোগ পেলেই ফুটে,
এমন কঁটার গাছ শুধু
আমার ভাগ্যেই জুটে।

সবিনয়ে বলছি ও গাছ
শুনবে, - আমার কথা??
অকারনে দিওনা আর--
কাউকে এমন ব্যাথা।

যার খাবার টা তাকেই দিও
নিওনা রিজিক কেড়ে,
রহমত, বরকত সবি কিন্তু
যাবে তোমায় ছেড়ে।

যেমন কর্ম করবে তুমি
তেমনি পাবে ফল,
দেখবে একদিন নিঃস্ব তুমি
থাকবেনা আর দল।

এই কাঁটা টাই সুঁচ হয়ে
ফুটবে তোমার গায়,
যন্ত্রণাতে কাতর হয়ে
করবে হায় হায়!!!!

সময় থাকতে সুধরে নিও
নিজেই নিজেকে
সুখি হবে, শান্তি পাবে
জানবে বিবেকে।

thorns.png
Image Source



বিষয়: কবিতা

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

কবিতাটি ভালো লিখেছেন ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

বেশ সুন্দর হয়েছে কবিতাটি। কাঁটা নিয়ে ভাল একটা কবিতা।

 3 years ago 

ধন্যবাদ💖

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62667.39
ETH 2432.00
USDT 1.00
SBD 2.66