সাথী পাঠাগার

in আমার বাংলা ব্লগlast year
সাথী পাঠাগার

IMG_20230711_190321.jpg

ইতিমধ্যে সাথী পাঠাগারের প্রথম ধাপের কাজ শেষ হয়েছে এবং অল্প কিছু ডেকোরেশন করা রয়েছে যদিও এখনো আরো অনেক ডেকোরেশন বাকি রয়েছে তবে এই বিষয়ে আজ আপনাদের সাথে কথা বলে নেব।

সময় যত অতিবাহিত হচ্ছে আমরা মানুষেরা ততো আপডেট হয়ে যাচ্ছি তবে একটি বিষয়ে সবসময় মাথায় রাখতে হবে বই পড়ার বিকল্প নেই। এমনকি যারা বিলোনিয়ার রয়েছে তারাও প্রতিদিন নিয়ম করে বই পড়েন। আসলে বই পড়া মানে নিজের মেধা বৃদ্ধি করা। বর্তমানে অনেক ই-বুক এবং ওয়েবসাইটের মাধ্যমে বই পড়া যায় তবে হাতে ধরে স্পর্শ করে বই পড়ার আনন্দটাই আলাদা।

IMG_20230711_190235.jpg

IMG_20230711_190225.jpg

IMG_20230711_190118.jpg

আমার বই পড়া শুরু হয়েছে এই সাথী পাঠাগার থেকেই মূলত। ছোটবেলা থেকেই আম্মু প্রচুর কবিতা লিখত এবং আম্মুর রুমে প্রচুর বই থাকতো পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিলো আম্মুর নিজস্ব একটি লাইব্রেরী করবেন। সেই আজ থেকে অনেক বছর আগের কথা ২০০৯ সালের সাথী পাঠাগার চালু করা হয়। তখন মূলত এটি একটি পারিবারিক লাইব্রেরি ছিল। পরিবারের সবাই সেখানে আমরা মাঝে মাঝে সময় কাটাতাম এবং বিভিন্ন ধরনের বই পড়তাম। পরবর্তীতে এই লাইব্রেরীটি আরো বড় করা হলো।

প্রথম থেকে সাথী পাঠাগার আমাদের বাসার একটি রুমের মধ্যে স্থাপন করা হয় এবং আস্তে আস্তে এই পাঠাগারের বই সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। সম্পূর্ণ ব্যক্তিগত প্রচেষ্টায় সাথীপাঠাগার এগিয়ে যাচ্ছে, সৃস্টিকর্তার কাছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও কিছুদিন আগে নতুন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আমাদের এই লাইব্রেরীকে আরো বড় করব এবং উন্নত করবো।

বর্তমানে আধুনিক পাঠাগার করার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। এছাড়াও আমি চিন্তা ভাবনা করছি আমাদের সাথী পাঠাগারের নতুন একটি ওয়েবসাইট খুলব এবং সমস্ত আপডেট এই ওয়েবসাইটের মাধ্যমেই দেওয়া হবে। ইতিমধ্যে আমাদের একটি facebook গ্রুপ আছে যদিও সেই গ্রুপটা খুব একটিভ নয়। তবে সবকিছু আবার নতুন করে শুরু করব এটাই ভাবছি।

IMG_20230712_142914.jpg

IMG_20230712_142912.jpg

গতকাল সাথী পাঠাগারের কিছু ডেকোরেশন করা শেষ হয়েছে এবং সেই ডেকোরেশনের ছবিগুলো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো নীলফামারীতে একটি স্মার্ট পাঠাগার গরে তুলবো এবং সমস্ত সুযোগ সুবিধা এই পাঠাগারের মধ্যেই অ্যাভেলেবেল করার চেষ্টা করব।

ইতিমধ্যে ৭ ফিট বাই ৮ ফিটের একটি বড় বুক সেলফ তৈরি করা হয়েছে। এছাড়াও আরো কিছু ডিজাইনের বুক সেল তৈরি করার চিন্তাভাবনা রয়েছে। সাথী পাঠাগারের প্রথম দিকের অংশটুকু একটু ডেকোরেশন করার চেষ্টা করেছি এবং সেই জায়গায় বেশি সময় লেগেছে। আশা করছি আপনাদের ও ভালো লেগেছে।

সাথী পাঠাগারে যথেষ্ট পরিমাণে বই রয়েছে কিন্তু সেসব বইগুলো এখনো পাঠাগারে সেটআপ করা হয়নি। তাই আছে সকাল থেকেই কিছু বই পাঠাগারের মধ্যে গোছানোর চেষ্টা করছি। আরো অনেক বই রয়েছে তবে সেই বইগুলো পর্যাপ্ত নয়। আমাদের পাঠাগারে আরো কিছু বই প্রয়োজন। তারপরও কিছু সেক্টর ভেদে বইগুলো আলাদা করার চেষ্টা করছে। যেহেতু আজ আমি ঢাকায় ব্যাক করব তাই একটু গুছিয়ে দেওয়ার চেস্টা করেছি।

IMG_20230712_140214.jpg

IMG_20230712_140211.jpg

আসেন আমরা সবাই মিলে বই পড়ি এবং নিজের মেধাকে সমৃদ্ধ করে তুলি এই সাথীতাকারকে নিয়ে আমাদের ভবিষ্যতে আরো অনেক স্বপ্ন এবং আকাঙ্খা রয়েছে আশা করছি আপনাদের সকলের দোয়ায় এই ইচ্ছে গুলো পুরন হবে। আজকের মত এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: সাথী পাঠাগার

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  

সত্যি ভাই আপনার আম্মু অনেক বড় একটি কবি আমি মনে করি বিশেষ করে। আপুর মুখের বাণী কবিতা হয়ে বের হয়। আপু হ্যাংআউটে এত সুন্দর ভাবে পরিবেশন করেন আমার অনেক ভালো লাগে ভাইয়া ব্যক্তিগতভাবে। ২০০৯ সালে সাঁথি আপুর এই পাঠাগারটি তৈরি হয়েছে। আজ প্রায় সাড়ে ১৪ বছর হচ্ছে পাঠাগারটি তৈরি করা। জানিনা ভাইয়া সাজিয়ে গুছিয়ে কমেন্ট করতে পারলাম কিনা। আপনি আজ অনেক সুন্দর একটি পোস্ট আজ আমাদের মাঝে শেয়ার করেছেন।অসংখ্য ধন্যবাদ শুভ কামনা রইল ভাই আপনার জন্য।

 last year 

আপনার কমেন্ট পড়ে আমার ও ভালো লাগলো ভাই, আপনাকে ধন্যবাদ।

 last year 

অনেক অনেক সুন্দর হয়েছে ভাইয়া সাথী পাঠাগারের ডেকোরেশন। অবশ্য এর আগেই সাথী পাঠাগারের ডেকোরেশন নিয়ে সাথী আপুর একটি পোস্ট পড়েছি। আশা করি যে স্বপ্ন নিয়ে এত অনেক দূর এগিয়ে যাবেন। শুভ কামনা রইল ।

 last year 

ধন্যবাদ আপনাকে আপু, আমরা চেস্টা করে যাবো।

 last year 

ওয়াও! সাথী পাঠাগারের প্রথম ধাপের কাজ শেষ হয়েছে, আর তাতেই এতো সুন্দর লাগছে। দেখে সত্যিই খুব ভালো লাগলো। আসলে অনলাইনে বই পড়ার সাথে হাতে নিয়ে বই পড়ার পার্থক্য অনেক। হাত দিয়ে স্পর্শ করে বই পড়ার অনুভূতিটাই অন্যরকম। পাঠাগারের সম্পূর্ণ কাজ শেষ হলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। দোয়া করি যেন নিরাপদে ঢাকায় ব্যাক করতে পারেন। আপনার পুরো পরিবারের প্রতি অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।

 last year 

আপনাকে ধন্যবাদ ভাই, আমাদের ব্যক্তিগত চেস্টের মাধ্যমে সাথী পাঠাহগারকে একটি উন্নত পাঠাগারে পরিণত করব এটাই আশা রাখি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66330.08
ETH 3331.87
USDT 1.00
SBD 2.70