ফোটোগ্রাফি 📸 || রেনডম ছবি নিয়ে একটি অ্যালবাম 🦊

in আমার বাংলা ব্লগ6 months ago
রেনডম ছবি নিয়ে একটি অ্যালবাম 🦊

হ্যালো, আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আপনার অনেকেই জানেন আমি ফটোগ্রাফি করতে অনেক ভালোবাসি। আশেপাশের কোন জিনিসই যদি আমার কাছে ভালো লাগে তবে সেটা ফোনের মধ্যে ক্যামেরা বন্দি করে নিতে পছন্দ করি। ঠিক তেমনি ভাবে আজ কিছু রেনডম ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। এই ফটোগ্রাফির মধ্যে নীলফামারীর গ্রাম্য চিত্র গুলো বেশি ফুটে উঠবে, এর বাইরেও কয়েকটি ফটোগ্রাফি থাকবে, আশা করছি এই অ্যালবামের ছবিগুলো আপনাদের ভালো লাগবে, তবে চলুন কথা ছবি গুলো দেখে আসি।

ফোটোগ্রাফি 📸নং:- ১

IMG_20240515_111315.jpg

Device : Honor 90

What's 3 Word Location


এইতো গত মাসে মহিন আহমেদ ভাইয়ের সাথে হঠাৎ করে দেখা হয়ে যায় এবং মমিন আহমেদ ভাইকে নিয়েই একটি পিকনিক স্পটে আমরা ঘুরতে গিয়েছিলাম। সেখান থেকে এই ফটোগ্রাফিটি করার চেষ্টা করেছি।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ২

IMG_20240515_110751.jpg

Device : Honor 90

What's 3 Word Location


নীলফামারীতে থাকা অবস্থায় প্রতিদিন বিকেল বেলা হাটা হত এবং গ্রামের এই পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগতো। বর্তমানে ধানের মৌসুম চলছে তাই কিছু ধানের ফটোগ্রাফি করার চেষ্টা করেছিলাম।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৩

IMG_20240515_111129.jpg

IMG_20240515_110832.jpg

Device : Honor 90

What's 3 Word Location


নীলফামারীতে থাকা অবস্থায় প্রতিদিন বিকেল বেলা হাটা হত এবং গ্রামের এই পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগতো। বর্তমানে ধানের মৌসুম চলছে তাই কিছু ধানের ফটোগ্রাফি করার চেষ্টা করেছিলাম।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৪

IMG_20240515_111029.jpg

Device : Honor 90

What's 3 Word Location


গত কয়েকদিন আগে নীলফামারীতে প্রচুর বৃষ্টি হয়েছিল এবং বৃষ্টির পানিতে ফুলগুলো একদম তরতাজা লাগছিল। তেমনি একটি ফটোগ্রাফি করার চেষ্টা করেছিলাম।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৫

IMG_20240515_110952.jpg

Device : Honor 90

What's 3 Word Location


গত কয়েকদিন আগে নীলফামারী কলেজ মাঠে আম চুরি করতে গিয়েছিলাম, হাহাহা। তখনই এই ফটোগ্রাফিটি করেছি।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৬

IMG_20240515_110904.jpg

Device : Honor 90

What's 3 Word Location


এটা আমাদের নীলফামারী সরকারি কলেজের পুকুরের পাশের দৃশ্য এটি। আমাদের নীলফামারী সরকারি কলেজের আশেপাশের দৃশ্যগুলো একদম বইয়ের দৃশ্যের মত লাগে সএতটাই নিরিবিলি পরিবেশ, মনে হয় সেখানেই বসে থাকি এবং প্রচন্ড ঠান্ডা বাতাস বইতে থাকে।

siam 2.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: ফোটোগ্রাফি 📸 || রেনডম ছবি নিয়ে একটি অ্যালবাম 🦊

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  
 6 months ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে ধানের মাঠের ফসলের দৃশ্যের ফটোগ্রাফিটি আমার ভালো লেগেছে। আর নীলফামারী থাকা অবস্থায় কলেজ মাঠের পুকুরপাড়ের দৃশ্যটি অসাধারণ ছিল। বিশেষ করে নয়নতারা ফুলের ফটোগ্রাফিটি ভালো লেগেছে।

 6 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 6 months ago 

বাহ্! রেনডম ফটোগ্রাফি গুলো এককথায় দুর্দান্ত হয়েছে ভাই। বিশেষ করে প্রথম ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। সুবর্ণগ্রামে গিয়ে আপনি দারুণভাবে এই ফটোগ্রাফিটা ক্যাপচার করেছিলেন। তাছাড়া বৃষ্টি ভেজা অবস্থায় নয়নতারা ফুল এবং গাছের পাতাগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে। সবমিলিয়ে ফটোগ্রাফি গুলো বেশ উপভোগ করলাম। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

সুবর্ণগ্রামে গিয়ে অনেক ভালোই একটি সময় অতিবাহিত করেছিলাম তবে আমি এত ভালো ফটোগ্রাফি করতে পারি না ভাই।

 6 months ago 

এটা একদম ঠিক বলেছেন ভাইয়া ভালো লাগার কোন দৃশ্য ফটোগ্রাফি করে নিলে ভালো লাগে। আর দেখতেও ভালো লাগে। বৃষ্টি ভেজা ফুলের ফটোগ্রাফি সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। কাঁচা আমটিও অনেক আকর্ষণীয় লাগছে ভাইয়া।

 6 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আসলে আশেপাশের জিনিসগুলোকেই ক্যামেরাবন্দি করার চেষ্টা করি এবং আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি।

 6 months ago 

বাহ আপনি কিছু দারুন ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। আমার কাছে সব থেকে গ্রামীণ পরিবেশের ফটোগ্রাফি গুলো বেশি ভালো লাগে। নীলফামারীতে থাকার সময় আপনি প্রত্যেকদিন বিকেল বেলায় হাটাহাটি করেছেন এবং ফটোগ্রাফি সংগ্রহ করেছেন সেগুলোই আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

নীলফামারী জায়গাটা অনেকটাই শান্তশিষ্ট, প্রচন্ড গরম থাকলেও এমন কিছু জায়গা রয়েছে যেখানে সব সময় ঠান্ডা বাতাস বইতে থাকে, ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

দারুন কিছু ফটোগ্রাফি আমাদের কে উপহার দিলেন ভাইয়া। এই ফটোগ্রাফি গুলোর মধ্যে গ্রামীন ফটোগ্রাফি গুলোই আমার কাছে বেশী ভালো লেগেছে। আপনি বেশ সুন্দর করে প্রতিটি ফটোগ্রাফির বর্ণনা সহ আমাদের সাথে পোস্ট শেয়ার করেছেন। ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর করে পোস্টটি শেয়ার করার জন্য।

 6 months ago 

গ্রামীণ পরিবেশ সবারই অনেক ভালো লাগে আপু। তাইতো বিকেলে হাটাহাটি করতে গিয়ে এই গ্রামীন পরিবেশের ফটোগ্রাফি ক্যাপচার করার চেষ্টা করেছিলাম।

 6 months ago 

ওয়াও !! ফটোগ্রাফি গুলো অস্থির ভাইয়া ❤️,‌ যদিও নীলফামারীতে আজও কখনো যায়নি তবে নীলফামারীর গ্রাম্য চিত্র গুলো দেখে বেশ ভালো লাগলো। আমার কাছে সবচেয়ে ধানের ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে, ফটোগ্রাফি পোস্ট এমনিতেই আমি অনেক ভালবাসি আজকে আপনার পোস্টটা দেখে এটার প্রতি ভালোবাসা আরো বৃদ্ধি পেল ভাইয়া 💯🤭

 6 months ago 

একদিন চলে আসুন এই নীলফামারীতে, আমাদের এই শান্তশিষ্ট শহরটি ঘুরে দেখাবো।

 6 months ago 

সত্যিই ভাই নীলফামারীর জায়গাটা বেশ দারুন দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো ও ক্যাপচার করেছেন প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ লাগছে। সরকারি কলেজের পুকুরে পাশের দৃশ্যটি ধানক্ষেত আর আম দেখে তো লোভ লেগে গেল।
সব মিলিয়ে চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

দাওয়াত রইল এই নীলফামারীতে, নীলফামারী আসলে আপনার অনেক ভালো লাগবে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67011.69
ETH 2366.74
USDT 1.00
SBD 2.32