অন্যের পোস্ট পড়া কেন জরুরি?? [10% ʙᴇɴᴇғɪᴄɪᴀʀɪᴇs ғᴏʀ @sʜʏ-ғᴏx🦊]

in আমার বাংলা ব্লগ3 years ago
অন্যের পোস্ট পড়া কেন জরুরি??

আমার বাংলা ব্লগ.png

Create by Canva Pro


আমরা সকলেই মানুষ এবং মানুষের ক্ষেত্রে সব কিছু বিষয়ে ভালোভাবে জ্ঞান অর্জন করা প্রায় অসম্ভব কিন্তু আমরা চাইলেই কিছু কিছু বিষয়ে বেসিক জ্ঞান গুলো রাখতে পারি। আমি মনে করি বইপড়ার এবং কোনো কিছু পড়ার মাধ্যমে এই বেসিক জ্ঞানগুলে সহজে আহরণ করা যায়। ব্যক্তিভেদে একজন ব্যক্তি বিভিন্ন কাজে পারদর্শী হয়ে থাকে। আমরা এখানে সবাই ব্লগিং করি এবং ব্লগিং করতে হলে নিত্যনতুন প্রতিদিন কোন না কোন কিছু পোস্ট করতেই হয়।

আমরা সার্বিক বিষয় বিবেচনা করে আমাদের পোষ্ট গুলো যেন একটু পর কোয়ালিটি সম্পন্ন হয় সেটাই চেষ্টা করি। যদি পোস্ট করতে চান সে ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে অন্যের পোস্ট পড়া এবং অন্যরা কিভাবে চিন্তা ভাবনা করে, কিভাবে বিষয়গুলো উপস্থাপন করেন, কোন কোন মার্কডাউন ব্যবহার করে তাদের পোস্টগুলোকে রুচিসম্মত করে তোলে এইসব বিষয়ে জ্ঞান থাকা খুবই জরুরী। আপনি যদি অন্যের পোস্ট গুলো একটু মনোযোগ সহকারে পড়েন তাহলেই অনেক কিছু বিষয়ে আপনি বেসিক ধারনা পাবেন। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ধরনের আর্টিকেল প্রোভাইড করে। ধরেন, কোন এক ব্যক্তিরর রেসিপি আপনি দেখলেন। সেই রেসিপিতে তিনি ইউনিক কি ব্যবহার করেছেন সেটি নতুনভাবে আপনি জানতে পারবেন। আবার কেউ বিজ্ঞান বিষয়ে অনেক কিছু তথ্য শেয়ার করে যেগুলো হয়তো আপনি জানেন না। এই সব পোস্ট গুলো পড়ার মাধ্যমে আপনার জ্ঞান যেমন বৃদ্ধি হবে, আপনার চিন্তা চেতনা ও তেমনি ভাবে বৃদ্ধি পেতে থাকবে।

book-863418.jpg

Image Source

siam,.png

বর্তমানে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে যারা পোস্ট করেন এবং পোস্ট পড়েন তারা অধিকাংশই সম্পুর্ন পোস্ট না পড়ে কমেন্ট করেন। একটি পোস্টের মধ্যে অনেক কিছু লুকায়িত থাকে। যারা পোস্ট ঠিকমত পড়ে না তারা এসব বিষয়গুলো মিস করা থাকে। মাঝে মাঝে এমন অনেক বিষয় পোস্ট মধ্যে লুকায়িত থাকে যেগুলো যারা পোস্ট না পড়ে কমেন্ট করে তাদের খুব সহজেই চিহ্নিত করা যায়। তাই মনে করি একটু সময় বেশি লাগলেও আপনারা পোস্টগুলো পড়ে কমেন্ট করার চেষ্টা করবেন। আপনার কমেন্টের পরিমাণ একটু কম হোক সমস্যা নেই কিন্তু লক্ষ্য রাখবেন আপনার কমেন্টগুলো যেন পোস্টের বিষয়বস্তুর উপর এই থাকে এবং পোস্টে কোন প্রশ্ন করা হয়েছে কিনা বা পোস্ট সম্পর্কে আপনার কিছু জানার আছে কিনা এসব বিষয়ে মূলত আপনি কমেন্ট করবেন।

email-4284157_1280.png

Image Source

siam,.png

আমি একটি বিষয় লক্ষ্য করে দেখেছি আমি যদি কোন ড্রইং পোস্ট করি বা কোন ফটোগ্রাফি পোস্ট করি সে ক্ষেত্রে কমেন্টে সংখ্যা অনেক বেশি থাকে কিন্তু যখন জেনারেল রাইটিং করি বা মোটিভেশনাল পোস্ট করি সে ক্ষেত্রে দেখা যায় কমেন্টের সংখ্যা খুবই কম। কারণ হচ্ছে তাদের পোস্ট টা সম্পূর্ণ পড়ে কমেন্ট করতে হবে। কিন্তু একটি ফটোগ্রাফি পোস্টে খুব একটা বেশি পড়তে হয় না শুধুমাত্র বলতে হবে যে আপনার এই ছবিটা অসাধারণ হয়েছে, আপনার এই ছবিটি আমাকে অনেক ভালো লেগেছে। এসব থেকে বেরিয়ে আসতে হবে আপনি প্রতিদিন দশটা করে কমেন্ট করেন কোন সমস্যা নাই কিন্তু কমেন্টগুলো প্রত্যেকটি পোস্ট পড়ে পোস্ট এর মধ্যে কি বলা হয়েছে সেটি বোঝার চেষ্টা করে পরবর্তীতে কমেন্ট গুলো করলেন আপনার ভবিষ্যত উজ্জ্বল হবে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি।

arrow-1538686.png

Image Source

siam,.png

আমি ছোটবেলা থেকেই অনেক ধরনের বই পড়া হয়েছে। আমার আম্মু ছোটবেলা থেকেই গল্প কবিতা লিখত এবং আমাকে সেগুলো জোর পূর্বক সেগুলো পড়ানো হতো। সেই থেকে বইয়ের প্রতি একটা আলাদা ভালোবাসা তৈরি হয়ে গেছে, কিন্তু কখনও আমি লেখার চেষ্টা করিনি। এটাই ছিল সবচেয়ে বড় উইকনেস। আমার আমার বাংলা ব্লগ এ কাজ করার পরে আমি এই উইকনেস তাকে দূর করার চেষ্টা করি এবং বেশি বেশি করে অন্যের পোস্ট গুলো পড়া শুরু করি। এটা করায় আমার চিন্তা-চেতনা যেমন বৃদ্ধি পায় তেমনি আমার জ্ঞান বৃদ্ধি পায় এবং আস্তে আস্তে আমি এমন একটি পর্যায়ে চলে আসেছি, এখন যেকোন বিষয়ে অল্প কিছু সময় চিন্তা- ভাবনা করলে আমি সেই বিষয়ে সুন্দর একটি আর্টিকেল তৈরি করতে পারি। তবে আর্টিকেল তৈরি করার আগে অবশ্যই আপনাকে সেই বিষয়ে দক্ষ হতে হবে এবং সেই বিষয়ে পর্যাপ্ত পরিমাণে জ্ঞান থাকতে হবে। এই জ্ঞান গুলো আপনার অন্যের পোস্ট থেকে পড়ে অর্জন করতে হবে। আশা করি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন।

learning-3245793.jpg

Image Source

siam,.png

আমরা অনেকেই বুঝতে পারি না অন্যের পোস্ট পড়ার মাধ্যমে একটা আনন্দ কাজ করে এবং সে আনন্দের মাধ্যমে আপনার ইনকাম হচ্ছে এবং আপনার জ্ঞান বৃদ্ধি পাচ্ছে। তাহলে আপনি কেন পোস্টগুলো পড়ে কমেন্ট করছেন না???? সেটাই জাতির কাছে প্রশ্ন রইল!!



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: অন্যের পোস্ট পড়া কেন জরুরি??

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.........

Sort:  
 3 years ago 
আপনার লেখা পুরোটা পড়লাম, আপনি একদম ঠিক বলছেন জেনারেল রাইটিং গুলোতে অনেক কম কমেন্ট আসে এর মেইন কারণই হচ্ছে পোস্ট না পড়েতো আর কমেন্ট করা যায় না। তবে আমি মনে করি সব সময় যদি ইউনিক পোস্ট কাউন্ট করা হয়, তাহলে সবার এই প্রবণতা কেটে যাবে। সত্যি বলতে ইউনিক পোস্ট করার জন্য জেনারেল রাইটিং অত্যান্ত গুরুত্বপূর্ণ।
আর এটা মানতেই হবে, অন্যের পোস্ট পড়ার মাধ্যমে নিজের ভুল ত্রুটিগুলো বুঝা যায়, নিজেকে সংশোধনের রাস্তা পাওয়া যায়। সত্যি আপনার পোস্টটি অনেক ভালো লাগলো। এখন থেকে সব জেনারেল রাইটিং পড়বো ইনশাআল্লাহ। ❣️❣️❣️

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovqXYqtnvTwyujR3e6QABJn4NcxC3bdgrwX6NgAN649cHgfxhe5ph4GRfCVnb7WW5KRh8RjMmS8SJiGa3FeiiFtjQ.png

 3 years ago 

আমি একটি বিষয় লক্ষ্য করে দেখেছি আমি যদি কোন ড্রইং পোস্ট করি বা কোন ফটোগ্রাফি পোস্ট করি সে ক্ষেত্রে কমেন্টে সংখ্যা অনেক বেশি থাকে কিন্তু যখন জেনারেল রাইটিং করি বা মোটিভেশনাল পোস্ট করি সে ক্ষেত্রে দেখা যায় কমেন্টের সংখ্যা খুবই কম।

আমার ও একই সমস্যা ভাই আমি কোন গল্প কিংবা জেনারেল রাইটিং করি তখন কেউ পোস্টটি পড়তে চায়না। আসলে আমরা যখন পোস্ট লিখি তখন সেটা সময় নিয়ে অনেক চিন্তা ভাবনা করে সেটা করি, কিন্তু সত্যিই তার উপযুক্ত মূল্যয়ন পাইনা। এমনকি হাতে গোনা দুই একজন ছাড়া পোস্টে কমমেন্ট করতে চায়না । সত্যিই খারাপ লাগে। সবার আসলে এধরনের পোস্ট পড়া উচিত নয়ত সত্যিই আগ্রহ নষ্ট হয়ে যায়।

 3 years ago 

বিষয়টি আজ চিন্তা ভাবনা করে আজকের এই পোষ্টটি লিখেছি। তবে আমি মনে করি সবার একটু সতর্ক হয়ে একটু নিজের কাজকে গুরুত্ব দেওয়ার বেশি জরুরি।

 3 years ago 

আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনি আমাদের মাঝে চলে এসেছেন। খুবই ভালো লাগলো। হ্যাঁ আসলে বই পড়া বা কোনো কিছু পড়ার মাধ্যমে কিন্তু বেসিক ধারনা গুলা সহজে আরোহন করা যায় ঠিক বলেছেন। আসলে অন্যের পোস্ট পড়ার মাধ্যমে কিন্তু অনেক কিছু শেখা যায়। এটা একদম বাস্তব কথা তাহলে বোঝা যায় আমার কোথায় ঘাটতি আছে। আসলে একটা মানুষ একটা বিষয়ের প্রতি চর্চার মাধ্যমে সেই বিষয়ে দক্ষ হয়ে ওঠে। আমাদের উচিত সকলের পোস্ট পড়া। খুব গুরুত্বপূর্ণ কথা ছিল আজকে।

 3 years ago 

সারাদিনই আপনি যে কয়টি কমেন্ট করেন না কেন কিন্তু সেই পোস্ট গুলো যেন আপনি ভালো ভাবে পড়েন, সেই পোস্টে কী বোঝানো হয়েছে। সেই বিষয়গুলো যদি আপনি ভালভাবে বুঝতে পারেন তাহলেই আপনি সঠিক জ্ঞান অর্জন করতে পারবেন।

 3 years ago 

সিয়াম ভাই আপনার সঙ্গে এ বিষয়ে আমি সম্পূর্ণ একমত। আমিও লক্ষ করেছি কমিউনিটিতে অনেকেই পোস্ট না পড়েই মন্তব্য করেন। এমনকি শুধুমাত্র উপরের ছবি দেখেই মন্তব্য করেছেন এমন পোস্টও আমি পেয়েছি। যখন দেখি একটি ফটোগ্রাফি পোস্টে কমেন্টের বন্যা বয়ে গেছে অন্যদিকে একই মোটিভেশনাল রাইটিং এ কোনো মন্তব্য নেই তখন সত্যিই দুঃখ লাগে। জ্ঞান আহরণ বা ভালোলাগার চাইতে বর্তমানে কমেন্টসের সংখ্যা বাড়ানোই আসল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। আশাকরি আপনারা উপযুক্ত কর্তৃপক্ষ বিষয়টির উপর গুরুত্ব দেবেন।

 3 years ago 

ফটোগ্রাফিক পোস্টে আসলে পোস্ট করার মত কিছু থাকে না। শুধুমাত্র ছবি দেখেই বলে তাই ওই ছবিটা আমার ভালো লেগেছে তাই এইসব পোস্টে কমান্টের সংখ্যা বেশি থাকে এবং বিভিন্ন মোটিভেশন রাইটিং, স্টরি পোস্ট গুলোতে তুলনামূলক অনেক কম কমেন্ট পড়ে। সবকিছু শর্টকাট খুঁজে নিয়েছে।

 3 years ago 

অনেক সুন্দর একটি কথা বলেছেন ভাই আসলে অন্যর পোস্ট পরার মধ্যে সব থেকে বড় উপকার হলো আমার জ্ঞানের পরিধি বারবে এবং নতুন বিষয় সম্পর্কে জানতে পারবো।দারুন ছিলো পোস্টি।

 3 years ago 

নিজের চিন্তা চেতনার যত উদ্ধৃতি ভাবে নিজের মধ্যে থাকা ক্রিয়েটিভিটির বৃদ্ধি পাবে এবং আপনি আগের তুলনায় আরও সুন্দর সুন্দর পোস্ট আমাদের উপহার দিতে পারবেন। এই ছিল আমার আজকের পোস্ট এর মূল থিম।।

 3 years ago 

ভাই আপনি আপনার আজকের পোস্ট এর মাধ্যমে যে বিষয়গুলো তুলে ধরেছেন তা আমাদের প্রত্যেক ব্লগারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি ঠিকই বলেছেন আমরা সবাই সকল বিষয়ে পারদর্শী নই, তবে আমরা যদি চেষ্টা করি এবং অন্য লেখাগুলো কে ভালোভাবে পড়ে নিজের মেধাকে তৈরি করি তাহলে সব বিষয়ে মোটামুটি জ্ঞান আমরা অর্জন করতে পারব। এটা আমরা সবাই কমবেশি বুঝি। অবশ্যই আমাদের সবাইকে প্রত্যেকটা পোস্ট সময় নিয়ে ভালো করে পড়ে কমেন্ট করা উচিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

এই বিষয়টা নিয়ে প্রতিবার হ্যাংআউটে বলা হয় কিন্তু কেন জানি সবাই শর্টকাট বিষয়গুলোকে অবলম্বন করে, কেন দশটা মিনিট সময় ব্যয় করতে চায় না, সেটাই আমি বুঝতে পারিনা।।।

 3 years ago 

খুবই সুন্দর একটা বিষয়ের ওপর আজকের পোস্টটি তৈরি করেছেন ভাইয়া। কথাটা আপনি সত্য বলেছেন কেননা আমরা সবাই অন্যের পোস্ট পড়ি না শুধুমাত্র কমেন্ট করে চলে যাই। ফলে আমাদের অনেক অজানা তথ্য অজানাই থেকে যায়। কয়েকদিন আগে আমি একটি ভ্রমণের পোস্ট করেছিলাম দুঃখের বিষয় হলেও সত্য ভাইয়া আমার ওই পোস্টটিতে একটাও কমেন্ট হয়নি। কিন্তু আমি অন্য যেকোনো ধরনের পোস্ট করলে দেখা যায় অনেক কমেন্ট চলে আসে এটি আমাদের জন্য সত্যিই একটা দুঃখজনক ব্যাপার।

আমি মনে করি আমাদের সবার মধ্যে এখন একটা প্রতিযোগিতা কাজ করে, কে দিনে কত কমেন্ট করতে পারে এই বিষয়টি। আমরা সবাই চিন্তা করি যদি আমরা দিনে বেশি বেশি কমেন্ট করতে পারি তাহলে হয়তোবা সুপার একটিভ এর তালিকায় থাকতে পারবো।

আজকে আমি যে কথাটা বললাম এটা শুনতে একটু খারাপ লাগলেও সত্য কথা। ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটি পোষ্ট আমাদেরকে উপহার দেয়ার জন্য। যদি আমি ভুল কিছু বলে থাকি তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

 3 years ago 

আপনার কথায় যুক্তি আছে কিন্তু আমরা আসলে কয়টা কমেন্ট করেছে এটা দেখার চেয়ে কয়টা ইউনিক কমেন্ট করেছে এবং কয়টা যুক্তিযুক্ত কমেন্ট করেছে এই বিষয়গুলো বেশি বিবেচনা করি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।

 3 years ago 

জি ভাইয়া ব্যাপারটা বুঝতে পেরেছি। এখন থেকে তাহলে আমিও চেষ্টা করব ভালো ভালো কিছু ইউনিক কমেন্ট করার জন্য।

 3 years ago 

এখানে ইউনিক বলতে বুঝিয়েছি, কোন একটি ব্যক্তি যদি পোস্ট করে সেই পোষ্টের প্রেক্ষিতে আপনাকে কমেন্ট করতে হবে

 3 years ago 

জি ভাইয়া ব্যাপারটা বুঝতে পেরেছি

 3 years ago 
  • ভাই আপনার কমেন্ট গুল অসাধারন হয় । এই ধারাবাহিকতা ধরে রাখলে আশা করি আপনি খুব ভালো কিছু করতে পারবেন আপনার জন্য অনেক অনেক দোয়া রইল।
 3 years ago 
খারাপ লাগবে এই পোস্ট অনেকেই দেখবে না। আসলে আমরা শিখার প্রতি খুব অলস। অসাধারন ভাবে বলেছিস বন্ধু। প্রথমেই বলি থাম্বনেইল টা সেরা ছিলো। আর হ্যা আমরা সবাই সব কিছু জানি না। কিন্তু পোস্ট পড়লে অনেক অজানা বিষয় আমরা জানতে পারবো। আর কেমন্ট বিষয়ে কিছু বলবো না। বলতে গেলে একটা পোস্ট হয়ে যাবে কমেন্ট টাই।
 3 years ago 

কথাটি ঠিক বলেছ আমরা আসলেই অলস এবং শিক্ষার প্রতি তেমন কোনো আগ্রহ নেই। যাদের আগ্রহ রয়েছে তারা দেখবেন ঠিকই অন্যের পোস্ট পড়ে তারপরে সেই পোস্টে অনুযায়ী কমেন্ট করছে।

 3 years ago 

আমরা অনেকেই বুঝতে পারি না অন্যের পোস্ট পড়ার মাধ্যমে একটা আনন্দ কাজ করে এবং সে আনন্দের মাধ্যমে আপনার ইনকাম হচ্ছে এবং আপনার জ্ঞান বৃদ্ধি পাচ্ছে।

ভাইয়া আজকে আপনি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। পোস্টটি পড়ে সব কিছু ভালো ভাবে বুঝতে পারলাম। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি

 3 years ago 

আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি সব ইউজার দের কে নিয়ে একসাথে একটি পরিবারের মতো চলতে কিন্তু আসলে অনেক কিছু বিষয় দেখা যাচ্ছে যার কারণে আজকের এই পোস্টটি করা। আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন।।।

 3 years ago 

খুব সুন্দর একটি বিষয় আজকে আপনি উপস্থাপন করেছেন । আসলে আপনি ঠিক বলেছেন যে আর্ট এবং রেসিপি আর্টিকেল গুলোতে বেশি কমেন্ট হয় কিন্তু জেনারেল বা মোটিভেশনাল কিছু লিখা হলে সেখানে তেমন কাঙ্খিত কমেন্ট পাওয়া যায় না এটা আসলে খুবই দুঃখের বিষয় । আর কোন বিষয়ে জ্ঞান অর্জন না করে পোস্ট লেখা উচিত নয় একমাত্র অন্যের পোস্ট পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন সম্ভব । বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনার মাধ্যমে জানতে পেরেছি ভাইয়া । ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ।

 3 years ago 

আমাদের কাজ হল আপনাদের বোঝানো তাই বারবার এ ভাবেই বুঝাতে হয়। বারবার বলার পরেও অনেকেই এ ধরনের কাজ এখনো করে যাচ্ছে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.17
JST 0.028
BTC 69075.42
ETH 2475.71
USDT 1.00
SBD 2.35