আবারো জীবনের ব্যস্ততায়

in আমার বাংলা ব্লগ8 days ago
আবারো জীবনের ব্যস্ততায়

IMG_20240704_221057.jpg

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তবে কয়েকদিন ধরে আমরা সবাই অনেক শোকে রয়েছি। এছাড়াও পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী কোনমতেই ভালো থাকতে পারছি না। তারপরও সৃষ্টিকর্তার কাছে আর অনেক অনেক প্রার্থনা করি আমাদের এই পরিবারের সবাই যেন সব সময় অনেক ভালো থাকেন।

গত দুদিন আগে হঠাৎ করেই একটি ব্যক্তিগত কাজে আমার গ্রামের বাসা নীলফামারীতে যেতে হয়েছিল এবং সেই কাজগুলো সম্পন্ন করে আজকে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সব মিলিয়ে কয়েকদিন অনেকটা ব্যস্ততম সময় পার করেছি। এছাড়াও আমাদের কমিউনিটিতে শোকাহত পরিবেশ চলছে তাই কোন কাজেই সঠিকভাবে মনোনিবেশ করতে পারছিলাম না। তারপরও যে কাজের জন্য গিয়েছিলাম সে কাজ মোটামুটি করে আসতে পেরেছিলাম। যদিও এই কাজটি আমার ছিল না মূলত আম্মুর কোম্পানির জন্য একটি সেমিনারের আয়োজন করেছিল এবং সেই আয়োজনের দায়িত্বে আমি ছিলাম এবং সে সবকিছু দেখাশোনা আমি আম্মু আর সবাই মিলে করেছিলাম।

বর্তমানে ঢাকার পরিচিতি খুব বেশি একটা ভালো নয়। কোটা আন্দোলনের জন্য ঢাকার বিভিন্ন প্রান্তে অবরোধ করে রেখেছে বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা যাতে করে যানবাহনে চলাচল করার সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। গতকাল রাতে দেখলাম তারা নাকি রেলপথ অবরোধ করবে। এটা নিয়ে একটু দুশ্চিন্তায় ছিলাম কারণ আজ ভোরবেলা আমাদের ট্রেন ছিল নীলফামারী থেকে ঢাকার উদ্দেশ্যে। গতকাল রাতেও ঠিকভাবে ঘুমাতে পারিনি। আসলে বর্তমানে ঘুমাতে গেলেই বিভিন্ন ধরনের দুশ্চিন্তা নিজেকে গ্রাস করে ফেলছে। সবমিলিয়ে অনেক কষ্ট করে এক ঘণ্টার মতো মনে হয় ঘুমাতে পেরেছিলাম কিন্তু তারপরও বিভিন্ন ধরনের দুশ্চিন্তা বারবার মাথায় আসছিল।

IMG_20240705_033541.jpg

IMG_20240705_033520.jpg

আমাদের আজ ভোরে ট্রেন ছিল সকাল ৬:৪০ মিনিটে যদিও বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থা সময়মত চলে না তবে আজকে কাকতালীয়ভাবে ঠিক সময় মত নীলফামারী স্টেশনে ট্রেন উপস্থিত হয়। ট্রেন ছাড়ার ২০ মিনিট আগেই আমরা স্টেশনে উপস্থিত হয়েছিলাম বিধায় ট্রেনটি ধরতে পেরেছিলাম এবং নিজ নিজ সিটে যেয়ে বসতে পেরেছিলাম। আমি যতবার এই ট্রেনে ট্রাভেল করেছিলাম ততবারই ২-৩ ঘন্টা ট্রেন লেট ছিল কিন্তু আজকের ট্রেনের ড্রাইভার টা মনে হয় অনেক ভালো ছিল। যে সব জায়গায় দ্রুত চালানো যায় সেসব জায়গায় খুব দ্রুত ট্রেন চলেছিল।

এছাড়া আজকে নীলফামারী থেকে ঢাকা আসার পথে কোন ধরনের ক্রসিং এর সম্মুখীন হতে হয়নি নীলফামারীর চিলাহাটি এক্সপ্রেস কে। যার কারণে সময়ের একঘন্টা আগেই আমাদেরকে কমলাপুর স্টেশনে নামিয়ে দেয় এবং সেখান থেকে আমার বাসা আসতে প্রায় আরো এক ঘন্টা লেগে যায়। বিশ্বাস করবেন না নীলফামারী থেকে ঢাকা আসতে যতটা কষ্ট হয়নি তার চেয়েও বেশি কষ্ট হয়েছে সেই কমলাপুর থেকে আমার বাসায় আসতে। কারণ বর্তমানে ঢাকায় প্রচুর গরম পড়ছিল তার তুলনায় নীলফামারীতে প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছিল এবং একটি শীতল পরিবেশ বিরাজ করছিল।

এইদিকে কিছুদিন আগেই আমাদের মিড টার্ম পরীক্ষা শেষ হয়েছে এখন ফাইনাল পরীক্ষার প্রস্তুতি গ্রহণের পালা। যদিও এখন পর্যন্ত কোন ধরনের এসাইনমেন্ট কিংবা আর ক্লাস টেস্ট ভাইবা কিছুই দেওয়া হয়নি। এই এক মাসের মধ্যে সবকিছুই কমপ্লিট করতে হবে তাই এই একমাসটা আমার জন্য অনেক ব্যস্ততম বলে আশা করছি। নিজের পায়ে দাঁড়ানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। যতটুকুই পারি না কেন ততটুকুই দিয়ে নিজেকে মিলে ধরার চেষ্টা করছি নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছি। যদিও সেখানে এখনো প্রফেশনালি ভাবে কাজ শুরু করিনি। মাঝে মাঝে সময় পেলে সেখানেও একটু কোয়ালিটি ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব।

যদিও আমি ভিডিও এডিটিং খুব ভালো একটা বেশি পারি না তারপরও যতটুকু পারি চেষ্টা করে যাব। দেখি আপনাদের ভালোবাসা পেলে হয়তো এই ইউটিউব চ্যানেলটা উঠে দাঁড়াতে পারবেন। ইতিমধ্যে ট্রেইলার ভিডিও প্রকাশিত করেছে এছাড়াও দুটি ভিডিওর স্ক্রিপ্ট লেখা শেষ হয়েছে। এখন ভয়েস ওভার দিয়ে ভিডিও এডিটিং বাকি রয়েছে। যদিও বেশ কিছুদিন একটু ব্যস্ততম ছিলাম বিধায় সেসব কাজে আর হাত দেওয়া হয়নি। তবে চিন্তা করছি যখন একটু ফ্রি সময় পাবো অল্প অল্প করে কাজগুলো এগিয়ে রাখবো।

IMG_20240704_152645.jpg

আসলে মন ভালো না থাকলে কোন কাজেই ঠিকভাবে মনোনিবেশ করতে পারি না বর্তমানে দাদার বাবার জন্য অনেক বেশি খারাপ লাগছে। এছাড়াও দাদা এবং দাদার পরিবারের জন্য অনেক কষ্ট হচ্ছে। আমরা সবাই দাদা ও দাদার পরিবারের জন্য নিজ নিজ জায়গা থেকে প্রার্থনা করব তারা যেন এই বিপদটি কে খুব দ্রুত কাটিয়ে উঠতে পারেন এবং আবারও সাধারণ জীবনে ফিরে আসতে পারেন। আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: আবারো জীবনের ব্যস্ততায়

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  
 8 days ago 

জীবনটা আসলে এমনই ভাই। আমরা যতদিন বেঁচে থাকবো, ব্যস্ততা কখনোই শেষ হবে না। যাইহোক ঢাকায় ঠিকঠাক মতো ফিরেছেন, এটা জেনে খুব ভালো লাগলো। আশা করি আপনার ইউটিউব চ্যানেল দ্রুত গ্রো করবে। যাইহোক দাদার বাবা যেনো ওপারে খুব ভালো থাকেন এবং দাদার পরিবারকে যেনো আল্লাহ তায়ালা ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন, সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 8 days ago 

বেশ ব্যস্ততার মধ্যে যাচ্ছে আপনার এই কয়দিন। তবে ঠিক ঠাক ভাবে ঢাকায় এসে পৌঁছেছেন শুনে ভালো লাগলো। আমাদের এইদিকেও বেশ গরম পড়েছে , ভাইয়া । আর আমরা সকলেই দুঃখী দাদার এই পরিস্থিতির জন্য। আশা করছি ওপরওয়ালা যাতে দাদার বাবাকে ভালো রাখেন আর উনার পরিবারকে ধৈর্য ধরার ক্ষমতা দান করেন।

 8 days ago 

জীবনের ব্যস্ততায় সবকিছুকে সঙ্গে নিয়ে আমাদের আবার ফিরে আসতে হয়।আপনি ট্রেনে করে এলেন।ট্রেন সময় মতোই এসেছিল।যা কিনা অন্য সময় সম্ভব হয় না।ঢাকায় খুব জ্যাম হচ্ছে অবরোধের জন্য। তাইতো বাসায় পৌঁছাতে সময় লেগে যায়। নিজেকে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করে যাচ্ছেন।ইনশা আল্লাহ একদিন সফল হবেন।মা-বাবার দোয়া থাকলে জীবনে বড় কিছু হওয়া সহজ হয়।তবে দাদা আর দাদার পরিবারের জন্য মনটা এলোমেলো আমাদের সকলেরই।দাদা ও দাদার পরিবারের সবাই কে আল্লাহ ধৈর্য ধারন করার জন্য শক্তি দিন,আমিন।

 8 days ago 

ওই যে সবাই কথায় কথায় বলে জীবন মানে যুদ্ধক্ষেত্র। আর ঠিক তেমনি সবাই সবার জীবনে ব্যস্ততম সময়ই যুদ্ধ হিসেবে পার করে যাচ্ছে। তবে আপনার মিড টার্ম পরীক্ষা শেষ হয়ে ফাইনাল পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর এই একমাস আপনাকে পড়ালেখার প্রতিও কিন্তু অনেক বেশি নজর দিতে হবে, সেজন্য অনেক দোয়া রইল ভাইয়া। তাছাড়া আপনি ইউটিউব চ্যানেল যেহেতু খুলেছেন সেটা যেন তাড়াতাড়ি ভালো একটা পজিশনে যেতে পারে সেই দোয়া রইল। দাদা এবং তার পরিবারের সকলের জন্য আমাদের সবাই খুব কষ্ট হয় তবে অপূরনীয় ক্ষতি তো আর পূরণ করা যাবে না। শুধুমাত্র তার আত্মার শান্তি কামনা করা যাবে। যাইহোক অবশেষে ট্রেনে করে যেতে কোন ঝামেলা পোহাতে হয়নি সেটাই ভাগ্যের বিষয়। না হলে সব মিলিয়ে একাকার হয়ে যেত।

 7 days ago 

প্রয়োজনীয় কাজে হঠাৎ করে নিজের বাসায় এসেছিলেন জেনে ভালো লাগলো ভাইয়া। তবে এটা ঠিক ট্রেনের জন্য সব সময় অপেক্ষা করতে হয়। আর এবার সময় মত ট্রেন এসেছিল জেনে ভালো লাগলো ভাইয়া। জীবনের ব্যস্ততায় আমরা সবাই হারিয়ে যাই। আর আবারো ব্যস্ততা শুরু হয়ে যায়।

 7 days ago 

কোটা আন্দোলনের জন্য ঢাকার পরিস্থিতি সত্যিই অনেক খারাপ। আপনি প্রয়োজনীয় কাজে নীলফামারীতে এসেছিলেন বিষয়টি বুঝতে পারছি ভাইয়া। প্রয়োজন শেষ করে দ্রুতই আবার চলে যেতে হয়েছে। তবে এটা ঠিক ভাইয়া ঠিক টাইমে ট্রেন আসাটা অনেকটা অপ্রত্যাশিত। ভাগ্যিস আপনি সময়ের আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 64785.95
ETH 3471.44
USDT 1.00
SBD 2.51