কবিতার নাম ~ ‘একুশে ফেব্রুয়ারি’ [10% ʙᴇɴᴇғɪᴄɪᴀʀɪᴇs ғᴏʀ @sʜʏ-ғᴏx🦊]

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
‘একুশে ফেব্রুয়ারি’

প্রথমেই শ্রদ্ধা জ্ঞাপন করি, ভাষা আন্দোলনের শহীদদের জন্য। যাদের জন্য আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। বাংলা ভাষার মত মধুর ভাষা অন্য ভাষা হতে পারে না। যে ভাষায় আমরা সবসময় মনের ভাব প্রকাশ করি সেটি আমাদের মাতৃভাষা। আসুন সবাই মিলে আমরা মাতৃভাষাকে শ্রদ্ধা করি। আমাদের ইতিহাস এবং কোন দিবসে, কেন আমরা পালিত করি এই বিষয়গুলো সবাই একটু বুঝতে চেষ্টা করি। বর্তমানে যে কোন উৎসব হলেই আমরা গান বাজানা করি। সেটা কিন্তু ঠিক নয়, সেই দিনটি কেন একটি দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে সেই বিষয়গুলো আমাদের জানতে হবে এবং আমাদের পরের প্রজন্মকে সঠিক শিক্ষা দিতে হবে।

আজ আমি একটি কবিতা লিখেছি সেই কবিতাটি আপনাদের সাথে আজ শেয়ার করবো এবং আশা করি আপনাদের ভালো লাগবে, তবে চলুন কবিতা যাওয়া যাক....

IMG_20220221_114705.jpg

Device : One Plus

What's 3 Word Location

siam,.png

‘একুশে ফেব্রুয়ারি’

আল সারজিল সিয়াম

রক্তক্ষয়ী একুশে ফেব্রুয়ারী
তোমাকে ভুলিনাই, ভুলব না কোনদিন
১৯৫২ সালের এইদিনে
বাংলা ভাষার দাবিতে রক্তে রঞ্জিত
হয়েছিল ঢাকার রাজপথ।
অস্ত্রের ভাষায় বাংলার মানুষকে
স্তব্ধ করতে পারেনি
পাকিস্তানি শাসক গোষ্টিরা।
মৃত্যুর মুখোমুখি দাড়িয়ে বাঙ্গালীজাতি
শত্রু বিনাশে প্রতিজ্ঞা বদ্ধ হয়েছিল
দেশ প্রেমিক বাঙ্গালীজাতির আত্মদান
ব্যর্থ হয়নি।
তাই তো
রক্তঝড়া এই দিনটি যতটা বেদনার ততটা গৌরভের।
“একুশের বুকে প্রেম”
১৪ই ফেব্রুয়ারী
ভালবাসা আদান প্রদানে বিশ্বের নর-নারী
বাঙ্গালী ও পেয়েছে ঠাঁই, নেইকো তাদের জুড়ি।
বিশ্বকে জয় করা যায়, ভালবাসা দিয়ে
মানবতা মনুষ্যত্বে, ঠোটে হাসি নিয়ে।
একুশ পেল স্বীকৃতি, পেল মর্যাদা
বাংলা হল, আন্তর্জাতিক প্রিয় মাতৃভাষা।



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: একুশে ফেব্রুয়ারি

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.........

Sort:  
 3 years ago 

রক্তঝড়া এই দিনটি যতটা বেদনার ততটা গৌরভের।

গভীর থেকে গভীরতর , যথার্থ বলেছো ভাই ।

 3 years ago 

কবিতা লিখতে অনেক সময় লাগে আমার ভাই, তবে একটু একটু করে আমি ও চেষ্টা করে যাচ্ছি ভাই।

 3 years ago 

একুশের বুকে প্রেম, কবিতা টি সত্যিই অসাধারণ হয়েছে। অসাধারণ বললেও ভুল হবে কারণ এই কবিতা তে আপনি আপনার মাতৃভাষার আশা-আকাঙ্ক্ষা ব্যাখ্যা করেছে। এবং খুব সুন্দর করে তুলে ধরেছেন মাতৃভাষা বাংলা ভাষা অর্জিত সেই সময়টার স্মৃতি। এত সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন যা সত্যিই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আপনার লেখা প্রতিটি লাইনে ছিল অনেক মূল্যবান। তবু আমি এই কয়টা লাইন নিলাম।

বিশ্বকে জয় করা যায়, ভালবাসা দিয়ে
মানবতা মনুষ্যত্বে, ঠোটে হাসি নিয়ে।
একুশ পেল স্বীকৃতি, পেল মর্যাদা
বাংলা হল, আন্তর্জাতিক প্রিয় মাতৃভাষা
একুশ আমার গর্ব
একুশ আমার অহংকার
একুশের বুকে প্রেম, শ্রেষ্ট উপহার...

একুশে ফেব্রুয়ারি কে সামনে রেখে বীর শহীদদের জানাই গভীর শ্রদ্ধা এবং বুক ভরা দোয়া এবং ভালোবাসা। আর আমাদেরকে এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।

 3 years ago 

শহিদের নিয়ে যতই লিখি না কেন, তাদের কথা বলে শেষ করা যাবে না। দেশ প্রেম থেকেই এই কবিতাটি।

একুশের বুকে প্রেম কবিতাটি অনেক সুন্দর হয়েছে। সত‍্যি আমরা ভুলিনি ভুলবো না যারা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছে ভাষার জন‍্য। কবিতাটিতে সুন্দর করে তাদেরকে স্মরণ করেছেন। শুভেচ্ছা রইল ভাইয়া

 3 years ago 

তাদের কখনোই আমরা ভুলতে পারবো না।

 3 years ago 
আপনার কবিতার মাধ্যমে ২১ এর চেতনা ফুটে উঠেছে। খুবই ভালো লাগলো আপনার কবতাটি পড়ে। যাদের ত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য।
 3 years ago 

সকল শহিদের জন্য দোয়া করবো, এটাই উত্তম।

 3 years ago 

একুশ পেল স্বীকৃতি, পেল মর্যাদা
বাংলা হল, আন্তর্জাতিক প্রিয় মাতৃভাষা।

অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া। আপনার কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। একুশে ফেব্রুয়ারির অনুভূতি নিয়ে আপনি অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন। আপনার লেখা কবিতার প্রতিটি লাইন আমার কাছে ভালো লেগেছে। দারুন একটি কবিতা সকলের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

নতুন করে লিখার ট্রিই করছি ভাই, তবে অনেক সময় লাগে।

 3 years ago 

ভাইয়া প্রথমেই আপনাকে আন্তর্জাতিক মাতৃভাষা একুশে ফেব্রুয়ারি নিয়ে অনেক সুন্দর কবিতা লিখেছেন।ভালো হয়েছে ভাইয়া।পুরো কবিতাটাই সুন্দর।

 3 years ago 

দেশ প্রেম এর একটি প্রতিফলন, এই কবিতাটি।

 3 years ago 

খুব গভীর চিন্তাধারার দারুন প্রতিফলন।খুব ভালো লিখেছেন ভাই আপনি।প্রতিটি লাইন দারুন অর্থবহ ছিলো।

 3 years ago 

কবিতা লেখার চেষ্টা করছি, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাইয়া আপনি কবিতাটি খুবই সুন্দরভাবে গভীর চিন্তা ধারার মাধ্যমে কবিতাটি লিখেছেন। কবিতাটি পড়ে আমার খুবই ভালো লাগলো। কবিতাটি সত্যিই অসাধারণ, যা পড়ে সত্যিকারের দেশ প্রেম জেগে উঠেছে। কবিতার মধ্যে একুশে ফেব্রুয়ারির চেতনা রয়েছে। আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

দেশ প্রেম সবার মাঝেই আছে, শুধু মাত্র একটু জ্বালালি দিলেই বেড়িয়ে আসে।

 3 years ago 

আমরা বাঙালিরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য রক্ত দিয়েছে। বাংলা আমাদের মায়ের ভাষা বাংলা আমাদের প্রাণের ভাষা। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে আপনি যে কবিতাটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন তা আমার অনেক ভালো লেগেছে। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া।

 3 years ago 

তেমন ভালো লিখতে পারি না, তবে এবার চেষ্টা করেছি।

 3 years ago 

সুন্দর হয়েছে কবিতাটি।আপনার কবিতায় ৫২'র ভাষা আন্দোলনের পটভূমি সম্প্রসারণ ঘটেছে।মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ও বাঙালি জাতি দমে যাওয়ার নয় আপনার কবিতা পড়ে বুঝা যায়। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কবিতা উপহার দেয়ার জন্য।

 3 years ago 

৫২'র ভাষা আন্দোলনের কিছু বিষয় তুলে ধরার চেস্টা করেছি আপু।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33