মোবাইল পরিবর্তন

in আমার বাংলা ব্লগlast year
মোবাইল পরিবর্তন

IMG_20230720_170933.jpg

siam,.png

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। গতকাল বসুন্ধরা সিটিতে যাওয়ার এবং সেখানকার আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলেছি। আজ তার এই দ্বিতীয় অংশ নিয়ে আপনাদের সাথে কথা বলব। তবে চলুন শুরু করি।

কিছুদিন আগে বসুন্ধরা সিটিতে গিয়েছিলাম একটি মোবাইল ফোন দেখার জন্য কারণ আমার আগের মোবাইলটি অনেকটাই সমস্যা দিচ্ছে। শুধুমাত্র ডিসপ্লের দাগের কারণে সেই ফোনটি ব্যবহারের অনুপযোগী হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বিভিন্ন ফোনের গ্রীন লাইন সমস্যাটি এতটাই জটিল তা কোনভাবে ঠিক করা সম্ভব নয়। তাছাড়াও সেই ফোনগুলোর ডিসপ্লে যদি পরিবর্তন করা হয় তারপরও কিছুদিন পরে আবার সেই গ্রীন লাইন পড়ে যায়। তাই এই ফোনের পিছনে টাকা খরচ করা বোকামি ছাড়া আর কিছুই হবে না।

এই বিষয়ে বিশদ গবেষণা করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি এটা বাদ দিয়ে অন্য একটি ফোন কিনব। কিন্তু বর্তমানে আর্থিক অবস্থা অনেকটাই খারাপ। তাছাড়া কিছুদিন আগে যখন বসুন্ধরায় গিয়েছিলাম। সেখানে প্রত্যেকটি ফোনের দাম অনেকটাই বেশি। যেহেতু এবারও আমাদের সরকার এইসব পন্যে ভ্যাট ট্যাক্স অনেকটাই বাড়িয়েছে। তাই অন্যান্য দেশের তুলনায় এই দেশে ফোনের দাম একটু বাড়তি।

IMG_20230720_161109.jpg

IMG_20230720_161042.jpg

তাছাড়া oneplus এর যেই মোবাইলটি ব্যবহার করতাম সেই মোবাইলটি অনেকটাই ফাস্ট ছিল। তার পারফরম্যান্স নিয়ে কোন কথাই হবে না। আপনারা সকলেই জানেন ওয়ান প্লাস পারফরমেন্সের দিক থেকে সবার সেরা। যদিও প্রসেসর ছিল ট্রিপল এইট প্রসেসর। এছাড়াও স্পেস ও অনেকটাই বাড়তি ছিল। তাই সেই ফোন ব্যবহার করতে অনেকটা ইউজ টু হয়ে গিয়েছে।

আমার বাজেট ছিল অনেক কম যার কারণে নতুন নতুন মোবাইল গুলো দেখে আমার পছন্দ হয়নি। এছাড়াও সেই দোকানে বসেই অনেকগুলো ফোন আর ব্যবহার করেছি, যতটা আমার দরকার ততটুকু ঠিকমতো সেই ফোনগুলো কাজ করছে না। আসলে একটু ফাস্ট মোবাইল ব্যবহার করার পর যদি একটি স্লো মোবাইল ব্যবহার করেন তাহলে বিষয়টা অনেকটাই অকওয়ার্ড লাগে। সেই বিষয়টি আমার সাথে ঘটেছে। তাছাড়া আমার বাজেট অনুযায়ী ওসব ফোন এর থেকে বেশি পারফরম্যান্স আশা করাটাও আমার পক্ষে বোকামি ছিল।

বাসায় এসে অনেক চিন্তা ভাবনা করেছিলাম এবং এইসব বিষয়ে অনেক ঘাটাঘাটি করতে থাকলাম। পরবর্তীতে একটি ভিডিওতে আমার চোখ পড়ল। তারা কম দামে ইউজ ফোন গুলো বিক্রি করছে। যেহেতু ফোনের বক্স আছে সেহেতু ফোন নিয়ে আর তেমন কোন চিন্তা ভাবনা নেই। এখন শুধুমাত্র ফোন নেওয়ার সময় ফোনটিকে দেখে নিতে হবে। এছাড়াও বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকগুলো অনলাইন আর সেলিং গ্রুপ রয়েছে। যেমন bikroy.com এর মাধ্যমে আপনারা পুরাতন ফোনগুলো খুব সহজেই পেয়ে যাবেন। তখন আমি চিন্তা ভাবনা করলাম আমার বাজেট অনুযায়ী কোন ফোনটি সব থেকে বেস্ট হবে, সেই বিষয়ে একটু ঘাঁটাঘাঁটি করলাম।

অনেক চিন্তা ভাবনা করে ঠিক করলাম এবার samsung এর ফোন নেব। যেহেতু samsung s10 plus অনেক ভালো একটি ফ্লাগশিপ ফোন ছিল, এটাই নেওয়ার কথা চিন্তা ভাবনা করলাম। পরবর্তীতে দোকানের লোকেশন টি দেখলাম বসুন্ধরা সিটিতে দেওয়া আছে। পরবর্তীতে আমি সেখানে গিয়ে ফোনটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করলাম এবং ফোনটি আমার অনেক পছন্দ হয়েছিলো। বিশেষ করে এই ফোনের প্রসেসর অনেক ফাস্ট ছিল এছাড়াও ফোনের মডেলটি অনেকটাই সুন্দর। পুরাতন মোবাইল হলেও তারা ১০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রদান করছে। এই বিষয়টি আমার কাছে অনেক ভালো লেগেছে।

IMG_20230720_181421.jpg

IMG_20230720_160919.jpg

পরবর্তীতে সেই ফোনটি নিয়ে বাসায় ফিরলাম এবং সেই ফোনটি থেকেই আজকে পোস্ট করতে যাচ্ছি। জানিনা ফোনটি কেমন হবে? তবে আশা করা যায় ফোনটি ভালোই থাকবে। যেহেতু আমাদের সকল প্রকার কার্যক্রম অনলাইনে সংঘটিত হয়। তাই এই বিষয়টি আমার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ছিল। কারণ কিছুদিন আগেও ল্যাপটপের সমস্যা দেখা দিয়েছিল আর সব সময় তো ল্যাপটপে কাজ করা যায় না। কিছু ছোট ছোট আনুষঙ্গিক কাজগুলো আমি আমার ফোনের মধ্যেই সম্পাদন করে থাকি। কিন্তু ফোনের মধ্যে এতগুলো গ্রীন লাইন পড়েছে যার জন্য ফোনের মধ্যে ঠিকমতো কাজ করতে পারি না। তাই অনেক চিন্তা ভাবনা করার পরে এই ফোনটি নিয়েছি।

যাইহোক আজকের মত এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন নিজের পরিবারের যত্ন নিবেন, ধন্যবাদ সবাইকে।



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: মোবাইল পরিবর্তন✨

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.........

Sort:  
 last year 

samsung s10 plus ভাইয়া এই ফোনটি অনেক ভালো। আপনার মতো আমার এক বন্ধু বসুন্ধরা থেকে সেকেনান কিনেছে বেশ ভালো ফোনটি। আশাকরি আপনার ফোন বেশ ভালোই সার্ভিস দিবে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 last year 

এখন দেখি কেমন সার্ভিস দেয়।।

 last year 

ভাই দারুণ একটি ফোন কিনেছেন। এই ফোনটি সত্যিই খুব সুন্দর। আমার কাছে আইফোন এর চেয়েও বেশি ভালো লাগে স্যামসাং এর ফোন ইউজ করতে। আপনার ফোনটি মেড ইন কোরিয়া নাকি ভিয়েতনাম? কোরিয়ান ফোনগুলোর পারফরম্যান্স খুব ভালো। পোস্টটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

এটা কোরিয়ার ফোন ভাই

 last year 

তাহলে আশা করি খারাপ হবে না। শুভকামনা রইল ভাই। ফিডব্যাক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

ভাইয়া বুদ্ধিমানের কাজ করেছেন। যেহেতো বর্তমানে একটু প্রবলেমে আছেন সে হিসাবে সেকেন্ড হ্যান্ড samsung s10 plus নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হয়েছে। আমি দুই বছর আগে একটি রেডমি নোট-৮ নিয়েছিলাম। এখনো চলছে। আবার ১০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন। সে হিসাবে ভাল। ধন্যবাদ ভাইয়া।

 last year 

যাক অবশেষে পছন্দের মোবাইলটিই কিনে নিলেন। ভালোই করেছেন ভাইয়া। সখের তোলা আশি টাকা। তাই সবার আগে সখ ও প্রয়োজন দুটোই মিটানো আমাদের সকলের প্রয়োজন। তবে স্যামসাং মোবাইল কিন্তু বেশ ভালোই সার্ভিস দেয়। আশা করি এবার samsung s10 plus মোবাইলটি দিয়ে আপনি আপনার কাজ গুলো বেশ ভালো করেই করতে পারবেন। শুভ কামনা রইল আপনার মোবাইলের প্রতি।

 last year 

আপনার নতুন ফোন দেখে সত্যি অনেক ভালো লাগল। আশাকরি এই ফোন গুলো অনেক ভালো হবে। সত্যি ভাইয়া বাজেট অনুযায়ী পছন্দ মতো ফোন পাওয়া কষ্টের। যাইহোক অবশেষে আপনি বাজেটের মধ্যে পেয়েছেন জেনে অনেক ভালো লাগল। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56688.84
ETH 2388.88
USDT 1.00
SBD 2.28