সৌরজগত ও ৮ গ্রহ সম্পর্কে প্রাথমিক ধারনা || লেখক: আল সারজিল সিয়াম।

in আমার বাংলা ব্লগ3 years ago

সৌরজগত

Planets2008.jpg
Image Source

আপনারা কম বেশি সবাই সৌরজগৎ সম্পর্কে জানেন। কিন্তু প্রতিটি গ্রহের গতি প্রকৃতি, এর ঘূর্ণন সংখ্যা, সূর্যথেকে তাদের দূরত্ব, গ্রহ গুলোর বৈশিষ্ঠ এবং এর উপগ্রহ সম্পর্কে সাম্মক ধারনা অনেকেরেই নেই। আমার আজকের পোস্টে আমি এইসব বিষয় নিয়ে আলোচনা করবো। আশা করি আপনাদের ভালো লাগবে।


সূর্য

sun-istock-1594647126.jpg
Image Source

সৌরমণ্ডলের কেন্দ্রে রয়েছে একমাত্র নক্ষত্র তার নাম হলো সূর্য। এই সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে আটটি গ্রহ এবং মোট ১৬৬ টি উপগ্রহ। আমাদের সৌরমণ্ডলের গ্রহ গুলোর নাম হল যথাক্রমে বুধ,শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। আমাদের একমাত্র নক্ষত্র সূর্যের ব্যাস ১৩ লক্ষ ৯২ হাজার কিলোমিটার। আমাদের পৃথিবীর তুলনায় সূর্য ১০৯ গুন বড়। সূর্যের মধ্যে রয়েছে ৭৪% হাইড্রোজেন ২৫% হিলিয়াম ও ১% বাকি পদার্থ। সূর্য এতো বড় হওয়ার সাথে সাথে তার মধ্যাকর্ষণ শক্তি অনেক বেশি। এই মধ্যাকর্ষণ শক্তির জন্যই সূর্যকে আটটি গ্রহ পরিক্রমা করে। সূর্য ঘন্টায় প্রায় আট লক্ষ আটাশ হাজার কিলোমিটার গতিবেগে ছুটে চলেছে।


বুধ গ্রহ

2_feature_1600x900_mercury.jpg

Image Source

সৌরমণ্ডলের প্রথম গ্রহ এবং সৌরমণ্ডলের সবচেয়ে ছোট গ্রহ হল, বুধ গ্রহ। সূর্যকে একবার পরিক্রমণ করতে বুধের গ্রহের লাগে মাত্র ৮৮ দিন। এই গ্রহ সূর্যের সবচেয়ে কাছাকাছি অবস্থান করলেও এই গ্রহ সৌরমণ্ডলের সবচেয়ে উত্তপ্ত গ্রহ নয়। সূর্য থেকে বুধ গ্রহের দূরত্ব ৫৭.৯১ মিলিয়ন কিলোমিটার। বুধ গ্রহের কোন উপগ্রহ নেই বুধ গ্রহের ব্যাস ৪৮৭৯ কিলোমিটার। বুধ গ্রহের তাপমাত্রা অনেক তারতম্য দেখা যায়। দিনের বেলা যেখানে তাপমাত্রা ৪০০ থেকে ৫০০ ডিগ্রী সেলসিয়াস প্রযন্ত হয়ে যায়। অপরদিকে রাতে -১৭৫ ডিগ্রির নিচে নামতে পারে। এই গ্রহের নিজস্ব কোন উপগ্রহ নেই।


শুক্র গ্রহ

istockphoto-1166795656-640x640.jpg
Image Source

অবস্থানের দিক থেকে শুক্র হলো দ্বিতীয় নম্বর গ্রহ। এটি সূর্যের দ্বিতীয় নম্বর গ্রহস্বত্ব সৌরমণ্ডলের সবচেয়ে উত্তপ্ত গ্রহ। শুক্র গ্রহ সবচেয়ে উত্তপ্ত গ্রহ হওয়ার কারণ এর কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ। এর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ৯৬.৫% সূর্য শুক্র গ্রহকে এত উত্তপ্ত করে রাখে। সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব ১০৭.৫৭ মিলিয়ন কিলোমিটার। সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে শুক্র গ্রহের সময় লাগে ২২৪ দিন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সূর্যকে একবার প্রদক্ষিণ করতে যত সময় লাগে তার নিজ অক্ষে একবার পরিক্রমণ করতে তার চেয়ে বেশী সময় লাগে, যা ২৪৩ দিন। এই গ্রহের নিজস্ব কোন উপগ্রহ নেই। এই গ্রহের ব্যাস হল ১২১০৪ কিলোমিটার।


পৃথিবী

00_generic_facebook-001.jpg

Image Source

সৌরমণ্ডলের তৃতীয় গ্রহ এবং আমাদের আবাসভূমি হল পৃথিবী। সৌরমন্ডলে পৃথিবী একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন এবং নিজের অক্ষে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর লাগে ২৪ ঘন্টা। পৃথিবীর চুম্বক শক্তি অনেক শক্তিশালী কারণ পৃথিবীর কোরে রয়েছে নিকেল ও লোহার মত ধাতু। পৃথিবীর একটি মাত্র উপগ্রহ রয়েছে যার নাম চাঁদ এবং পৃথিবীর ব্যাস হল ১২৭৪২ কিলোমিটার। পৃথিবীর বায়ুমণ্ডলের রয়েছে ৭৮% নাইট্রোজেন, ২০.৯৫% অক্সিজেন এবং ০.০৪ শতাংশ কার্বন ডাই অক্সাইড এবং বাকি অন্যান্য জলীয় পদার্থ। পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল -৮৯ ডিগ্রি সেলসিয়াস।


মঙ্গল গ্রহ

Mars-Red-Planet-Highlights-scaled.jpg

Image Source

মঙ্গল হল সৌরমণ্ডলের চতুর্থ নম্বর গ্রহ। সূর্য থেকে মঙ্গল গ্রহের দূরত্ব ২২৭.৯ মিলিয়ন কিলোমিটার। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে মঙ্গল গ্রহের সময় লাগে ৬৮৭ দিন। নিজের অক্ষের একবার প্রদক্ষিণ করতে সময় লাগে ২৪ ঘন্টা ৩৭ মিনিট। পৃথিবী ও মঙ্গলের পৃষ্ঠদেশের ভর প্রায় সমান। মঙ্গলের ব্যাস ৬৭৭৯ কিলোমিটার। সৌরমণ্ডলের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ এই মঙ্গলে অবস্থিত। ফমোস এবং ডিমোস মঙ্গলের দুটি উপগ্রহ রয়েছে। মঙ্গলের বায়ুমণ্ডলের ৯৬.৬০% কার্বন-ডাই-অক্সাইড, ১.৯৩% আর্গন ১.৮৯% নাইট্রোজেন রয়েছে। এই গ্রহের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা -১৪৩ ডিগ্রি সেলসিয়াস।


বৃহস্পতি গ্রহ

maxresdefault.jpg

Image Source

সৌরমণ্ডলের পঞ্চম গ্রহটি হল বৃহস্পতি। এটি আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ এবং এটি সম্পূর্ণ গ্যাস দিয়ে তৈরি তাই একে গ্যাস জাইন্ড বলা হয়। সূর্য থেকে বৃহস্পতি গ্রহের দূরত্ব ৮৬৬.৯৫ মিলিয়ন কিলোমিটার। এই গ্রহের ব্যাস ১ লাখ ৩৯ হাজার ৮২০ কিলোমিটার। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় কাল অনুযায়ী সময় লাগে ১২ বছর। নিজের অক্ষের একবার পরিক্রমণ করতে ৯ ঘন্টা ৫৬ মিনিট সময় লাগে। এর মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর প্রায় আড়াই গুণ এবং এর চুমুক ফিল্ড অনেক শক্তিশালী। বৃহস্পতি গ্রহের মোট ৭৯ টি উপগ্রহ রয়েছে।


শনি গ্রহ

saturn-lead-image.jpg

Image Source

সৌরজগতের ষষ্ঠ নম্বর গ্রহ হল শনি। এবং শনি গ্রহ হলো সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। এটি একটি গ্যাস জায়েন্ট। এটি সম্পূর্ণ গ্যাস দ্বারা তৈরি। এই গ্রহের ব্যাস ১ লক্ষ ২০ হাজার ৫৩৬ কিলোমিটার।
সূর্য থেকে শনি গ্রহের দূরত্ব ১ লক্ষ ৪৯ বিলিয়ন কিলোমিটার। সূর্যকে একবার প্রদক্ষিণ রতে শনি গ্রহের সময় লাগে পৃথিবীর সময় অনুযায়ী ২৯ বছর।
নিচের অক্ষে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় ১০ ঘন্টা ৪২ মিনিট। এই গ্রহের গড় উষ্ণতা -১৭৮ ডিগ্রি সেলসিয়াস। উপগ্রহের সংখ্যা দিক থেকে শনি প্রথম অবস্থানে রয়েছে । এই গ্রহের ৮২ টি উপগ্রহ রয়েছে।
এই গ্রহের চারদিকে অনেক সুন্দর এবং বিস্তৃত একটি বলয় রয়েছে।


ইউরেনাস গ্রহ

istockphoto-1222768848-640x640.jpg

Image Source

আমাদের সৌরজগতের সপ্তম গ্রহের নাম ইউরেনাস। সূর্য থেকে এই গ্রহের দূরত্ব ২.৯৫ বিলিয়ন কিলোমিটার। এই গ্রহের ব্যাস ৫০ হাজার ৭২৪ কিলোমিটার। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় অনুযায়ী সময় লাগে ৮৪ বছর। নিজের অক্ষের একবার প্রদক্ষিণ করতে সময় লাগে ১৭ ঘন্টা ২৪ মিনিট। এই গ্রহের গড় উষ্ণতা -২০১ ডিগ্রি সেলসিয়াস। এটি হলো আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে শীতলতম গ্রহ। ইউরেনাসের মোট ২৭ টি উপগ্রহ রয়েছে।


নেপচুন গ্রহ

eNTJrysq4A6DqXncBtsRrB-320-80.jpg

Image Source

সৌরমণ্ডলের অষ্টম এবং সেই গ্রহটির নাম হল নেপচুন। সূর্য থেকে নেপচুন গ্রহের দূরত্ব ৪.৪৭ বিলিয়ন কিলোমিটার। নেপচুনের ব্যাস ৪৯ হাজার ২৪৪ কিলোমিটার। গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় ১৬৫ বছর। নিজের অক্ষে একবার পরিক্রমণ করতে সময় লাগে ১৬ ঘন্টা ৬ মিনিট। নেপচুনের গড় উচ্চতা -২০০ ডিগ্রী সেলসিয়াস। নেপচুনের মোট উপগ্রহ সংখ্যা ১৪ টি।



বিষয়: সৌরজগত ও ৮ গ্রহ সম্পর্কে প্রাথমিক ধারনা

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

ভালো তথ্যমুলক পোস্ট।

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

সৌরজগৎ সম্পর্কে জানতে ও পড়তে সবসময়ই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সৌরজগৎ নিয়ে লেখার জন্য!

 3 years ago 

আমার ও ভাই। আপনাদের জন্য মহাবিশ্ব নিয়ে প্রতিদিন লেখার চেষ্ঠা করবো।

 3 years ago 

নতুন একটি বিষয়।পড়ে ভালো লাগলো ভাইয়া।

 3 years ago 

এই রকম নতুন নতুন বিষয়ে পোস্ট করার চেস্টা করবো।

 3 years ago 

ভাল তথ্য দিয়েছেন এবং সুন্দর লিখেছেন ।

 3 years ago 

ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 58006.10
ETH 3098.72
USDT 1.00
SBD 2.43