স্বরচিত কবিতার নাম ~""জননী সুলভ""~ [10% ʙᴇɴᴇғɪᴄɪᴀʀɪᴇs ғᴏʀ @sʜʏ-ғᴏx🦊]

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
স্বরচিত কবিতার নাম ~""জননী সুলভ""~

png_20220612_194459_0000.png

Create by Canva Pro

siam,.png

আমার বাংলা ব্লগ কমিউনিটির গতকাল এক বছর পূর্ণ হয়েছে। সেই এক বছর পূর্তিতে অনেক ধরনের মজা মাস্তি হয়েছে। একটি বিশেষ হ্যাংআউটের আয়োজন করা হয়েছিল। যেখানে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা আমাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করেছে। আমার বাংলা ব্লগ শুধুমাত্র কমিউনিটি নয় বরং একটি পরিবার। এই পরিবারের জড়িয়ে আছে অনেক আবেগ অনুভূতি এবং ভালবাসা। সেই আবেগ অনুভূতি নিয়েই একটি স্বরচিত কবিতা আমি আপনাদের সামনে আজ উপস্থাপন করবো। আশা করি আমার এই কবিতাটি আপনাদের ভালো লাগবে। এই কবিতাটি তে বিভিন্ন ধরনের বিষয় তুলে ধরতে পেরেছি যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। কথা না বরিয়ে কবিতায় যাওয়া যাক।

siam,.png

"জননী সুলভ"

আল সারজিল সিয়াম

আমার প্রাণপ্রিয়,, স্বপ্নময়
"আমার বাংলা ব্লগ"এখন
সৌন্দর্যে আর আনন্দে একই
সাথে মিলেমিশে একাকার।

গতকাল রাতের আকাশে,,
পূর্ণিমা ভরা একটি চাঁদ
জোয়ারের ভাটায় জল উথলায়।
গত রাতের আকাশের চাঁদটি
মৃত নগরী চরাচর,,উত্তাল জোছনায়,
চাঁদের আলো ভেসে ছুটে যায়
অন্য কোনো গ্রহে, অথবা গ্রহান্তরে।।

অতিক্রম করে চলে যায়
অবিমিশ্র মেঘমালা,,
অগণিত জনপদ, মহানগরী
অতিক্রম করে চলে যায়,
এপার বাংলা ওপার বাংলায়।
পাহাড়-পর্বত, বনরাজি, নদী,
সমুদ্র অতিক্রম করে-
চলে যায় অবলীলায়।

নিন্দুকেরা লোকালয়ে চেয়ে চেয়ে দেখে,
সৌন্দর্য আর আনন্দ বয়ে যায়
একই ধারায় ভরা পূর্ণিমায়।
আমাদের প্রাণপ্রিয় "আমার বাংলা ব্লগ"
এবং প্রাণ প্রিয় মাতৃভাষাকে
পেলাম আবার নতুন করে
নতুন রূপে জননী সুলভ।

অবারিত ঝর্ণাধারার মতই
বারবার আহ্বান করে
স্নেহের অকৃত্রিম বাঁধনে সম্বৃদ্ধ করতে
ফুটন্ত গোলাপের মতো সুগন্ধ ছড়াতে।



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: স্বরচিত কবিতার নাম ~""জননী সুলভ""~

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.........

Sort:  
 2 years ago 

আমার বাংলা ব্লগ মানেই আবেগের যায়গা ভাই। আমি সব সময় ভাবি শুধু কমিউনিটি না কি যে সুন্দর এক পরিবার পেলাম। সেই প্রানের পরিবার নিয়ে সুন্দর এক কবিতা উপহার দিলেন। ভালো হয়েছে অনেক ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই, কবিতা লিখতে পারি না মাঝে মাঝে চেস্টা করি আর কি।

 2 years ago 

আমাদের প্রাণপ্রিয় "আমার বাংলা ব্লগ"এবং প্রাণ প্রিয় মাতৃভাষাকে
পেলাম আবার নতুন করে নতুন রূপে।

আমাদের প্রাণপ্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটিকে আপনি জননী রূপে আখ্যায়িত করেছেন। আসলে অনেক ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে। এই কবিতার মাধ্যমে অনেক তথ্য পেয়ে গেলাম। আমার বাংলা ব্লগ সম্পর্কে আসলে আপনি ঠিক বলেছেন এই কমিউনিটি। আমাদেরকে জননীর মতো ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরে রেখেছে। ভালোই লাগলো কবিতাটি ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ আপু, নিজের মত উপস্থাপন করার চেস্টা করেছি।

 2 years ago 

প্রিয় ভাই আপনার কবিতাগুলো দিনে দিনে অনেক ভালো হচ্ছে এবং পেশাদারিত্ব আসছে। খুটিয়ে কবিতাটি পড়লাম খুব ভাল লাগলো। আপনার আগের কবিতাগুলো আমি পড়েছি। আপনার লেখার হাত ভাল খুব মনযোগ দিলে স্মরণীয় হবেন এই ফিল্ডে।

 2 years ago 

আসলে আমি তেমন ভালো কবিতা লিখতে পারি না, তবে চেস্টা করি, অনেক সময় লাগে।

 2 years ago 

ভাই আপনার গতাকালের গানটি কিন্তু অসাধারনভাবে গেয়েছিলেন। প্রথমবার মনে হয় আপনার গলায় গান শুনছিলাম। আমরাও চাই ফুলের সুগন্ধির মতো ছড়িয়ে পড়ুক সবখানে আমার বাংলা ব্লগ। ভালো লিখেছেন। আীও কবিতা পড়ার অপেক্ষায়।

 2 years ago 

গান আমি গাইতে পারি না, সেদিন সবাই কিছু একটা করছিলো তাই আমি ও গান বলার চেস্টা করেছি।

 2 years ago 

বেশ অনুভূতি মিশ্রিত ভালোবাসায় সিক্ত হয়েই কেবল এমন কবিতার কারিগর হওয়া যায় বলে আমি মনে করি।

জননী সুলভ অবারিত ঝর্ণাধারার মতই
বারবার আহ্বান করে
স্নেহের অকৃত্রিম বাঁধনে
সম্বৃদ্ধ করতে।ফুটন্ত গোলাপের মতো সুগন্ধ ছড়াতে।

বয়ে চলা মুক্ত ফোয়ারার মতো বিশুদ্ধ সুন্দর আমার বাংলা ব্লগ আমাদের সমৃদ্ধি এবং সাফল্যের পথে ডাকে। আমাদের আগলে রাখে অকৃত্রিম ভালোবাসায়। আমাদের মাঝে ছড়িয়ে দেয় ভালোবাসার সুবাতাস।

 2 years ago 

মনের ভাব গুলো কবিতার মাঝে উপস্থাপন করার চেস্টা করেছি।

 2 years ago 

এপার বাংলা ওপার বাংলায়
পাহাড়-পর্বত, বনরাজি, নদী,

মানুষ আমাদের আলাদা করে দিলেও ভাষা আমাদের আলাদা করতে পারে নাই। মানুষ আমাদের মাঝে দেয়াল তৈরী করে দিলেও ভাষা আমাদের সেই দেয়াল ভাঙ্গতে সাহায্য করেছে। । ভাইয়া আপনার কবিতার প্রত্যেকটা লাইন সারা বিশ্বের বাংলা ভাষার মানুষদের এক কাতারে দাড় করিয়েছে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনাকে ধন্যবাদ ভাই, মাতৃভাষাকে একটি শ্রদ্ধা করার চেষ্টা করেছি।

মামা আপনার কবিতাটি আমার কাছে এত বেশি ভালো লেগেছে।যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এককথায় খুবই চমৎকার হয়েছে। আপনার কবিতাটি আমি আবৃত্তি করতে চাই। যদি আপনি অনুমতি দেন। যদিও আমি কখনও কবিতা আবৃত্তি করিনি। তবে আপনার কবিতাটি দেখে আমার কাছে বেশ দারুন লেগেছে। তাই আমি চেষ্টা করব কবিতাটি আবৃত্তি করার জন্য। ধন্যবাদ ❤️❤️❤️

 2 years ago 

আপনি আবৃত্তি করেছেন আমি শুনেছি, অনেক সুন্দর হয়েছিলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জননী সুলভ অবারিত ঝর্ণাধারার মতই
বারবার আহ্বান করে
স্নেহের অকৃত্রিম বাঁধনে
সম্বৃদ্ধ করতে।ফুটন্ত গোলাপের মতো সুগন্ধ ছড়াতে।

অসাধারণ , ভাবনা। মন ছুঁয়ে গেলো দাদা, আপনার লেখা পড়ে। আসলেই আমার বাংলা ব্লগ স্নেহের বন্ধনে আগলে রেখেছে আমাদেরকে।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে। আমার বাংলা ব্লগ একটি পরিবার। যার অংশ হতে পেরে আমি সত্যি ধন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60147.92
ETH 2613.63
USDT 1.00
SBD 2.55