বসুন্ধরা সিটি
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। গত কিছুদিন আগে বসুন্ধরা সিটিতে গিয়েছিলাম একটি ব্যক্তিগত কাজে। সেই বিষয়গুলোই আজ আপনাদের সাথে আলোচনা করব। আশা করছি আপনাদের ভালো লাগবে তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করি।
প্রায় দুই বছর আগে আমি ওয়ান প্লাসের একটি মোবাইল কিনেছিলাম। মোবাইলটি অনেক ভালোই সার্ভিস দিচ্ছিল। কিন্তু হঠাৎ করে দুমাস আগেই সেই ফোনের মধ্যে গ্রীন লাইন চলে আসে এবং একটি পর একটি লাইন পড়তে থাকে। এমত অবস্থায় ফোন চালানোটাই আমার কাছে অনেক বিরক্তিকর হয়ে ওঠে। এছাড়াও বেশিরভাগ কাজগুলো ল্যাপটপে করা হলেও ফোনেরও প্রচুর প্রয়োজন রয়েছে টুকটাক কাজের জন্য। তাই গত কয়েকদিন আগে আমি বসুন্ধরা সিটিতে গিয়েছিলাম কিছু ফোন দেখার জন্য।
তবে আমার ওয়ান প্লাস ফোনটিতে এখন পর্যন্ত ডিসপ্লে ছাড়া অন্য কোন সমস্যা নেই। পারফরম্যান্সের দিক থেকে ১০০ তে ১০০। কোন দিন ফোনটি স্লো হয়নি এছাড়াও ওই ফোনের ক্যামেরাটি ও অনেক সুন্দর। ওয়ানপ্লাসের ফোনে যতগুলো ফটোগ্রাফি করেছি এলাম সবগুলোই অনেক ভালো হয়েছে। এছাড়াও ওই ফোন ছাড়া আর বর্তমানে অন্য কোন ফোনে আমি ফটোগ্রাফি করি না।
সব মিলিয়ে অনেক ভালোই ছিল ফোনটি কিন্তু কি কারনে যে আমার এই ফোনের মডেলের মধ্যেই এই সমস্যা হতে গেল সেটাই বুঝলাম না। অন্যান্য যারা এই সেইম মডেলের ওয়ান প্লাস মোবাইলটি যারা কিনেছিল তাদেরও সেইম সমস্যার মধ্যে পড়তে হয়েছে।
সেদিন বসুন্ধরা সিটিতে যাওয়ার মূল উদ্দেশ্য হলো কিছু ফোন দেখা এবং সেখান থেকে কিছু পছন্দ করা যদিও ফোন কেনার কোন ইচ্ছেই ছিল না কিন্তু তারপরও কিভাবে কিভাবে হয়ে গেল! সেই বিষয়টা পরবর্তী একদিন আপনাদের সাথে শেয়ার করব তবে আমার ব্যক্তিগতভাবে একটি মডেল অনেক পছন্দ হয়েছিল।
বর্তমানে নামিদামি ফোন গুলোতেও এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। তাই কোনটা ফোন নেবো এবং কোনটা ফোন নেব না এই বিষয়ে প্রচুর দ্বিধা দ্বন্দ্বে ছিলাম। তারপরও সেদিন গিয়ে কিছু মোবাইলে আমি চেক করলাম এবং সেই মোবাইল গুলো সম্পর্কে সমস্ত ইনফরমেশন নিয়ে এসেছিলাম।
lg এবং sony কোম্পানির ফোন গুলোর পারফরম্যান্স অনেক ভালো যদিও সেগুলোর দাম অনেক বেশি কিন্তু সেগুলো চালিয়ে অনেকটাই মজা পাওয়া যায়, এটাই শুনেছিলাম। সেই মডেল গুলো বসুন্ধরা সিটিতে দেখে এসেছিলাম তবে আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি।
যদিও বর্তমানে আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। কারণ আমার সামনের মাসেই পরীক্ষা রয়েছে এবং ভার্সিটিতে প্রচুর টাকা দিতে হবে। সব মিলিয়ে অনেকটা সমস্যার মধ্যেই আছি। এছাড়াও ফোনের সমস্যা দিন দিন বেড়েই চলেছিল, কোনভাবেই ফোনের মধ্যে কাজ করে উঠতে পারছিলাম না।
বসুন্ধরার দিকে রওনা হয়েছিলাম ঠিক দুপুর বেলা কারণ ঢাকা শহরে এক স্থান থেকে অন্য স্থানে যেতে অবস্থা খারাপ হয়ে যায়। রাস্তায় প্রচুর জ্যাম থাকে তাই দুপুরবেলা বেরিয়েছিলাম এবং অল্প কম সময়ের মধ্যে বসুন্ধরা সিটিতে চলে গিয়েছিলাম। আবার খুব তাড়াতাড়ি বসুন্ধরা সিটি থেকে সবগুলো মোবাইল দেখে অফিস টাইমের আগেই বাসায় ব্যাক করি।
তবে ফোন নিয়ে কিছু ঘাটাঘাটি করার পরেই অনেক কিছু নতুন ভাবে জানতে পারলাম, নতুন কিছু অভিজ্ঞতা হলো। সেসব অভিজ্ঞতাগুলো অন্য কোন একটি পোস্টে আপনাদের সাথে শেয়ার করব। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: বসুন্ধরা সিটি
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.........
ওয়ানপ্লাস ফোনের ফটোগ্রাফি গুলো সত্যি অনেক সুন্দর হয়। তাইতো আপনার ফটোগ্রাফি গুলো সব সময় দারুন হয়। তবে ফোনের ডিসপ্লে সমস্যা হলে সত্যি বিরক্ত লাগে। কি আর করার সমস্যা যখন হয়েছে তখন তো সমাধান করতেই হবে। তবে হঠাৎ করে নিত্য প্রয়োজনীয় কোন কিছু নষ্ট হয়ে গেলে সত্যিই অনেক খারাপ লাগে।
ফোন খুব প্রয়োজনীয় একটি জিনিস।এর ডিসপ্লের সমস্যা হলে কাজ করতে সত্যি ই খুব সমস্যায় পরতে হয়।যাক বসুন্ধরা মার্কেটে এসে দেখে গেলেন আর অনেক কিছু জেনেও গেলেন।হয়তো সমস্যার সমাধান অচিরেই হয়ে যাবে বলে মনে করি।অনুভূতিগুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
আমি আপনার নতুন ফোন দেখার অপেক্ষায় ছিলাম কিন্তু শেষ পর্যন্ত আপনি তো ফোন না নিয়েই বাসায় চলে আসলেন । সনি ফোনের থেকে তো আমার কাছে মনে হয় samsung ফোনই বেশি ভালো । কারণ samsung আমি সবসময় ব্যবহার করি এবং এটা ব্যবহার করেই ভালো লাগে । যাই হোক যার যার ইচ্ছা । তবে ওয়ান প্লাস তো ভালো ফোন এত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল কেন । আজকালকার ফোন এর কোন গ্যারান্টি নাই যে কোন সময়ই নাই হয়ে যায় । আর ল্যাপটপে কাজ করলেও ফোন তো একেবারে প্রয়োজনীয় একটা বিষয় এটা ছাড়া যেন চলে না ।
জি আপু, পরবর্তীতে আরো একদিন গিয়েছিলাম। এখন Samsung S10+ কিনেছি এবং ব্যবহার করছি।
এটা খুব ভালো করেছেন ভাই। আমি স্যামসাং লাভার। আমি স্যামসাং এর মোবাইল এবং ল্যাপটপ ইউজ করি। Samsung S9 plus ২০১৮ তে নিউ কিনেছিলাম। এখনো খুব ভালো সার্ভিস দিচ্ছে। ৭/৮ মাস আগে Samsung Galaxy Note 20 ultra 5g কিনেছি,সেটাও খুব ভালো সার্ভিস দিচ্ছে।
আমি একটু পুরাতন মডেল কিনলাম, দেখি কেমন সার্ভিস দেয়।
পুরাতন মডেল হলেও সার্ভিস ভালোই দিবে মনে হচ্ছে। কারণ স্যামসাং এস সিরিজের এই মডেলটি বেশ জনপ্রিয়।
ল্যাপটপ দিয়ে বিভিন্ন ধরনের কাজ করলেও, ফোন ছাড়া এখন চলা যায় না। আসলে ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে গেলে,ডিসপ্লে পরিবর্তন করলেও বেশিরভাগ ফোন আর ব্যবহার করা যায় না। কারণ আবারো সমস্যা দেখা দেয়। এলজি ফোন আমার তেমন ভালো লাগে না। সাউথ কোরিয়াতে যখন ছিলাম, তখন দেখতাম স্যামসাং এর চেয়ে দাম অনেক কম এলজি ফোনের। স্যামসাং এর এস সিরিজ এবং নোট সিরিজ এর ফোনগুলো ভালো সার্ভিস দেয়। যাইহোক পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।