ভালো শ্রোতা হতে শিখুন... [10% ʙᴇɴᴇғɪᴄɪᴀʀɪᴇs ғᴏʀ @sʜʏ-ғᴏx🦊]

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
ভালো শ্রোতা হতে শিখুন...

listen-2973319.jpg

Image Source

siam,.png

আমরা অধিকাংশ মানুষ কথা বেশি বলতে ভালোবাসি ,অন্যের কথা শুনতে আমাদের তেমন একটা ভালো লাগে না। এ কথাটা শুনতে খারাপ হলেও এই কথাটি সত্য কথা। জীবনে ভালো কিছু করতে হলে কথা কম বলতে হবে এবং অন্যের কথা গুরুত্ব সহকারে শুনতে হবে। সবসময় মাথায় রাখবেন যারা ভালো শ্রোতা তারা অনেক চিন্তা করে এবং তারা অনেক জ্ঞানী মানুষ হয়ে থাকে।

এমন অনেক মানুষ আছে, হয়তো আপনার আসে পাশেই রয়েছে তারা অনবরত নিজের কথাই শুধু বলে যায়। সামনের মানুষ তার কথাগুলো মনোযোগ সহকারে শুনছে কি না তাদেরকে সেসব বিষয়ে কোনো গুরুত্ব দেয় না। অনেক ধরনের মানুষ আছে আপনি তাদের কথা বেশী গুরুত্ব দেবেন?? সেটা হচ্ছে বড় বিষয়.... অনেক মানুষ আছে মাত্রা অতিরিক্ত কথা বলে, যাকে আমরা বাচাল বলে থাকি তবে বাচালদের কাছ থেকে একটু দূরে থাকতে হবে। কারণ তারা কাজের কথার চচেয়ে অকাজের কাজের কথা বেশি বলে। যে কম কথা বলতে পারবে তার সাথে সবসময় চলার চেষ্টা করবেন। যে মানুষ বেশি কথা বলে তার কথার মধ্যে অনেক ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে কিন্তু যে মানুষ চিন্তা ভাবনা করে একটু কম কথা বলে তাদের কথায় যুক্তি থাকে এবং তাদের কথার অনেক ধরনের জ্ঞান লুকিয়ে থাকে।

event-852833.jpg

Image Source

siam,.png

ভালো শ্রোতা হওয়ার অনেকগুলো উপকারিতা রয়েছে। আপনি কারো কথা যখন মনোযোগ সহকারে শুনবেন এবং তার প্রতি উত্তরে শুধুমাত্র একটি দুটি কথা বলবেন, তখন আপনার সামনের যে ব্যক্তি আপনার সাথে কথা বলছে সে কথা বলেও অনেক আনন্দিত হবেন এবং সেটাও বুঝতে পারবে যে আপনি তার কথাকে গুরুত্ব সহকারে শুনছেন। আর যারা ভালো শ্রোতা, তারা ভালো মানুষও বটে। একটি বিষয় লক্ষ্য করে দেখবেন, যারা ভালো শ্রোতা তারা যদি কখনো কথা বলে তখন তাদের কথার মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে। যেগুলোকে আঞ্চলিক ভাষায় ভারী কথা বলা হয় অর্থাৎ তার একটি কথার মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকবে। যে জ্ঞানী ব্যক্তি সে বুঝতে পারবে, সে সত্যিই অনেক চিন্তাভাবনা করে এই কথাটি বলেছে।

gender-1459661_1280.png

Image Source

siam,.png

আরেকটি বিষয় লক্ষ্য করবেন যে সারাদিন শুধু মাত্র কথাই বলে যায় সেই ব্যক্তির কথার মূল্যায়ন টা আস্তে আস্তে কমতে থাকে। এর অনেকগুলো কারণ রয়েছে। কিন্তু যখন দেখবেন কোন ব্যক্তি খুব অল্প পরিমাণে কথা বলে সে ক্ষেত্রে তার কথার মধ্যে একটা আলাদা মূল্যায়ন সৃষ্টি হয়। এই বিষয়টা আমরা অনেকেই বুঝতে পারিনা। দিনশেষে ভালো শ্রোতা হন অন্যের কথা গুলো শুনুন বুঝার চেষ্টা করুন এবং বাচালদের কাছ থেকে দূরে থাকুন।



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: ভালো শ্রোতা হতে শিখুন...

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.........

Sort:  
 2 years ago 
খুবই চমৎকার একটি বিষয় নিয়ে আজকে আলোকপাত করেছেন।আসলে একজন ভালো শ্রোতা না হলে একজন ভালো বক্তা হওয়া যায়না।বক্তার শ্রুতিমধুর বক্তব্য ভালো শ্রোতা তৈরিতে সাহায্য করে।অবশ্যই আমরা বাচালদের কাছ থেকে একটু দূরে থাকবো।নিজে খুব ভালো শ্রোতা হব এরপর ভালো বক্তা হওয়ার চেষ্টা করব।এত চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা দোয়া ও ভালোবাসা♥♥
 2 years ago 

ঠিক বলেছেন আপনি, একজন ভালো শ্রোতা হওয়ার পরেই একজন ভালো বক্তা হওয়া যায়।

 2 years ago 

আমরা অধিকাংশ মানুষ কথা বেশি বলতে ভালোবাসে ,অন্যের কথা শুনতে আমাদের তেমন একটা ভালো লাগে না। এ কথাটা শুনতে খারাপ হলেও এই কথাটি সত্য কথা। জীবনে ভালো কিছু করতে হলে কথা কম বলতে হবে এবং অন্যের কথা গুরুত্ব সহকারে শুনতে হবে। সবসময় মাথায় রাখবেন যারা ভালো শ্রোতা তারা অনেক চিন্তা করে এবং তারা অনেক জ্ঞানী মানুষ হয়ে থাকে।

ভাইয়া আপনার পোস্ট গুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন। পোস্ট। গুলো পড়ে কিছু না কিছু শিখতে পারি। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

আমি প্রতিনিয়ত মোটিভেশনাল পোস্ট করার চেষ্টা করি। যদি আমার এই পোস্ট থেকে একজনেরও জীবন পরিবর্তন হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব

 2 years ago 

💞💞

 2 years ago 

কথায় আছে জ্ঞানী লোক বলে কম শুনে বেশি। আমার এক বন্ধু আছে যার সাথে ঘুরতে গেলে ওর কথা শোনা ছাড়া কোন কিছু বলার অবকাশ পাওয়া যায় না। তাই পারতপক্ষে ওর সাথে কেউ কথা বলতে চায় না। আমাদের সকলেরই উচিত অন্যের কথা শোনা, তাদের কথাকে মূল্যায়ন করা। তাহলে অপরের কাছে নিজেও মূল্যায়িত হওয়া যাবে। সুন্দর এই পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই সবার মাঝে দেখবেন যারা বেশি কথা বলে তাদের কথার মূল্যায়ন টা কম হয়ে যায় এবং যারা কম কথা বলে তাদের কথার মূল্যায়ন টা বেশি থাকে। সর্বোপরি আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

একজন ভালো বক্তার অবশ্যই ভালো শ্রোতার খুবই প্রয়োজন।কারণ ভালো বক্তার মনের ভাবগুলি একজন ভালো শ্রোতাই তার উপলদ্ধি দ্বারা সহজে বুঝতে সক্ষম হবে।আপনি সহজ ও সাবলীলভাবে সুন্দর লিখেছেন।ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

জি আপু একদম ঠিক বলেছেন। আমরা এখন থেকে একটু সচেতন ভাবে চলবো।

 2 years ago 

ভাইয়া আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো। আসলে আমাদের প্রত্যেকেরই ভালো শ্রোতা হওয়া উচিত। যখন আমাদের সামনে কেউ কোনো গুরুত্বপূর্ণ কথা বলে তখন যদি আমরা ভালোভাবে শুনি এবং গুরুত্ব দেই তাহলে তিনি যেমন খুশি হন তেমনি আমরা অনেক শিক্ষা লাভ করতে পারি। আমার মনে হয় একজন ভালো শ্রোতা হওয়ার গুণাবলী সবার মাঝেই থাকা উচিত। এটি এক ধরনের ভদ্রতার বহিঃপ্রকাশ। অনেক সুন্দর একটি পোষ্ট সকলের মাঝে শেয়ার করেছেন এবং আমাদেরকে পড়ার সুযোগ করে দিয়েছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

আমি বেসিক বিষয়গুলো তুলে ধরার চেস্টা করি। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.14
JST 0.030
BTC 68220.71
ETH 3321.59
USDT 1.00
SBD 2.74