সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনার সবাই কেমন আছেন? আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন। আজ নতুন একটি মোটিভেশনাল পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি এই মোটিভেশনাল পোস্টটি আপনাদের ভালো লাগবে।
আমরা মানুষেরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব কিন্তু তারপরও আমরা মাঝে মাঝে এমন কিছু কাজ করে বসি যা আমাদেরকে সৃষ্টির সবথেকে নিকৃষ্ট জীবে পরিণত করে। আমার এই স্বল্প জীবনে কিছু অভিজ্ঞতা রয়েছে সে সবগুলো মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করে থাকি। এই ধরুন আমি ঈদে বাসায় এসেছি, অনেক দিন থেকেছি। মনে হচ্ছে এইতো গতকালকেই বাসায় এসেছি। এখন এখান থেকে আমাকে যেতে ইচ্ছে করছে না কিন্তু প্রায় ২০ দিন হয়ে গেছে নীলফামারীতে আমি অবস্থান করছি। এই বিষয়গুলো আমরা অনুধাবন করতে পারি না।।
আচ্ছা আপনাদের মনে কি কোন প্রশ্ন জেগেছে সময় কি? অনেকেই আবার ভাবতে পারেন এটা আবার কেমন প্রশ্ন হল! আমরা সকলেই জানি আমরা সকলেই সময়ের সাথে অবগত রয়েছি এবং এই সময় গুলো সব সময় অতিবাহিত হয়ে যাচ্ছে এবং যেসব সময় আমরা অতিবাহিত করে ফেলেছি সেগুলোকে আমরা অতীত হিসেবে চিনি এবং যেগুলো সামনে আসছে সেগুলোকে আমরা ভবিষ্যৎ বলে চিনি। কিন্তু এরই মাঝে অনেক ধরনের সাইন্টিফিক ব্যাখ্যা রয়েছে। সে সবে আজ যাচ্ছি না, তবে সময় হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি একটি জিনিস।
আমরা প্রতিনিয়ত কোন না কোন কাজ করে থাকি কেউবা পড়াশোনা করছি সবারই মাঝে একটি রুটিন থাকা দরকার। দিনের ২৪ ঘন্টা আছে কিভাবে অতিবাহিত করবে তার একটি রুটিন থাকা অত্যাবশ্যক বলে আমি মনে করি। আজ যদি আপনি সময় হেলাফেলা করে থাকেন তাহলে পরবর্তীতে কিন্তু সেই সময় আপনাকে অনেক কাঁদাবে, এটাই বাস্তবতা।
ব্যক্তিগতভাবে প্রতি সপ্তাহের কি কি কাজ রয়েছে সে সবগুলোর একটি রুটিন করা থাকে এবং সেই সব রুটিন অনুযায়ী আমি চলাফেরা করার চেষ্টা করি। যদিও মাঝে মাঝে রুটিন থেকে কিছু বিষয় মিস হয়ে যায় তবে সেগুলো পরবর্তীতে ফিলাপ করা যায়। কিন্তু আপনি যদি প্রতিদিনের কাজগুলো ফেলে রাখেন তাহলে সেই কাজগুলো একেবারেই আপনার কাধে বোঝা মনে হবে।
আমাদের সকলেরই স্বপ্ন রয়েছে। কিন্তু সকলের একটি কমন স্বপ্ন হচ্ছে আমরা প্রতিষ্ঠিত হতে চাই। সেই প্রতিষ্ঠিত হওয়ার জন্য কি কি দরকার সে সবকিছুই করে যাচ্ছে কিন্তু সে কখনোই সফলতার দেখা পাচ্ছে না। এর কারণ কি? তার চেষ্টায় কোন কমতি রয়েছে কিংবা কোন গাফিলতি রয়েছে? এই বিষয়গুলো আমরা খুঁজে বের করতে পারি না।
তবে একটি কথা আমি বলতে চাই সফলতার কোন শর্টকাট নেই। শর্টকাটে যেসব সফলতা আসে সেই সফলতা গুলো ব্যর্থতায় পরিণত হতেও সময় লাগে না। তাই প্রতিদিন অধ্যাবসায় থাকা অত্যন্ত জরুরী। আপনারা দেখে থাকবেন যত বিলিয়ানিয়ার রয়েছে তারা নিয়ম করে বই পড়ে এবং তাদের নিয়মমাফিক সমস্ত কাজ করে। তারা তো চাইলেই কিছুদিনের ছুটি নিয়ে তাদের জীবনকে উপভোগ করতে পারে কিন্তু তারা সেটা করেনা, কারণ তাদের কাছে সময়ের গুরুত্ব অপরিসীম।
আমার ব্যক্তিগতভাবে মনে হয় সময় একটি মরীচিকা। যতক্ষণ আপনি সময়ের মধ্যে থাকবেন অর্থাৎ মরীচিকার মধ্যে থাকবেন তখন আপনার সবকিছুই অনেক গোছালো মনে হবে। কিন্তু যখনই আপনি সময় থেকে বেরিয়ে পড়বেন মনে হবে আপনি আপনি একাকীত্ব মরুভূমির মাঝে দাঁড়িয়ে রয়েছেন। কূলকিনারা কিছুই খুঁজে পাবেন না। তাই সময় সাথেই নিজেকে আপডেট করতে হবে। সময়ের সাথে সাথে নিজের কাজগুলোকে গুছিয়ে নিতে হবে। পড়াশুনা ঠিকমতো করতে হবে। অফিসের কাজ থাকলে সেগুলো কমপ্লিট করে নিতে হবে। যদি না সে সব ম্যানেজ করতে পারেন তাহলে আপনার জন্য সত্যিই অনেক কষ্ট পরবর্তীতে অপেক্ষা করছে। এই বিষয়গুলো আমার কথা নয় বড় বড় জ্ঞানী গুণী ব্যক্তিবর্গতা বলে গেছেন।
উপরুক্ত যেসব বিষয় আমি আলোচনা করলাম তা সবারই প্রায় জানা। কিন্তু তার ওপরেও কেন এসব আলোচনা করছি কারণ আমরা মানুষ মাত্রই ভুল করি। আমরা মানুষ মাত্রই ভুলে যাই। সেই বিষয়গুলো মনে করার জন্য প্রতিনিয়ত এমন মোটিভেশনাল পোস্ট করা দরকার যাতে করে আমরা আবারও সাবধান হয়ে যাই। আমাদের জীবনের আরাম আয়েশে ভুলে নিজের ভবিষ্যতে সুন্দর করার জন্য কাজ করতে পারি। যাইহোক আজকের মত এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......
খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন দাদা সত্যিই খুব ভালো লাগলো পড়ে। ঠিকই বলেছেন আমরা সময়ের সাথে অবগত রয়েছি। পৃথিবীর সব থেকে মূল্যবান বস্তু হয় তো এই সময়। সময় মতন যদি আমরা কাজ না করে থাকি তাহলে আমাদের জীবনে অনেক পস্তাতে হয় এটাই বাস্তব। যারা সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পেরেছে তারা আজ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়েছে। জীবনের একটা মিনিট যদি আমরা অবহেলায় পার করে ফেলি সেই একটি মিনিট একটা সময় আমাদের কাঁদাতে পারে। ধন্যবাদ দাদা সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
খুব সুন্দর কথা লিখেছেন ভাইয়া। পড়ে খুব ভালো লাগলো। এটা ঠিক আমরা সবাই সব জানি।তারপরেও কিছু ভুল হয়েই যায়।সেই ভুল না করতে হলেও আপনার এই মূল্যবান কথাগুলো মাথায় নিয়ে চলা উচিত। সবকিছু সময় মতো, রুটিন মতো করতে হবে।তবেই সফলতা আসবে।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার জন্য।
সবকিছুই করা হয় কিন্তু রুটিন মাফিক কাজ করা হয় না, একটা রুটিন তৈরি করা আসলেই খুব বেশি প্রয়োজন, না হলে খানিকটা অগোছালো লাগে দিনের সবটাই।
খুবই শিক্ষামূলক চমৎকার একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করছেন। আসলে ভাইয়া সময় কি--এ কথাটি ভাবলে অনেক ধরনের উত্তর চলে আসে। তবে যে কোন কাজ করার ক্ষেত্রে আমাদের সকলের উচিত সময়ের কাজ সময়মতো করে নেওয়া। আর সময়ের কাজ সময় মতো করতে পারলে জীবনের সফলতা অর্জন করা সম্ভব হবে। যাহোক দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন।আসলে ঠিক বলেছেন সময় ও নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না অর্থাৎ সময় এবং স্রোত নিজের ইচ্ছামতো চলতে থাকে। আপনি চাইলে তা আটকাতে পারবেন না। এই প্রবাদ দ্বারা এটাই বোঝা যায় যে, অতীত একবার চলে গেলে তা কখনও আবার ফিরে আসবেনা।তাই আমাদের সময়ের সঠিক ব্যবহার করতে হবে কেননা তাতো আবার ফিরে পাওয়া যাবে না। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন ভাই।
হুম একদম সত্য কথা ভাইয়া সময় আর স্রোত কারো জন্যে কখনই অপেক্ষা করে না। আর কখনও করবেও না। স্রোত যেমন করে নদীর বুকে ঢেউ খেলে নিজের গতিমত চলে যায়, তেমনি করে সময়ও তার নির্ধারিত গন্ডি দিয়ে সব নিয়ে চলে যায়। তাই আমাদের উচিত সময়ের কাজ সময়ে করা। আজকের কাজ আমরা যদি কালকের জন্য ফেলে রাখি তাহলে সেটা কি হবে নাকি হবে না সেটাও কিন্তু নিশ্চত নয়।
আমি ছোট থেকেই একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে যেকোনো কাজ সময়মত করা উচিত। আজকের কাজ কখনো আগামী দিনের জন্য ফেলে রাখা ঠিক নয়। এতে করে কাজের চাপ আরো বেড়ে যায় এবং বেশি চাপের কারণে সবকিছু এলোমেলো বা অগোছালো মনে হয়। তাই সবার উচিত রুটিন মোতাবেক চলা। চমৎকার একটি টপিকস নিয়ে পোস্ট করেছেন ভাই। সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।