জীবনে ঝুঁকি না নেওয়াটাই, সব থেকে বড় ঝুঁকি.....

in আমার বাংলা ব্লগ5 months ago
জীবনে ঝুঁকি না নেওয়াটাই, সব থেকে বড় ঝুঁকি

hands-1926414_1920.jpg

Source

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন আল্লাহতালার অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ একটু মোটিভেশনাল বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলব। আশা করি আমার এই বিষয়গুলো আপনাদের ভালো লাগবে। তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করি।

ঝুঁকি কিংবা রিস্ক বলতে আমরা কি বুঝি? জীবনে এই রিস্ক কিংবা ঝুঁকি নেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা প্রত্যেকেই কোন না কোনভাবে সফল হতে চাই এবং এই সফলতা যেন আমাদের পরবর্তী প্রজন্মকে আরো উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে সেই প্রচেষ্টায় আমরা সবসময় করে যাই। কিন্তু অনেক মানুষ রয়েছেন যারা পরিবর্তনকে ভয় পায় অর্থাৎ যে যেমন অবস্থায় অবস্থানে রয়েছে সে তেমন অবস্থানই থাকতে চায়। কিন্তু বিষয়টা এমন না হয়ে যদি পরিবর্তনটাকে সদরে গ্রহণ করা যায় এবং জীবনের নানা চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য সর্বদা প্রস্তুত থাকা যায় তাহলে হয়তো জীবনে খুব তাড়াতাড়ি সফলতা আসতে পারে।

পোস্টের টাইটেলটার দিকে একটু লক্ষ্য করুন। যদি আপনি কোন ঝুঁকি না নেন তাহলেই কিন্তু আপনি সবথেকে বড় ঝুঁকিতে রয়েছেন। আসলে প্রত্যেকটা মানুষই চায় নিজেকে একটু ভালোভাবে বাঁচার জন্য নিজের পরিবারকে একটু ভালো রাখার জন্য, এর জন্য প্রয়োজন অনম্ম সাহস আপনার মেধা এবং ঝুঁকি নেওয়ার সাহসিকতা। সফল হতে গেলে আপনাকে প্রত্যেকটি কাজেই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। আপনি সেই কাজটি কত ভালোভাবে করছেন এবং সেই কাজগুলোর জন্য আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন সেসব সুবিধাগুলোকে কখনোই হাতছাড়া করা যাবে না। প্রত্যেকটি মানুষের জীবনে একটি সুযোগ অবশ্যই থাকে এবং সেই সুযোগের যদি ব্যবহার আপনি করতে পারেন তাহলে আমি মনে করব আপনি খুব তাড়াতাড়ি সফলতার দ্বারপ্রান্তে গিয়ে পৌঁছাতে পারেন। কিন্তু আমরা অনেকেই এই সুযোগগুলোকে মিস করে দেই ঝুঁকি না নেওয়ার ভয়ে।

blur-1867402_1920.jpg

Source

আপনারা কখনো টাকা দিয়ে অভিজ্ঞতা কিনেছেন? আমি কিন্তু বহুবার কিনেছি এই বিষয়টা কি একটু বুঝিয়ে বলছি। মনে করুন আপনি কোন একটি কয়েন কিনলেন কয়েন কেনার পরে সেই কয়েনটি প্রচন্ড লেভেলের ডাউন হয়ে গেল অর্থাৎ আপনার বেশ কিছু টাকা নষ্ট হয়ে গেল। এতে করে আপনি ভাবছেন হয়তো আপনার লস হয়েছে কিন্তু বিষয়টা ঠিক তেমন নয় বরং আপনি টাকা দিয়ে অভিজ্ঞতা কিনেছেন। এর পরবর্তী যদি কোন কয়েন তাহলে সেই কয়েনের সমস্ত বিষয়ে বস্তুগুলো আপনাকে যাচাই করে তবেই আপনি কিনতে যাবেন। যতটুকু টাকা লস করেছেন সেই টাকাটা বড় বিষয় নয় বড় বিষয় হচ্ছে আপনি সেখান থেকে কি শিখতে পারলেন, কি অভিজ্ঞতা হলো এবং সেই অভিজ্ঞতার আলোকে ভবিষ্যতে আর কি কি কাজ আপনি সম্পাদন করতে পারেন। সেই বিষয়ে সতর্কবার্তা দাওয়াই হচ্ছে এই অভিজ্ঞতা।

জীবনে ভালো কিছু করতে গেলে অবশ্যই সুযোগের সদ্ব্যবহার করতে হবে এবং আপনাকে ঝুঁকি নিতে হবে। আসলে পরিবর্তন একটি জীবনের অংশ আপনি। একটি বিষয় চিন্তা করে দেখুন যখন আপনি ছোট ছিলেন তখন কিন্তু অনেক কিছুই আপনার প্রিয় ছিল কিন্তু বর্তমানে আপনার সেই পছন্দের তালিকা পরিবর্তন হয়েছে। অর্থাৎ আপনি নিজেও পরিবর্তন হয়েছেন। সে ক্ষেত্রে আমাদের জীবনে আসা ছোটখাটো পরিবর্তনগুলোকে সদরে গ্রহণ করে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। তাহলে হয়তো ভালো কিছু করতে পারবেন। কিছু বছর শান্তির ঘুম ত্যাগ করুন তাহলে দেখবেন আপনি খুব তাড়াতাড়ি অনেক বড় কিছু করেছেন।

person-5956897_1920.jpg

Source

আমাদের সমাজে যেসব মনের মানুষ বসবাস করে তাদের বেশিরভাগ ক্ষেত্রেই একটি ভুল ধারণা পোষণ করে। কোন বিষয়টা আমাদের জন্য ভালো হবে? আসলেই পৃথিবীতে যতগুলো সেক্টর রয়েছে কোন সেক্টরি খারাপ নয়। আবার কোন সেক্টরেই আপনি ততক্ষণ পর্যন্ত উন্নতি শিখরে উঠতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সেই সেক্টরকে আপনি ভালবাসবেন এবং কাজগুলো মন দিয়ে করবেন। যদি আপনি আপনার কাজকে ভালোবাসতে পারেন তাহলে আপনাকে আরে পিছন ফিরে তাকাতে হবে না। যাইহোক আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যখনি সুযোগ আসবে সেই সুযোগের সৎ ব্যবহার করা চেষ্টা করবেন অর্থাৎ জীবনে ঝুঁকি গ্রহণ করবেন, ধন্যবাদ।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: জীবনে ঝুঁকি না নেওয়াটাই, সব থেকে বড় ঝুঁকি.....

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  
 5 months ago 

জীবনে ঝুঁকি না নেওয়াটাই, সব থেকে বড় ঝুঁকি একদম ঠিক কথা বলেছেন।যেকোনো কাজে আন্তরিকতার সাথে ঝুঁকি না নিলে কি চলে।আপনি কয়েন নিয়ে খুব সুন্দর উদাহরণ দিলেন।আসলে যেকোনো কাজে হেরে যাওয়া বা লস হয়েছে এমনটা ভাবা ঠিক নয়।বরং অভিজ্ঞতা হয়েছে এটার জন্য শুকরিয়া চাইতে হয়।ঝুঁকি যেকোনো কাজেই নেয়া যায়। আর এতে সুফলই হয়।কোন কাজই ছোট কিংবা খারাপ নয়।ধৈর্য ধরে,ঝুঁকি নিয়ে এগিয়ে গেলে সফলতা একদিন আসেই।

Posted using SteemPro Mobile

 5 months ago 

ঝুঁকি নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। নিজের পরিবারকে ভালো রাখতে নিজের জীবনে ঝুঁকিতে পরিপূর্ণ করে। বিদেশে যায় অবৈধ পথে ঝুঁকি নিয়ে, যদি একবার যেতে পারে তাহলে লাইফ সেটেল। অনেক ক্ষেত্রে কি হয় অনেক মানুষের জীবন শেষ হয়ে যায়। ঝুঁকি না নিলে কখনোই জীবনে সুষ্ঠুভাবে বেঁচে থাকা যায় না। ঝুঁকি না নিয়ে ঘরে বসে থাকলে না খেয়ে মরতে হবে। অনেক সুন্দর উদাহরণ দিয়েছেন ভাইয়া। আসলে কয়েনের মাধ্যমে আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করি। একবারই ভুল করি। পরেরবার কয়েনটা কিনতে গেলে আমরা বারবার ভাবি। মনোযোগ দিয়ে কাজ করলে প্রতিটা সেক্টরে ভালো অবস্থান অর্জন করা সম্ভব। সুন্দর আলোচনা করেছেন।

Posted using SteemPro Mobile

 5 months ago 

পরিবর্তন ভয় পেলে জীবনে এগিয়ে যাওয়া সম্ভব নয়,যেখানে ছিলাম সেখানেই আটকে থাকা লাগবে। আমার এমন অভিজ্ঞতা প্রচুর হয়েছে। একটা কয়েন কেনার পর ফান্ড অর্ধেক নেমে এসেছে। প্রথম দিকে প্যানিক করতাম,অভিজ্ঞতা হবার পর থেকে আর প্যানিক করি না। অনেক সুন্দর বিষয় নিয়ে লিখেছেন ভাইয়া। ধন্যবাদ সুন্দর পোস্টটির জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

জীবনে ভালো কিছু করতে চাইলে ঝুঁকি নিতেই হবে ৷ ঝুঁকি ছাড়া জীবনে ভালো কিছু করা কখনোই সম্ভব নয় ৷ আপনি এই বিষয়টি খুবই সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন ৷ আপনার লেখা পড়ে অনেক ভালো লাগলো ৷ বাস্তবিক এবং সুন্দর কিছু কথা লিখেছেন ৷ ভীষণ ভালো লাগলো ৷ ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 5 months ago 

ঝুঁকি ছাড় জীবনে ভালো কিছু করা যায় না। আসলে জীবন কিছু করতে হলে তাকে অবশ্যই ঝুঁকি নিতে হবে।সত্যি শুধু কয়েন কেন যেকোন জিনিস একবার কিনে লস খেলে পরবর্তীতে আর সেই ভুল হয় না। আসলে ভুল না করলে কখনো জীবনে উন্নতি করা যায় না। ধন্যবাদ ভাইয়া সুন্দর লিখেছেন।

 5 months ago 

টাকা দিয়ে আমি নিজেও অভিজ্ঞতা কিনেছি ঠিক আপনারই মতো। এখন আর ঠিকমতো যাচাই বাছাই না করে কিনি না। ঝুঁকি তো জীবনে নিতেই হবে এটা স্বাভাবিক। ঝুঁকি না নিলে জীবনে সবচাইতে বড় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কথাটা ঠিক ভাই প্রতিটা সেক্টরই ভালো। দরকার শুধু কাজকে ভালোবাসা তবেই উন্নতির সর্বোচ্চ স্তরে পৌছানো সম্ভব।

Posted using SteemPro Mobile

 5 months ago 

জীবনে সফলতা অর্জন করতে হলে ঝুঁকি নিতে হবে। ঝুঁকি না নিয়ে জীবনে সফলতা অর্জন করা যায় না। আপনি খুব সুন্দর সুন্দর উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিলেন। ঠিক বলছেন কিছু কিছু জিনিস টাকা দিয়ে কিনে লস করে অভিঙ্গতা অর্জন আনা সম্ভব। সেই অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে পরবর্তীতে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে সহজ হয়। অনেক ভালো লেগেছে আপনার মূল্যবান কথা গুলো পড়ে।

 5 months ago 

আমি মনে করি লস বা ক্ষতি বলতে কিছুই নেই। কারণ এসব হচ্ছে অভিজ্ঞতা। পরবর্তীতে এসব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা আরও উন্নতি করতে সক্ষম হই। সুতরাং এটা বলাই যায় যে,টাকা দিয়ে অভিজ্ঞতা কিনে থাকি আমরা। তবে অভিজ্ঞতা অর্জন করার পরেও যদি বারবার একই ভুল করা হয়,সেটা বোকামি ছাড়া আর কিছুই নয়। তবে জীবনে সফলতা অর্জন করতে হলে অবশ্যই ঝুঁকি নিতে হবে। আর সুযোগ আসলে, সেই সুযোগ অবশ্যই কাজে লাগাতে হবে। কারণ সুযোগ জীবনে বারবার আসে না। যাইহোক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো ভাই। এতো চমৎকার টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 5 months ago 

জীবনের প্রত্যেকটি পদক্ষেপ আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি শিক্ষনীয়। আমরা আমাদের জীবনের ক্ষতি গুলো থেকে শিক্ষা লাভ করি। ভাইয়া আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো। অনেক গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেছেন ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59705.02
ETH 2619.44
USDT 1.00
SBD 2.39