স্বরচিত কবিতার নাম "শীতের পোশাক"

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
স্বরচিত কবিতার নাম "শীতের পোশাক"

20221116_165619_0000.png

Create by Canva Pro

siam,.png

শীতকাল আমাদের সকলেরই অনেক প্রিয়। এই শীতকালে বিভিন্ন ধরনের মজ মাস্তি করে থাকি, আমরা বিভিন্ন ধরনের পিকনিকের আয়োজন করে থাকি এবং বিভিন্ন ধরনের পিঠা এবং শাকসবজি তো রয়েছেই সবকিছু মিলে অনেক আনন্দ আমাদের দিনকাল কাটে কিন্তু রাস্তার হতদরিদ্রদের কথা কি আমরা একবারও ভেবে দেখেছি? তারা কিভাবে এই শীতের সময় এর মোকাবেলা করে!

এই সসময় তাদের কষ্টগুলো হাজার গুণে বৃদ্ধি পেয়ে যায়। একদিকে ঠান্ডা অন্যদিকে পেটের ক্ষুধা সবকিছু মিলিয়ে একটি হাহাকার অবস্থান সৃষ্টি হয়। এই বিষয়টি নিয়ে আজকে আমি একটি কবিতা লিখেছি। আশা করি আপনারা মনোযোগ দিয়ে কবিতাটি পড়বেন। আমি চাই আমরা সকলে মিলে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী একজন মানুষকে হলেও শীতের কাপড় দেওয়ার চেষ্টা করব।

siam,.png

"শীতের পোশাক"

আল সারজিল সিয়াম

হিমশীতল এই শীতের দিনে
শীতের পোশাক চাই,
হতদরিদ্র পথ শিশুদের
শীতের পোশাক নাই।

গরিব যারা শীতের দিনে
কত কষ্ট পায়,,
এদিক সেদিক পথে-ঘাটে
দিন যে কেটে যায়।

অট্টালিকায় থাকে যারা
নেইতো তাদের অভাব,
গরিব দুঃখীরা অনাদরে
কে দেবে তার জবাব??

হাড় কাঁপানো শীতের রাতে
বিছানা হীন ফুটপাতে
ঘুমায় আজো তারা
কেউ দেয়না সারা।

পথে-ঘাটে টোকাই যারা
শীতে পাচ্ছে কষ্ট
তাদের দিকে দেখলে আমার
মাথা যে হয় নষ্ট।

তাদের কথা ভাবতে গেলে
ভীষণ কষ্ট পাই,,
তাদের জন্যই এবার আমি
কিছু করতে চাই।

শীতের পোশাক জড়িয়ে দেব
তাদের শীতল গায়,
অশ্রুভেজা নয়ন তাদের
মুছে দেবো হায়।

এবার শীতে তাদের পাশে
দাঁড়াই সবাই মিলে,,
উষ্ণতা পায় শীতের কাপড়
একটা করেও দিলে।

তাইতো মোরা শরিক হই
তাদের দিকে চেয়ে,
ঠোঁটের কোণে ফুটবে হাসি
নতুন কাপড় পেয়ে।

থর থর কাঁপবে না কেউ
পোশাকহীন শীতে,,
উষ্ণ পোশাক জড়িয়ে থাকো
সবাই পৃথিবীতে।



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: স্বরচিত কবিতার নাম "শীতের পোশাক"

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.........

Sort:  
 2 years ago 

মনুষত্ব আর বিবেকের তাড়না ফুটে উঠেছে তোমার এই কবিতায়। শীতের পোশাক নিয়ে তোমার যে উপলব্ধি, পথশিশুদের নিয়ে তোমার যে উপলব্ধি, তাতে তোমাকে স্যালুট করতে ইচ্ছে করে। তোমার এই কবিতা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে।। আশার সঞ্চার করেছে। আশা করি আহান আল্লাহ তাআলা তোমার মনের ইচ্ছা গুলো পূরণ করবে। একটি মানুষ যেন শীতের কাপড়ের অভাবে কষ্ট না পায়। এজন্য আমরা নিজ নিজ জায়গা থেকে অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।♥♥

 2 years ago 

কথায় আছে,কারো পৌষ মাস কারো সর্বনাশ।কিছু কিছু মানুষের শীতকাল আনন্দের হতে পারে,তবে কিছু কিছু মানুষের জন্য অনেক কষ্ট কর।তবে হ্যা যে যার জায়গা থেকে আমরা যদি একটু সাহায্য করি, তাহলে মনে হয় কিছুটা হলেও রাস্তায় যারা বসবাস করে তাদের জন্য উপকার হয়।খুব সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া। প্রতিটি লাইন বেশ সুন্দর। ধন্যবাদ।

 2 years ago 

শীতকাল কারো জন্য আনন্দের আবার কারো জন্য ভয়াবহ কষ্টের।আপনার কবিতাটি সমাজের সচেতনতা ও ঐক্যবদ্ধতার এক পরিচয় বহন করে।খুবই সুন্দর লিখেছেন।একজনকে সাহায্য করা গেলেও আত্মতৃপ্তি পাওয়া যায় মনে।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাইয়া অনেক ভাল লাগলো কবিতাটি পড়ে। আমি অসহায় মানুষদের প্রতি বছর কাপড় বিলি করি, কম্বল ও দিয়ে থাকি।আমি আমার জায়গা থেকে যতটুকু পারি করি।সবাই এগিয়ে এলে, শীতের সত্যিকারের আনন্দটুকু আমরা সবাই মিলে একসাথে উপভোগ করতে পারব বলে আমি মনে করি।অনেক ধন্যবাদ ভাইয়া। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে শীতে কেউ আরামে থাকে আবার কেউ থাকে অনেক কষ্টে। আসলে আমাদের যাদের সামর্থ্য আছে তাদেরকে অবশ্যই গরিব দেশে সাহায্য করা উচিত। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এই সুন্দর কবিতাটি শেয়ার করার জন্য।

 2 years ago 

সত্যিই এই রাসৃতার পাশের শিশুগুলো বা একটু নিম্নবিত্তের মানুষগুলো এই ঠান্ডায় খুব কষ্ট পায়। আমাদের আর কি? দালান বাড়ি, ঘরে রুম হিটার বা থার্মস্ট্যাটের বিলাসিতা। তাদের একটা সোয়েটাও নেই।আমাদের এখানে কিছু স্বেচ্ছাসেবী সংস্থা আছে তারা এই শীতে কম্বল সোয়েটার বিতরণ করেন। পুরোনো বা নতুন। আমরা প্রত্যেকে যদি এই কর্মযজ্ঞে অংশগ্রহণ করতে পারি কম বএশী, তবে এই চিত্র টা আমরাই পাল্টে দিতে পারব।

 2 years ago 

সঠিক সময়ে উপযুক্ত কবিতা নিয়ে হাজির হয়েছেন ভাই।আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। শীত এসেছে এই গরম কাপড় নিয়ে অসাধারণ কবিতা পড়ে খুবই ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 68152.98
ETH 3536.22
USDT 1.00
SBD 2.86