আনো শান্তির ক্রোধ

@amarbanglablog- এর প্রিয় পাঠক হৃদয় ❤️আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন হলো কবিতা লেখা হয় না, কারণ সামনে বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষা তাই। আজকে আমি একটা কবিতা শেয়ার করব আপনাদের সাথে আশা করি ভালো লাগবে। আমার কবিতাটি বর্তমান বিশ্বের পরিস্থিতি নিয়ে লেখা।


আনো শান্তির ক্রোধ
আলমগীর কবির

IMG-20220122-WA0042-removebg-preview.png


দিদৃক্ষা ছিলো না যে, ফের দেলখিব অগ্নিকান্ড।
আহসান হাবীব পড়িয়াছি লহিয়াছি শান্তি।
তব ক্ষণে ক্ষণে মস্তক লড়িয়া ওঠে,
যখন শুনি বিনাশী অস্ত্রে মানবতা ধ্বংসের ধ্বনি!

কবি সাহিত্যিক লেখিয়াছেন মানবতার ধ্বনি,
বিপরীতে আজ শুনি
অসহায় মায়ের কান্নার সিক্ত ধ্বনি!


তব কি পৌছায়নি নরপশুদের কানে,
কবি গুরুদের হৃদয়ের মানবিকতার অমর বানী?
তাহলে কেন শুনি,
বিনাশী মর্মর করুণ ধ্বনি!


পঞ্চাত্বারিংশে তারা গঠন করিয়াছে সংঘ,
আনিতে ধরায় শান্তি,
তারাই আধিপত্য বিরাজে,
ধরাকে সরা জ্ঞান করিয়া,
নব পুস্প করিছে ধ্বংস!


শত পুস্প ঝড়িতেছে,
একবার খুলিয়ে দেখ চামড়া চক্ষু।
সে ফুলের নাই দোষ ঝড়ে যে ফুল হেন।
তেই মাকাল ফলের দোষে আজ,
দেখিতে হয় নব পুস্পের মৃত্যুর রেশ!


হে নর পশু-
কবিতা পড়, প্রবন্ধ পড়,
পড় শান্তির পুস্তিকা,
তোমাদের মাঝে শান্তির দীনতা,
তাই পড় শান্তির পুস্তিকা।


এবার থাম হে বীর করিও না ধ্বংস,
মিটাও আগে জ্ঞনের দীনতা,
যুদ্ধ নয় শান্তি আনো,
ফুটাও বন্দুকে গোলাপের সুকমলতা।

Sort:  
 2 years ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন ভাই। একেবারে যুগের সঙ্গে তাল মিলিয়ে কবিতাটি লেখার চেষ্টা করেছেন। আমাদের সবার উচিত যুদ্ধ হানাহানি মারামারি সবকিছু পরিহার করে পৃথিবীতে শান্তির আগমন ঘটানো। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

এবার থাম হে বীর করিও না ধ্বংস,
মিটাও আগে জ্ঞনের দীনতা,
যুদ্ধ নয় শান্তি আনো,
ফুটাও বন্দুকে গোলাপের সুকমলতা

  • জি ভাই আমরা যুদ্ধ নয় শান্তি চাই। আসলেই খুব ভালো লিখেছেন এবং আপনার এই কবিতার লেখাগুলির মধ্যে অনেক ভাবার্থ লুকিয়ে আছে। কথাগুলির মধ্যে রহস্য লুকিয়ে আছে অনেক।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 62860.75
ETH 3112.64
USDT 1.00
SBD 3.86