কলমদানি- DIYএসো নিজে করি (১০% শিয়াল মামার জন্য)

প্রিয়,
@amarbanglablog

আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহতালার অশেষ কৃপায়। আমিও আল্লাহ তায়ালার রহমতে অনেক ভাল আছি। প্রতিনিয়ত লেখা-লেখির মাধ্যমে আপনাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠেছে। আশা করি আপনাদের সঙ্গে এর সম্পর্কটা দীর্ঘদিন টিকে থাকবে।

কলমদানি

সম্পূর্ণ কলম দানির ছবি প্রথমে উপস্থাপন করা হলো।

IMG-20211106-WA0000.jpg

ধাপ ১

IMG-20211106-WA0004.jpgIMG-20211106-WA0003.jpg

প্রাথমিক শ্রেণির বই গুলো একটু মোটা হয় তাই আমি কলমদানি বানানোর জন্য প্রাথমিক শ্রেণির বইয়ের পাতা নিয়েছি। পাতাগুলোকে নির্দিষ্ট পরিমাণ লম্বা করে কেটে নিয়েছি। এবং গোল করে মুরে নিয়েছে।

ধাপ ২

IMG-20211106-WA0008.jpgIMG-20211106-WA0007.jpg

এই ধাপে মুড়িয়ে নেওয়া কাগজগুলো গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। প্রতিটি অংশে ৮ করে মুড়িয়ে নেওয়া কাগজ গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

ধাপ ৩

IMG-20211106-WA0002.jpg

মুড়িয়ে নেওয়া কাগজগুলো চারপাশে গাম দিয়ে আটকে দিয়েছে। গাম দেওয়ার পর কিছুক্ষণ এই ভাবে রাখতে হবে।

ধাপ ৪

IMG-20211106-WA0001.jpg
চারপাশে দাম দিয়ে আটকে নেওয়া হলে নিচের অংশ দেওয়ার জন্য একটি মোটা কাগজ কেটে নিয়েছি। মোটা কাগজের ওপরের অংশে গাম দিয়েছি এবং একটু পর ঝুড়ির উপরের অংশটুকু মোটা কাগজের উপর আটকে নিয়েছি।

ধাপ ৫

IMG20211104182329.jpg
এখন ছুটি সৌন্দর্যবর্ধনের জন্য কিছু যৌন রোগ এবং পানি নিয়ে ঝাড়িটিতে করার জন্য।

ধাপ ৬

IMG20211104182357.jpgIMG20211104182735.jpg

এই ধাপে রঙের মাঝে জল মিশিয়ে রং করে নিচ্ছি। জল রং টা অনেকদিন আগের এইজন্য রংটা ফুটে উঠছে না ।তবে যতটুকু সম্ভব ততটুকুই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

ধাপ ৭

IMG20211104182942.jpg
রং করার পর কলমদানিটি হাতে নিয়ে একটি ছবি তুলেছি।

ধাপ ৮

IMG-20211106-WA0000.jpg
***এই ধাপে ক্রমান্বয়ে সকল ধাপ সম্পন্ন করে একটি কলমদানি তৈরি করেছে জানি না করলাম দাড়িটা আপনাদের কাছে কেমন লাগবে। যতটুকু সম্ভব আমি আমার ক্রিয়েটিভিটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤

IMG20211015212050.jpg


আমি @alomgirkabir66- জীবনের কিছু মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরতে চেষ্টা করব এবং একজন লেখকের লিখায় তান আনার চেষ্টা করব তার জন্য আপনাদের অনুপ্রেরণা কাম্য। আমাকে ফলো এবং কমেন্ট করে অনুপ্রাণিত করবেন, যারা আমাকে ফলো দিবেন আমিই সাথে সাথে ফলো ব্যাক দিবো ইনশাআল্লাহ। সকলের প্রতি অঘাত সম্মান ও ভালোবাসা প্রদর্শন করতেছি।

ধন্যবাদ আপনাদের সকলকে

Sort:  
 3 years ago 

কাগজ দিয়ে সুন্দরভাবে কলমদানি তৈরি করা।কলম রাখার জন্য কাগজের তৈরি কলমদানি টেবিলের উপর খুব সুন্দর মানায়।যদি রঙিন কাগজ দিয়ে তৈরি করতেন তাহলে সৌন্দর্য আরো বৃদ্ধি পেতো। শুভ কামনা রইল ভাই।

 3 years ago 

ওয়াও আপনি সুন্দর একটি কলমদানি তৈরি করেছে। দেখতে খুবই সুন্দর লাগছ। পর্যায়ক্রমে আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।যা বুঝতে অনেক সহজ হয়ে গেছে। শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক সুন্দর একটি পোষ্ট আপনাদের মাঝে শেয়ার করেছেন। সব মিলিয়ে অদম্য চেষ্ঠা ছিলো ভাই। কালার কম্বিনেশনটা ঠিক রাখলে এটি আরো পারফেক্ট হতো।

ধন্যবাদ ভাইয়া। আল্লাহ তাআলা আপনার মঙ্গল করুক

বাহ ভাইয়া অনেক সুন্দর কলমদানি তৈরি করেছেন আপনি। সত্যি অনেক সুন্দর ছিল ভাইয়া। তবে যদি একটু কালারের দিকে লক্ষ্য রাখতেন, তাহলে আরও অনেক ভালো হতো। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার গঠনমূলক সুন্দর মন্তব্যের জন্য।

খুব সুন্দর ভাবে আপনি আপনার হাতের কাজ তুলে ধরেছেন। আপনার দক্ষতা সত্যিই প্রশংসার দাবিদার।আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

ধন্যবাদ আপনাকে ভাই

 3 years ago 

অনেক সুন্দর একটা কলমদানি তৈরি করেছেন আপনি। এই কলমদানি টা দেখতে অনেক সুন্দর লাগতেছে। এটা পড়ার টেবিলে রাখলে দেখতে অনেক সুন্দর লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কলমদানি তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য

 3 years ago 

এই ধরনের কলমদানি অনেকেই তৈরি করেছে আপনার তৈরিও অনেক সুন্দর ছিল। ভালোভাবে উপস্থাপন করেছেন শুভকামনা রইল আপনার জন্য। ❤️

 3 years ago 

বাহ খুবই ভালো লাগলো আপনার তৈরি কলমদানি টা। কাগজ কেঁটে অনেক সুন্দর ভাবে আপনি কলমদানি তৈরি করেছেন। এটা তৈরি করতে অনেক সময় লাগে। আমি নিজেও একটা তৈরি করেছি। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইলো আপনার জন্য

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। নতুন আইডিতে rc সমস্যার কারণে রিপ্লাই দিতে পারিনি।

খুব সুন্দর ছিলো আপনার বানানো কলদানী টি। বিশেষ করে আপনার উপস্থাপনা মনোমুগ্ধকর ছিলো ভাইয়া। সামনে এমন আরও ভালো ভালো কিছু নিয়ে আসেন সেই আশায় রাখছি। শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক সুন্দর একটি পোষ্ট আপনাদের মাঝে শেয়ার করেছেন। সব মিলিয়ে অদম্য চেষ্ঠা ছিলো ভাই। কালার কম্বিনেশনটা ঠিক রাখলে এটি আরো পারফেক্ট হতো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 61414.81
ETH 2984.62
USDT 1.00
SBD 2.46