মানুষ যদি ছবির মত সুন্দর হতো।(১০% বেনিফিশিয়ারি লাজুক শিয়ালের জন্য)।
১৫ রমাদান, ১৪৪৩ হিজরি
১৭ এপ্রিল,২০২২সাল
হ্যালো
মানুষ হোক ছবির মত সুন্দর
বর্তমান সময়ে মানুষ এমন এক পর্যায়ে চলে গেছে যে পোশাকের মতো তারা রং বদলায়। এ সমাজের মানুষ যদি ছবির মতো সুন্দর হত তাহলে অথবা সমাজটা বদলে যেত। আমরা চাইলে সবকিছু করতে পারি কেননা আমরা মানুষ সৃষ্টির সেরা জীব। আর সৃষ্টির সেরা জীব হতে হলে অবশ্যই আমাদের সৃজনশীলতা এবং ভালো কাজগুলো সঙ্গে লেগে থাকতে হবে। তাহলে আমরা নিজেকে একজন আদর্শ সৃষ্টির সেরা জীব হিসেবে পরিচয় দিতে পারব প্রাণ খুলে। কিন্তু আমরা যদি গিরগিটির মতো বাইরে এক ভেতরে এক এভাবে চলতে থাকে তাহলে আমাদের মূল্যায়ন অবশ্যই অবশ্যই থাকবে না।
একজন মানুষ যখন ছবি উঠায় তখন তার আকার আকৃতি দেখে মনে হয় সে কত সুন্দর। আর আমরা সবসময় মানুষের বাইরের দিক থেকে মানুষকে বিবেচনা করার চেষ্টা করি। কিন্তু মানুষ আসলেই কি বাইরের সৌন্দর্যের মত তারাও এত সুন্দর। তারা যদি ছবির মতো সুন্দর হতো তাহলে এই সমাজ এই জাতি এক সোনার সমাজ বা সোনার জাতি হিসেবে গড়ে উঠত। এই সমাজের দৃষ্টিভঙ্গি অসুস্থ হয়ে গেছে তারা বাহ্যিক সৌন্দর্য প্রাধান্য দিতে গিয়ে আমরা আসল সৌন্দর্য কে হারিয়ে ফেলছে। তারা মানুষকে কখনোই ভেতরের সৌন্দর্য দেখে বিবেচনা করে না। একজন মানুষের ভেতরটা যতটা সুন্দর তার বাহিরে যদি খুঁজছি তো হয় আমার কাছে খুবই তো সুন্দর মানুষ সেই।
একজন মানুষের আচার-আচরণ এবং তার চলাফেরা থেকে শুরু করে তার আরো কিছু গুণাবলী মধ্যে দিয়ে তাদের আসল সৌন্দর্য প্রকাশ পায়। একজন মানুষের বাহ্যিক আচরণ যদি সুন্দর হয় তবে তার ভেতরটা ভালো নয় খারাপ হতে পারে না। কিন্তু তার এই অভ্যান্তরীন আচরণ বুঝতে হলে তার সঙ্গে অবশ্যই কিছুটা সময় ব্যয় করতে হবে। বা তার সঙ্গে ওতপ্রোত ভাবে মিসতে হবে। আমি আবারও সেই কথাটাই বলি মানুষ ছবিতে যেমন সুন্দর বাস্তবে যদি এমন সুন্দর হতো তাহলে এই সমাজ বদলে যেত বদলে যেত এই জাতি। আমরা সবসময় চেষ্টা করব মানুষ হিসেবে সৃষ্টির সেরা জীব যেটা আমরা গর্বের সাথে পরিচয় দিতে পারে।
যাই হোক না কেনো আমরা সব সময় চেষ্টা করবো একজন মানুষ হিসেবে নিজে ছবির মত সুন্দর একজন মানুষ হিসেবে প্রমাণিত করার। আমি বার বার বলছি ছবির মত সুন্দর এর কথা কেনো বলছি এইকথা কারণ ছবিতে মানুষ কখনোই অসুন্দর হতে পারে না। ছবিতে মানুষের যেমন বাহ্যিক সুন্দর যেভাবে প্রকাশ পায় আমরা সবসময় চেষ্টা করবো আমাদের অভ্যন্তরে দিকটাও যেন ঠিক ছবির মতো এতটাই সুন্দর হয়। কেননা আমরা হচ্ছে সৃষ্টির সেরা জীব মানুষ আমাদের পরিচয় হবে একজন মানুষ। কেন আমরা গিরগিটির মতো বারবার রং বদল করব? পরিশেষে একটি কথাই বলতে চাই মানুষ সব মানুষের জন্য, মানুষ ছবির মতো সুন্দর।
Join the Discord Server for more Details
জীবন পাতার শেষ হওয়া একটা পাতার সংরক্ষণঃ
বাহ অনেক সুন্দর একটা গল্প লিখেছেন সত্যি পরে খুবই ভালো লাগলো। প্রতিটি লাইন পরে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এতো সুন্দর একটা সামাজিক আদর্শ বান গল্প শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমার এই পোস্টটি পড়ার জন্য।
আপনি ঠিকই বলেছেন মানুষের আসল সৌন্দর্য তার কর্মের মাধ্যমে প্রকাশ পায়। আপনার লেখা সব সময় আমার ভালো লাগে। অনেক সাজিয়ে গুছিয়ে লিখতে পারেন আপনি।
ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনার আগামীর জন্য শুভকামনা রইলো।